![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাসে ঘুমাতে পছন্দ করি। আর হ্যা, ছবি তুলতেও পছন্দ করি। flickr: http://www.flickr.com/photos/myfamilly/
ছোট একটা পাঁচ বর্নমালার ইংরেজী শব্দ। "MINUS" বাংলায় বিয়োগ। তবে ব্লগে এর প্রচলন ছিলো ভিন্নধারায়। অন্যায়, অবান্চিত কোন কিছুর বিরুদ্বে যা ছিলো এক মোক্ষম অস্র। আজ ২০ শে জানুয়ারি এই মাইনাস কেড়ে নেওয়ার দ্বিতীয় বার্ষিকী। অত্যন্ত শ্রদ্বাভরে এই মাইনাসের মৃত্যু দিবসকে স্বরন করছি। প্রতিবাদের নিরব টুলসটি সেইযে হারিয়ে গেল আর ফিরে এলো না।
পজেটিভ ব্লগিংকে উৎসাহ দিতেই মাইনাসের ব্যাবহার তুলে নেওয়া হয়েছে, ব্লগ কর্তপক্ষের ভাষ্য ছিলো এমনটাই। কিন্ত এই দুই বছরে ব্লগিং কতটা পজেটিভ ছিলো তার কিছুটা পুরনো ব্লগার মাত্রই বলতে পারবেন। আমার মতে দুই বছর আগের তুলায় এখন ব্লগিংয়ের মান অনেক কমে গেছে। ব্লগ এখন অনেকটাই ফেসবুক ভার্সন হয়ে গেছে। কপি পেষ্ট, বিজ্ঞাপন, অশ্লীল গলাবাজি, গুজব ছড়ানো, নেগেটিভ ব্লগিং এর যত উপাদান, আছে সবকিছুই এখন ব্লগে পাওয়া যায়। এইসব আগে ছিলোনা, আমি অস্বীকার করছি না। তবে এর মাত্রা এখন অনেক বেশী। কর্তপক্ষ যদিও রিপোর্ট করার দিকে বেশী মনোযোগ হওয়ার কথা বলেছিলো, তবে নিজেও শত শত রিপোর্ট করে খুব কমই ফল পেতে দেখেছি। কর্তপক্ষ মাইনাসের অপব্যাবহারের কথাও বলেছিলো, কিন্তু আমার মতে কিছুটা অপব্যাবহার থাকলেও সঠিক ব্যাবহারের পরিমানই বেশী ছিলো। মশা গায়ে বসলে আমরা থাপ্পড় দেই মাইনাস ছিলো সেইরকম তাৎক্ষনিক একটা প্রতিকার, কয়েল ধরানো কে হয়তো রিপোর্টের সাথে তুলনা করা চলে।
আজকের এই বেদনা বিধুর দিনে আমি ব্লগ কর্তপক্ষের কাছে মাইনাস ফিরিয়ে দেবার আকুল আবেদন জানাচ্ছি। পজেটিভ ব্লগিং এর জন্য নেগেটিভ রেটিং অবশ্যই থাকা উচিৎ। তাৎক্ষনিক প্রতিবাদের এই অনন্য বাটনটিকে ফিরিয়ে দেন প্লিজ। আপনারা এক মাসের জন্য পরীক্ষামূলক ভাবে মাইনাস ফিরিয়ে দিন, দেখবেন ব্লগের চেহারাই পাল্টে(পজেটিভ) গেছে।
আমার আজে মনে আছে মাইনাস ফিরিয়ে দেবার জন্য কি মজাদার একটা আন্দোলন হয়েছিলো। জাহাজী পোলা, শায়মা আপু সহ আরো অনেক অনেক ব্লগার বুক চিতিয়ে প্রতিবাদ আন্দোলন করেও মাইনাসকে প্লাস করাতে পারেননি। উল্টো কর্তপক্ষ উনাদের স্ট্যাটাস মাইনাস করে ওয়াচে নিয়ে গিয়েছিলো। আমি সেইসব প্রতিবাদকারী, আন্দোলনকারী ব্লগারদেরও শ্রদ্বার সাথে স্বরন করছি।
সবশেষে আবারো বলে যাই "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"। সবাই ভালো থাকবেন।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস ফেরৎ চাই।
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
বিবেকের দংশনে জাস্টিন বিবার এবং সাঁইবাবার গ্যাংনাম আচার বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
জাহিদুল হাসান বলেছেন:
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
নীরব দর্শক বলেছেন: আমরা পেয়েছি ঘোড়ার ডিম।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
জাহিদুল হাসান বলেছেন: দারুন বলেছেন ভাই।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
অণুজীব বলেছেন: এ জীবনে আর মাইনাস বাটন ব্যবহার করতে পারলাম না।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
জাহিদুল হাসান বলেছেন: এ জীবনে আর মাইনাস বাটন ব্যবহার করতে পারলাম না। আশাকরি কর্তপক্ষ ভেবে দেখবেন। মাইনাস বিহীন দুই বছর পার করলাম। লাভটা কি হলো ?
