নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের দেশে হবে সেই ছেলে কবে.....

মহলদার

মহলদার

এ মাটি ছিনিয়ে নিতে কত বার ঝড় উঠেছে এ মাটি ভাসিয়ে দিতে কত বার বান ডেকেছে কত যে বুকের পাজর আড়াল করে রুখল সে ঝড় কত যে শোণিত ঢেলে ঊষর মাটি প্রাণ পেয়েছে মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে

মহলদার › বিস্তারিত পোস্টঃ

মাছের নাম- “গাং টেংরা”

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৫

গাং টেংরা কে আমাদের দেশে কোথাও কোথাও গোংড়া ও বলা হয়। এর বৈজ্ঞানিক নাম- Gagata youssoufi. Sisiridae পরিবার ও Siluriformes বর্গ(ক্যাটফিস) এর অন্তর্ভূক্ত এ মাছটির সর্বোচ্চ দের্ঘ্য ৬.৬ সেন্টিমিটার। এদের হলুদাভ শরীরের উপর বাঁকাভাবে কালো দাগ থাকে।



বাংলাদেশ ও ভারতে প্রধানত এদের দেখা মেলে। আমাদের দেশে ময়মনসিংহর নিকট পুরাতন ব্রহ্মপুত্র এবং চাঁদপুরের নিকট মেঘনা নদীতে পাওয়া যায়। তবে মাছটি বর্তমানে খুবই কম দেখা যায়।











ছবি- নিজের তোলা, তথ্য সহায়তা- ইন্টারনেট।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: টেংরা মাছ খাইনা আজকে দুই বচ্ছর

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪২

মহলদার বলেছেন: অনেক টেংরা এখনো মোটামুটি পাওয়া যায়। কিন্তু গাং টেংরা কিন্তু বেশ কম চোখে পড়ে।

২| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৮

মানুষ বলেছেন: আহারে কতোদিন খাইনা।

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৩

মহলদার বলেছেন: এই টেংরা আমিও কখনো খাইনি। খুবই কম দেখা যায় এটি।

৩| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৪

যুগান্তকারী বলেছেন: খাইতে চাই

২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২

মহলদার বলেছেন: আপনি কোথায় থাকেন? যেসব অঞ্চলে এদের দেখা মেলে সেসব অঞ্চলের বাজারে খোঁজ নিয়ে দেখতে পারেন। পাইলেও পাইতে পারেন মানিক রতন....:)

৪| ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৭

মাহবুব সুমন বলেছেন: গাং টেংরার নাম এবারই প্রথম শুনলাম। ধন্যবাদ এটার জন্য।

২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৭

মহলদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.