নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের দেশে হবে সেই ছেলে কবে.....

মহলদার

মহলদার

এ মাটি ছিনিয়ে নিতে কত বার ঝড় উঠেছে এ মাটি ভাসিয়ে দিতে কত বার বান ডেকেছে কত যে বুকের পাজর আড়াল করে রুখল সে ঝড় কত যে শোণিত ঢেলে ঊষর মাটি প্রাণ পেয়েছে মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে

মহলদার › বিস্তারিত পোস্টঃ

পুতুল নেবে গো পুতুল (একটি ছুডুকালের স্মৃতিচারণমূলক পোষ্ট:);))

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৮



গ্রাম্য শৈশবে পুতুল খেলিনি এরকম বোধহয় খুব কম লোকই খুঁজে পাওয়া যাবে, সে ছেলে কি মেয়ে যেই হোক না কেন। ছেলে হলে অন্তত বড় বোনের সাথে কিংবা পাশের বাড়ির মেয়েদে সাথে হলেও পুতুল খেলেছে। নিজ হাতে বানানো পুতুল, মায়ের বানিয়ে দেওয়া পুতুল, মেলা হতে কেনা পুতুল, কত পুতুল। বর, বউ, ছেলে, মেয়ে, কুকুর, বিড়াল, গরু, ঘোড়া, হাতি, নৌকা আরো কত কি যে। আর সাথে হাড়ি, কড়াই, কলসি ইত্যাদি তো ছিলই। পুতুল খেলা নিয়ে হৈ চৈ, ঝগড়াঝাটি, কান্নাকাটি, মান-অভিমান এসবই বোধ হয় আমাদের অনেকেরই ছোট বেলার কমন গল্প। আজ সবই নষ্টালজিয়া, তাই না? আজ একটা মেলা থেকে কিছু পুতুলের ছবি তুলেছি। মনে পড়ে কি ছোট বেলার সেই স্মৃতিগুলো?



























মাটির এই যে ধরনের পুতুল গুলো, এটা হয়ত আর বেশী দিন দেখা যাবে না কোন মেলা কিংবা ফেরিওয়ালার ঝাঁকায়। কারন এর কারিগরদের বড় দূর্দিন এখন। প্লাস্টিকের তৈরি পুতুল, খেলনাই আজ দখল করে নিয়েছে এই সব মাটির খেলনা সামগ্রীর স্থান। বাধ্য হয়ে এই কারিগররা খুঁজছে বিকল্প জিবীকা। সেদিন হয়ত আর খুব বেশী দূরে নয় যেদিন প্রত্যন্ত গ্রাম বাংলার হাজারো শিল্পীদের হাতে অতি সাদামাটা ভাবে গড়া এইসব খেলনা সামগ্রী হয়ে যাবে শুধুই স্মৃতি।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

তারার হাসি বলেছেন:
আমার সত্যিকারের একজন ......বন্ধু ছিল, এখনো ভাবি তার কথা আর ছিল অনেক শামুক ঝিনুকের বানানো পুতুল, ছাতা হাতে খুব চমৎকার দেখতে।

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

মহলদার বলেছেন: আমারো শামুক ঝিনুকের কিছু পুতুল ছিল:)

২| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

ভুরিদত্ত বলেছেন: লাদেনের পুতুলটা কিন্তু হেভি বানিয়েছে বস।

Click This Link

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

মহলদার বলেছেন: তবে মেলায় লাদেনের জটিল জটিল সব পোষ্টারও বিক্রি হত কিন্তু সেই সময়;);)

৩| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

জেরী বলেছেন: অনেকদিন পরে মাটির পুতুল দেখলাম

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

মহলদার বলেছেন: তাই?;) পুতুল ছিল ছোট বেলায়?

৪| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪

ভুরিদত্ত বলেছেন: ছোটোবেলায় হিম্যানের সেট অ্যাফোর্ড করতে পারিনি। একটা কিনেই আশ মেটাতে হয়েছিল। তারপর লেগোর একটা ইউসার-প্রোগ্রামেব্ল রোবোট ছিল। সো এন্টাইসিঙ!

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১০

মহলদার বলেছেন: আমার সবচেয়ে মজার খেলনাটা ছিল একটা টিনের লঞ্চ যেটাতে তেল দিয়ে পল্তেয় আগুন ধরিয়ে দিলে চলত পট পট করে :):)

৫| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫

জেরী বলেছেন: হ্যা......মাটির হাড়ি-পাতিলের কথা ও মনে পড়ে গেল

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১১

মহলদার বলেছেন: আমারো ছিল :):)

৬| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩

ভুরিদত্ত বলেছেন: ওহো - পকেট আর্কেড গেম অবশ্য ছিল একটা। :)

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩১

মহলদার বলেছেন:
আমরা যখন আমাদের যুগে খেলেছি পুতুল খেলা
তোমরা এখন সেই বয়সে কম্পিউটার গেম খেল মেলা।:):)

৭| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

তামজি বলেছেন: পুতুল কিনতে ইচ্ছা করছে :(
মাটির পুতুল যেন বিলুপ্ত না হয় :( :((

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫১

মহলদার বলেছেন: মাটির পুতুল যেন বিলুপ্ত না হয়, সহমত আপনার সাথে।

৮| ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৫

শয়তান বলেছেন: টিনের লঞ্চ কি এখনো পাওয়া যায় ? চলার সময় অদভুত আওয়াজ করতো । বড় বোউলএ ছেড়ে দিতাম । ব্যস চক্রাকারে ঘুরতো ।

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৪

মহলদার বলেছেন: এখন মেলায় আর টিনের লঞ্চ চোখে পড়ে না। আমি পুকুরে চালিয়েছি অনেক।

৯| ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১১

শাওন৩৫০৪ বলেছেন: আহারে...বেদুনা বেদুনা...

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬

মহলদার বলেছেন: আহারে.........:)

১০| ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৩

সুইট ভাই বলেছেন: অনেক আগের কথা; তখন বোনরা সবাই বড়। আমি ভাই একা। তাই পুতুল কিনে বিয়ে দেওয়ার সময় আমাকে নিয়ে মেয়েপক্ষ-ছেলেপক্ষের মধ্যে টানাটানি পড়ে যেত। কারণ আমি হতাম শশুর।

ভাল লাগলো..কিছুক্ষন ছোট বেলায়............................!

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

মহলদার বলেছেন: অনেক ধন্যবাদ সুইট ভাই আপনার সুইট মন্তব্যের জন্য।

১১| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫

নির্ঝরিনী বলেছেন: হুম...ছোটবেলার কথা মনে পরে গেলো...

মাটির পুতুলতো ছিলোই তারসাথে মেলা থেকে কেনা এমন পুতুল, হাড়ি, পাতিল ছিলো মাটির..

মাটির এইসব খেলনা যেনো হারিয়ে না যায়..

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩১

মহলদার বলেছেন: মন্তব্যের ধন্যবাদ আপু। ছোট বেলার স্মৃতিটা আসলেই মজার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.