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
হাসান মাহবুব বলেছেন: মাইনাস বাতন ফেরত চাই। মনে আছে, ঐ সময় ভালো ভালো ব্লগাররা প্রতিবাদে আউল ফাউল পোস্ট দেয়া শুরু করসিলো। মাইনাস না থাকাতে এখন এই সমস্ত পোস্টের সংখ্যা অনেক বাইড়া গেসে। একইসাথে জুকারবার্গের কাছে ফেসবুকে ডিসলাইক বাটনের জন্যে আবেদন জানাইলাম!
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
জাহিদুল হাসান বলেছেন: কত ফাউল পোষ্ট শুধু মাইনাসের তোড়েই ভেসে যেত। মাইনাস বাটনটি কে আমার আম ব্লগারের মডারেশন কী বলে মনে হতো।
সেই সময়টা ছিলো জোস। একটা পোষ্ট ছিলো " আসুন শিখি পানি গরম করার কঠিন রেসিপি" আরেকটা ছিলো জাহাজী পোলা'র খাবারের পোষ্ট। ব্লগের অন্যতম একটা এপিক পোষ্ট ছিলো সেটি।
আমি ও ফেসবুকে ডিসলাইক বাটন দাবীর পক্ষে।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
মাক্স বলেছেন: "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
জাহিদুল হাসান বলেছেন: "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
নেংটি ইদুর বলেছেন: মাইনাচ বাটিন ফেরত চাই।
কিন্তু হামা ভাই ফেরত চায় মাইনাস বাতন।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
জাহিদুল হাসান বলেছেন: শিফ্ট বাটনে চাপ পড়ে গেছিলো
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
হাছুইন্যা বলেছেন: মাইনাস ফেরত দেয়া হোক।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস ফেরৎ চাই।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
রীতিমত লিয়া বলেছেন: সামু ব্লগের মোবাইল ভিউতে মাইনাস শো করে এখনো
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
জাহিদুল হাসান বলেছেন: প্রথম যখন মাইনাস তুলে দেওয়া হয়েছিলো তখন মোবাইল দিয়ে মাইনাস দেওয়া যেত এবং সেই মাইনাস মোবাইল, পিসি সব যায়গায় শো করতো।
মাইনাস ফেরৎ চাই।
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অত্যন্ত শ্রদ্বাভরে এই মাইনাসের মূর্তুদিবসকে স্বরন করছি। প্রতিবাদের নিরব টুলসটি সেইযে হারিয়ে গেল আর ফিরে এলো না।
আজকের এই বেদনা বিধুর দিনে আমি ব্লগ কর্তপক্ষের কাছে মাইনাস ফিরিয়ে দেবার আকুল আবেদন জানাচ্ছি। পজেটিভ ব্লগিং এর জন্য নেগেটিভ রেটিং অবশ্যই থাকা উচিৎ। তাৎক্ষনিক প্রতিবাদের এই অনন্য বাটনটিকে ফিরিয়ে দেন প্লিজ। আপনারা এক মাসের জন্য পরীক্ষামূলক ভাবে মাইনাস ফিরিয়ে দিন, দেখবেন ব্লগের চেহারাই পাল্টে(পজেটিভ) গেছে।....
লাভ একটা নির্দিষ্ট গোত্রের!! যাদের পোষ্ট মাইনাসের ভার সইতে না পেরে তলিয়ে যেত
এখন দিব্যি ভেসে ভেড়ায়-পংকিলতা বুকে নিয়ে
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস হলো আমজনতার মডারেশন। এটা ফেরৎ চাই।
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
নিশ্চুপ শরিফ বলেছেন: www এর জায়গাতে m দিলে দেখি মাইনাস বাটন শো করে। টেস্ট করার জন্য আপনারে একটা মাইনাস দিলাম। তয় আমি মাইনাস দেবার আগেও কে জানি আমারে আগেই একটা মাইনাস দিয়া গেছে। কোন মডু মনে হয়। লন এইবার প্লাস।
+++++
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
জাহিদুল হাসান বলেছেন: খাইছে
, এই পোষ্টে মাইনাস খাওয়া মানে কপালে খারাবী আছে। আমার স্ট্যাটাস এখন মাইনাস খাওয়ার অপেক্ষায়
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: @নিশ্চুপ শরীফের ....ষ্টাইলে....লন এইবার প্লাস।
+++++
৬:২ রেসিও চলছে..
