নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিভঙ্গির বদল চাই

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৮

প্রতিটি ব্যাপারকে কয়েকধরণের দৃষ্টিতে দেখা শিখতে হবে।
এবারের বাজেটে বাংলাদেশের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫. যদিও বিশ্বব্যাংকের মতে তা ৬.৫ হবে।
একপ্রকার জোর করেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের সামনে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যেখানে বাংলাদেশের মানুষের প্রকৃত অবস্থা তা নয়।
বাংলাদেশ যদি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হয়, তবে তা সরকারের রাজনৈতিক সাফল্য এবং অন্য দেশগুলোও আমাদেরকে সম্মানের চোখে দেখবে।
কিন্তু সমস্যা হল তখন, যখন গুটি কয়েক অতি ধনী বাংলাদেশের পরিচয় নির্ধারণ করে দেয়। পুঁজিবাদী অর্থনীতিতে কেউ ধনি হতেই থাকে, আর কেউ গরিব হতেই থাকে। যার ফলে সমাজে বৈষম্য হয় খুব বেশী।
কিন্তু এটা কখনওই সুখের খবর না। কারণ ধনির সুখের আড়ালে গরিবের কষ্ট চাপা পড়ে যাচ্ছে। আমরা দেশকে সুখী প্রমাণ করতে গিয়ে দু:খি লোকগুলোর দিকে তাকাচ্ছি না।
এতে প্রকৃতপক্ষে সুখী দেশ গড়ছেনা।
অন্যদিকে যে কাজটা করে ভূটান। ওদের অর্থনীতি সমৃদ্ধি বৃদ্ধির পরিবর্তে সুখী দেশ গড়ার দিকে নজর দেয়। যেকারণে দেখা যায় ওরা চীনের প্রস্তাবিত ওয়ান রোড প্রত্যাখ্যাত করে, যার যুক্তি ছিল জনগণের কষ্ট বাড়বে বলে।
বলছিলাম কয়েক ধরণের দৃষ্টিতে দেখার জন্য। রাজনৈতিক দিক বললাম।
এখন মূল ব্যাপার: দেশের কিছু সংখ্যক লোক ধনি। তারা ঢাকায় বৃহৎ অট্টালিকা বানিয়ে থাকছে। ঢাকা নিঃসন্দেহে অনেক উন্নত শহর। কিন্তু ঢাকার বাইরেও মানুষ থাকে। সেখানে জীবনযাপনের মান খুব নগণ্য। অর্থাৎ সেখানকার মানুষ অনেক গরিব। দেশের অধিকাংশ মানুষ মাঝামাঝি অর্থনীতির।
এই মানুষ গুলোর ছেলেমেয়ারাও উচ্চ শিক্ষা নিবে। উন্নত দেশগুলোতে নিম্ন আয়ের দেশের শিক্ষার্থীদের জন্য টিউশন ওয়েবার এবং বিশেষ বৃত্তি থাকে।
মধ্যম আয়ের দেশ হওয়ায় আমাদের শিক্ষার্থীরা এই সুবিধাগুলো পাবেনা। অথচ সেগুলো পাওয়ার সে যোগ্য।
আমার যা নেই, তা মানুষ্কে দেখিয়ে বেড়ানো অনেক খারাপ স্বভাব। কয়েকজন বেশী ধনীর জন্য অধিকাংশ মানুষ সুবিধাবঞ্চিত হবে, এরকমটা কাম্য নয়।
আমরাতো একদিকে ঢাকা আর অন্যদিকে হাওরে দুর্গত মানুষের মতো জীবনজাপনের দেশ চাইন। একদিকে অনেক উন্নত, অন্যদিকে খেতে না পাওয়া মানুষের দেশ আমাদের দরকার নেই।
বরং খুলনা/ রাজশাহীর মতো মোটামুটিরকম শহর চাই সারাদেশকে।
মাথাপিছু ৪৬০০০ টাকা ঋণ নিয়ে উচ্চ জিডিপি আমরা চাইনা, বরং ভূটানের মতো জিপিএইচ বা হ্যাপিনেস কাউন্ট করা রাষ্ট্র চাই।
যেখানে খুব বিলাসী নয়, বরং সুখী জীবনযাপন করতে পারবে সবাই।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.