নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

THE WORLD FILLED WITH NICE PEOPLE, IF YOU CAN\'T FIND ONE? BE ONE....

আপেক্ষিক মাহাদি

আপেক্ষিক মাহাদি › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিকনামা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

আজ থেকে সব মোবাইল অপারেটর কোম্পানিগুলো বায়োমেট্রিক সিস্টেমে সিম রেজিস্ট্রেশন শুরু করেছে| অর্থাৎ, নতুন সংযোগ কিনতে গেলে দুই হাতের বৃদ্ধ এবং তর্জনী আংগুলের ছাপ দিতে হবে আর পরিচয় পত্র, ছবি তো মাস্ট লাগবেই|
ঘটনাকে সুদূরপ্রসারি করতে প্রতিটি রিটেইলারকে (সিম বিক্রেতা) কোম্পানিগুলো ট্যাবলেট ফোন এবং আংগুলের ছাপ নেয়ার যন্ত্র এর মধ্যেই দিয়ে দিছে| এমনকি, শুধু রেজিস্ট্রেশন করার সফটওয়্যার বাদ দিয়ে সব এপস লক করে দিয়েছে| একটা কল করার অপশন পর্যন্ত নেই!
এইতো আমার এক দোকানদার মামা এসব বাড়াবাড়ি বুঝতে না পেরে আমাকে ডেকেছিলো কিভাবে কি করতে হয়, এসব কোম্পানির এজেন্টের থেকে বুঝে নিতে| আমি সিস্টেম সম্পর্কে পুরোপুরি বুঝে নিয়ে ব্যাপক বিনুদুন নিতে এজেন্টকে বললাম, "যাদের এক হাত নাই বা হাত নাই সেসব বেচারারা সিম কিনতে পারবেনা! আহারে.... আচ্ছা ভাই এদের জন্য সরকার কি কিছু করবে?"
লোকটা বিরক্ত হচ্ছিলো সেটা তার মুখ দেখেই বুঝতে পারছিলাম! তারপর আবার জিজ্ঞেস করলাম, "আমরা যে পুরোনো সিম রেজিস্ট্রেশন করবো সেটা কিভাবে? "
উনি বললেন, "সেটার পদ্ধতি আমরা এখনো জানিনা! সরকার জানিয়ে দিলে এই সফটওয়্যারে অটোমেটিক অপশন চলে আসবে!"
এবার আমি হাসলাম, সরকার তাহলে এখনো......
মোবাইলের মাধ্যমে যেসব অপরাধ হয় সেসব প্রতিরোধের জন্য আমাদের সরকার এই ব্যবস্থা নিয়েছেন! বাহবা জানাই সরকার কে.... খুবই ভালো একটি উদ্যোগ!
অনুগল্পঃ ২০২২ সাল! বাংলাদেশকে আরেকটু ডিজিটাল করতে সরকার উদ্যোগ নিলো! সেই উদ্যোগের ফলস্বরূপ ডঙ্কার নামের এক ছোট ভাই আমাকে জিজ্ঞেস করবে, "আচ্ছা ব্রো? ফেইসবুকে একাউন্ট করতে কি কি লাগবে?"
আমিঃ মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র! ইউনিয়ন বা পৌরসভার চেয়ারম্যান প্রদত্ত চারিত্রিক সনদপত্র| তারপর অভিভাবকদের অনুমতি পত্র আর ডঙ্কার শুনো, যে পরিচয়পত্র থেকে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলে সেই পরিচয়পত্র দিয়েই কেবল ফেইসবুক আইডি করতে পারবে! বুঝেছো ডঙ্কার.....?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

সপন মাহমোদ বলেছেন: মজার বিষয় হল আমি আমার পাশের দোকান দারের মেসিনে পায়ের আংগুল এর ছবি দিয়ে চাপ দিলাম দেখি সেটাতেও কাজ হয়। এই বুঝি বায়ো ম্মেট্রিক্স আজিব.........

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

আপেক্ষিক মাহাদি বলেছেন: তাহলে যাদের হাত নেই তারা পা দিয়েও বায়ু ছেড়ে সিম কিনতে পারবে..... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.