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
জাহিদুল হাসান বলেছেন: রেশিও খুব একটা খারাপ না। মোবাইল দিয়াই মাইনাস দিতাম চাই, যদি তা কোন রকমে পিসিতে শো করানো যাইতো।
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
রেজোওয়ানা বলেছেন: ফেরত দিলে কতই না ভাল হইতো!
আমি আমার ব্লগ জীবনের বেস্ট (!!!) ফাউল একটা পোস্ট লিখসিলাম সেদিন......শুকনা মরিচ ভর্তার রেসিপি, আর সাদিয়া দিল ভাত রান্নার! আর জাহাজী মনে হয় দিসিল গরম পানি করার!
এরপর আরও কত মজার সব ফাইল পোস্টের ফ্লাডিং.......হা হা হা
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
জাহিদুল হাসান বলেছেন: জাহাজী ভাই দিছিলো মডুদের জন্য খাবার ঘুষের পোষ্ট। আহা কি ছিলো একটা সপ্তাহ। এমন মজার সময় ব্লগে কখনোই আসেনাই। কিন্তু মাইনাসটাও আসে নাই।
মাইনাস ফেরৎ চাই।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
তামিম ইবনে আমান বলেছেন: মাইনাস বাটন আইলে আমি আর প্লাসই দিমু না
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
জাহিদুল হাসান বলেছেন: মাইনাসের মহত্ব প্লাসের চেয়ে অনেক বেশী।
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমি কিন্তু তিন নাম্বার মাইনাসটা দিছি।
মাইন্ড ইট ইন দিস সিচ্যুয়েশন ওয়ান মাইনাস ইজ ইকুয়াল টু হানড্রেড পিলাচ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
জাহিদুল হাসান বলেছেন: পিছনের দরজা দিয়া মাইনাস পাইতাছি। তারপরও খারাপ লাগতাছে না।
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মাইনাস পাই নাই
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
জাহিদুল হাসান বলেছেন: আপনার ব্লগিং জীবনের সাড়ে ১৫ আনাই বৃথা।
১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
জনদরদী বলেছেন: মাইনাস বাটন ফেরত চাই !!! মাইনাস বাটন ফেরত চাই !!! মাইনাস বাটন ফেরত চাই !!!
আগে কি সুন্দর দিন কাটাইতাম । আর এখন বাজে পোষ্টে সামু ভর্তি ।
ব্লগ কর্তৃপক্ষ মনে হয় মাইনাস বাটন আর কখনো ফেরত দিবে না । কারন তাতে তাদের লটকানো পোষ্টে অনেক মাইনাস পাবে এই ভয়ে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
জাহিদুল হাসান বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম । আর এখন বাজে পোষ্টে সামু ভর্তি ।
ব্লগ কর্তৃপক্ষ মনে হয় মাইনাস বাটন আর কখনো ফেরত দিবে না । কারন তাতে তাদের লটকানো পোষ্টে অনেক মাইনাস পাবে এই ভয়ে ।
এইতো এসেছেন লাইনে। মাইনাস গায়েব করার ১ মাস আগে ২০১১ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্বিজীবি দিবসে একজন ব্লগারের পোষ্ট স্টিকি করা হয়েছিলো, যেটায় মাইনাসের বন্যায় একদিনেই নামিয়ে ফেলতে হয়েছিলো।
আমি শিউর ঐ পোষ্টের সাথে মাইনাস হত্যার সরাসরি সম্পর্ক আছে।
১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
জনদরদী বলেছেন: আমি খুব অলস প্রকৃতির; তাই কমেন্ট করা বা পোষ্ট করা হয় না । আমার জন্য মাইনাস বাটন খুব কাজের ছিল ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
জাহিদুল হাসান বলেছেন: আমিও প্রচুর মাইনাস দিতাম। ব্লগে একটিভ থাকার একটা অন্যতম উপায় ছিলো মাইনাস।
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
মাইনাস ফেরৎ চাই।
১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: মাইনাসকে মিস করি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
জাহিদুল হাসান বলেছেন: এই ব্লগটাকে আবার আগের মানে নিয়ে যেতে হলে মাইনাস অত্যাবশ্যক।
২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
ডেডম্যান বলেছেন: মাইনাচ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
জাহিদুল হাসান বলেছেন:
২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
তানিয়া হাসান খান বলেছেন: আহ.হা রে...। মাইনাস...। মিস ইউ
হোপ উইল বি ব্যক ভেরী সুন.....।শিওর!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
জাহিদুল হাসান বলেছেন: আপনার ব্লগিং বয়সে মাইনাসের পাওয়ার কথা না, যদি না আগের কোন নিক না থেকে থাকে।
২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
সাইফুল ইসলাম নিপু বলেছেন: মাইনাচ ও মাইনাসের সাথে হারাইয়া গেছে। তাকেও স্মরণাই
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
জাহিদুল হাসান বলেছেন: আপনে মনে হয় বৃষ্টি ভেজা মাল্টির কথা কইতাছেন। ঐ নিকের জন্ম মাইনাস হত্যার পরে।
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: sohomot
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
জাহিদুল হাসান বলেছেন: হুমম, মাইনাস ফেরৎ চাই। ব্লগারদের অধিকার ফেরৎ চাই।
২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
খায়ালামু বলেছেন: আজকের এই বেদনা বিধুর দিনে আমি ব্লগ কর্তপক্ষের কাছে মাইনাস ফিরিয়ে দেবার আকুল আবেদন জানাচ্ছি। পজেটিভ ব্লগিং এর জন্য নেগেটিভ রেটিং অবশ্যই থাকা উচিৎ। তাৎক্ষনিক প্রতিবাদের এই অনন্য বাটনটিকে ফিরিয়ে দেন প্লিজ। আপনারা এক মাসের জন্য পরীক্ষামূলক ভাবে মাইনাস ফিরিয়ে দিন, দেখবেন ব্লগের চেহারাই পাল্টে(পজেটিভ) গেছে।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
জাহিদুল হাসান বলেছেন: কর্তপক্ষ ব্যাপারটা ভেবে দেখতে পারেন।
২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: মাইনাস ফিরিয়ে দেবার পক্ষে আবেদন জানাচ্ছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই।
২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: মাইনাস ইউজানোর সুযোগ পাইলাম না আপচুস
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
জাহিদুল হাসান বলেছেন: হমম, জটিল জিনিষ ছিলো। পোষ্ট ভালো লাগে নাই, চুপিসারে একটা মাইনাস মেরে দিলাম। কি মজাটাই না ছিলো।
২৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
বটের ফল বলেছেন:
:-<
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস ফেরৎ চাই।
২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
তন্ময় ফেরদৌস বলেছেন: "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস ফেরৎ চাই।
২৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
এম ই জাভেদ বলেছেন: আহারে মাইনাস ব্যবহার না জানি কত মধুর ছিল...।
কর্তৃপক্ষ কে বলি - আরেকবার মাইনাস ফিরিয়ে দিন, দেখবেন মাইনাসে মাইনাসে সব প্লাস হয়ে গেছে সামু ব্লগে।
আর তা না হলে ব্লগাররা মাইনাসের বিকল্প হিসাবে মন্তব্যের ঘরে গিয়ে মাইনাস দিয়ে দুধের সাধ ঘোলে মেটাতে পারেন।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস আসলেই অনেক কাজের জিনিস ছিলো। বাজে পোষ্টকে মাইনাস দেওয়ার সাথে ভালো পোষ্টেও মাইনাসের ইতিবাচক ব্যাবহার ছিলো। যেমন একজন একটা পোষ্ট দিয়ে বললো, এই ব্যাপারে আমার মতামত এই। আপনারা যদি আমার মত মনে করেন তাহলে প্লাস দিন, দ্বিমত হলে মাইনাস দিন। প্লাস বেশী হলে পোষ্ট থাকবে, মাইনাস বেশী হলে ডিলিট হবে। এরকম অনেক পোষ্ট আছে যেখানে উৎসবের মত মাইনাস প্লাস কাউন্ট ডাউন হতো।
ব্লগ কর্তপক্ষ প্রথমে এইভাবে মাইনাস দেওয়ার কথা বললেও এটা আর তেমন হয়ে উঠেনি।
৩০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
দায়িত্ববান নাগরিক বলেছেন: মাইনাস বাটন দরকার।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস ফেরৎ চাই। সমর্থনের জন্য ধন্যবাদ।
৩১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
নীল-দর্পণ বলেছেন: মাইনাস বলে এখন কোন অনেক পোষ্টে প্লাস দিতেও মন চায়না
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
জাহিদুল হাসান বলেছেন: ঠিক বলেছেন।
৩২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
বইয়ের পোকা বলেছেন: সবাই যখন চাচ্ছে। সামু মা্ইনাস বাটন আবার ফিরায়া আনলেই পারে। যদিও আমি পাই নাই।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
জাহিদুল হাসান বলেছেন: কর্তপক্ষেরও মাঝে মাঝে ব্যাপকভাবে মাইনাস পাওয়ার ভয় থাকে। তাই...............
৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
স্তব্ধতা' বলেছেন: সামুর শর্ট সাইটেড কর্তা ব্যক্তিগন মাইনাস বাটন উিঠেয়ে িদয়েেছ। উপহার িহসেবে এক গুলা অর্বািচন িদয়েছে, তােদর দািয়ত্ব েপাষ্ট িনর্বাচন করার।এইখােন অােছ গভীর শুভঙ্করের চাল, এই গণতািন্ত্রক প্রক্রিয়ার নােম এক প্রহসন। এইটা েকন একটা অগণতািন্ত্রক অাচরন তার পক্ষে আমি একািধক যুিক্ত হািজর করতে পাির, িকন্তু সামুর কর্তা ব্যক্তিেদর েসটা েচােখ পড়েনা। আমরা গত বছরের েশষ িদকে দঁািড়পাল্লার েপাষ্ট িনয়ে স্মরণকােলর জঘণ্যতম ক্যাচালটা েদখছি।যদি মাইনাস বাটন থাকতো সাধারন ব্লগাররাই ওই েপাষ্ট মাইনােসর বন্যায় ভাসায় িদতো।মাইনাস বাটন ব্লগে একরকমের গণতািন্ত্রক-পাহাড়া হািজর করে।তাই সামুের বলি, হয় মাইনাস বাটন েফরত েদ...নইলে এই েটমপ্লেট খেয়ে েফলবো।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
জাহিদুল হাসান বলেছেন: কর্তপক্ষেরও মাঝে মাঝে ব্যাপকভাবে মাইনাস পাওয়ার ভয় থাকে। মাইনাস গায়েব করার ১ মাস আগে ২০১১ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্বিজীবি দিবসে একজন ব্লগারের পোষ্ট স্টিকি করা হয়েছিলো, যেটায় মাইনাসের বন্যায় একদিনেই নামিয়ে ফেলতে হয়েছিলো।
আমি শিউর ঐ পোষ্টের সাথে মাইনাস হত্যার সরাসরি সম্পর্ক আছে।
৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
অচিন.... বলেছেন: minus ferot chai
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস ফেরৎ চাই
৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
তুহিন মাজহার বলেছেন: মশা গায়ে বসলে আমরা থাপ্পড় দেই মাইনাস ছিলো সেইরকম তাৎক্ষনিক একটা প্রতিকার, কয়েল ধরানো কে হয়তো রিপোর্টের সাথে তুলনা করা চলে।
মজাই মজা!
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
জাহিদুল হাসান বলেছেন: মাইনাস নাই, আবার রিপোর্টেও কাজ হয় না তেমন। কই যাই !!!
৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
শব্দহীন জোছনা বলেছেন:
মাইনাচ বাটিন ফেরত চাই....
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
জাহিদুল হাসান বলেছেন: মাইনাচ বাটিন ফেরত চাই....
৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
সায়েম মুন বলেছেন: মাইনাচ বাটনটাকে অনেক মিসাই।
আমিও মাইনাচ বাটন ফেরত দেয়ার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ তা দেয়নি। আমাদের হাতে যে সামান্য গণতান্ত্রিক অধিকার ছিল কর্তৃপক্ষ তা কেড়ে নিয়েছে। তাতে কি লাভ হয়েছে জানি না। এটুকু জানি আউল ফাউল পোস্টের ছড়াছড়ি বেড়েছে।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
জাহিদুল হাসান বলেছেন: কর্তৃপক্ষ দেয় নাই, উল্টা যারা ফ্রন্ট লাইনে ছিলো তাদের জেনারেল ওয়াচ করেছে।
নীরব দর্শক বলেছেন: আমরা পেয়েছি ঘোড়ার ডিম।
ধন্যবাদ সায়েম ভাই।
৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
আমিনুর রহমান বলেছেন: "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
জাহিদুল হাসান বলেছেন: "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"
৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
যীশূ বলেছেন: আমি ব্লগ কর্তপক্ষের কাছে মাইনাস ফিরিয়ে দেবার আকুল আবেদন জানাচ্ছি। পজেটিভ ব্লগিং এর জন্য নেগেটিভ রেটিং অবশ্যই থাকা উচিৎ। তাৎক্ষনিক প্রতিবাদের এই অনন্য বাটনটিকে ফিরিয়ে দেন প্লিজ। আপনারা এক মাসের জন্য পরীক্ষামূলক ভাবে মাইনাস ফিরিয়ে দিন, দেখবেন ব্লগের চেহারাই পাল্টে(পজেটিভ) গেছে।-------------------- সহমত
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই।
৪০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
দিবা স্বপ্ন বলেছেন: মাইনাস ফিরিয়ে দেয়ার জন্যে বহু আগেই একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টটির সাথে সহমত। যদিও ফান করার জন্য মোবাইল ভার্সন থেকে আপনাকে একটি মাইনাস দিয়ে আসলাম।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
জাহিদুল হাসান বলেছেন: একদফা এক দাবি আমাদের মাইনাস কবে দিবেন(দিবি কইলে আমাকেও মাইনাস করে দিতে পারে)
৪১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
নিশ্চুপ শরিফ বলেছেন: একটা মাইনাস না হয় আমি দিছিলাম টেস্ট করার জন্য বাকি গুলান দিলো কেডা? আপনার কপালে খারাবি আছে
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
জাহিদুল হাসান বলেছেন: আপনে শুরু করলেন আর অন্যরা আপনার মত দিয়েই যাচ্ছে। তবে ২-১ টা মাইনাস মডুরা দিছে শিউর। মাইনাস পাইতে খারাপ লাগছে না।
৪২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: এই পোষ্টের ৫ নম্বর মাইনাসটা আমি দিলাম
দাবী আদায় হোক।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
জাহিদুল হাসান বলেছেন: বিগত এক/দুই বছরে সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট মনে হয় এটাই। তারপরও মাইনাস বাটন ফেরৎ চাই।
৪৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
লোনলিফাইটার বলেছেন: মাইনাস বাটনটা কোনোদিন ইউজ করতে পারলাম না।
১৯ নাম্বার +++ দিলাম আপনারে
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
জাহিদুল হাসান বলেছেন: হয়তো কোন একদিন পারবেন। সেই সুদিনের অপেক্ষায়। বাজে পোষ্টে পোষ্টে যখন দূর্গন্ধে কেউ টিকতে পারবে না, তখন হয়তো ফেরৎ আসবে।
ব্লগারদের নূন্যতম অধিকার মাইনাস ফেরৎ চাই। দিতে হবে, দিয়ে দাও।
৪৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন । মাইনাস বাটন আমি পাইনি । তবে মাঝে মাঝে ফীল করি ওরকম একটা ব্যবস্থা থাকা দরকার ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
জাহিদুল হাসান বলেছেন: ব্লগে নেগেটিভ রেটিং এর ব্যাবস্হা থাকলে পজেটিভ ব্লগ অনেক বেশী পাওয়া যেত। কপি পেষ্ট, ১ লাইনের ব্লগ লিংক বিতরন ইত্যাদি মাইনাসের স্রোতেই ভেসে যেত।
৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
ভারসাম্য বলেছেন: সামুতে একটা গ্রুপের সিন্ডিকেটবাজি হালাল করতেই মাইনাস উঠায়া নেয়া হৈছিল। চান্সে আরেকটা নিরামিষ সিন্ডিকেট খাড়ায়া গেছিল।
শুধু মাইনাস বাটন না, একদিকে -১০ থেকে আরেকদিকে +১০ সহ স্লাইডার ধরনের একটা রেটিং টুলস দেয়া হলে আরো ভাল হয়।
আমি এই পোষ্টে +১০ রেটিং দিলাম।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
জাহিদুল হাসান বলেছেন: হুম, স্লাইডারের আইডিয়াটা দারুন। তবে কোন একসময় ৪-৫ বছর আগে ব্লগে প্লাস মাইনাস দেওয়ার পাশাপাশি নাম্বার ও দেওয়া যেত। দিনে দিনে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা আধুনিক হচ্ছি আর সমালোচনাকে ডরাই।
৪৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
ছোট গ্রাম বলেছেন: "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
ইফতেখার5555 বলেছেন: "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"