![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বুঝিনা এদেশের সাংবাদিক এবং আমলা মন্ত্রীরা এত মাথামোটা কেম্নে হয়।
এরা প্রতিটা কাজকেই কয়েকটা কী ওয়ার্ডে ভাগ করে ফেলে।
যেমন কেউ কাউকে খুন করলে প্রথমে দেখবে খুনি লীগ নাকি দলের মধ্যে পড়ে। যদিও এটা লেখকদের ইচ্ছামত হয়ে যায়।
যত যাই হোক, সব দায় এই দুই শব্দের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ।
এরপর যে শব্দটা সবচেয়ে জনপ্রিয়, তা হল, সংখ্যালঘু ।
বলতে গেলে সাংবাদিকররা এই শব্দ ব্যবহার করতে পারলেই নিজেকে নোবেল বিজয়ী মনে করে।
কোথাও কোন সন্ত্রাসী হামলা হলেই তারা প্রথমে দেখবে সেখানে ধর্মভেদ এর লোকজন আছে কিনা। যদি থাকে তাহলেই হয়ে গেলো সংখ্যালঘুর উপর হামলা।
কেন ভাই, ওইটাকে কি সন্ত্রাসী হামলা বলা যায়না?
আপনি চিন্তাও করতে পারবেন না, এই এক সংখ্যালঘু শব্দটাকে কতজন কতভাবে ব্যবহার করতে পারে। বিদেশীরা বলতে গেলে এরকম খবরের আশাতেই থাকে। তারপর দেশের ভেতরের শত্রুর অভাব নেই। যেই শুনবে সংখ্যালঘু, অমনি চেতনা দাঁড়িয়ে যাবে।
আর মন্ত্রীরা যখন কথা বলে, তাদের মধ্যে দায়িত্ববোধ এর কিছুই আমি দেখিনা। ওনারা সবাই যা বলতেছে, মাইকের সামনে এসে তাতেই সুর মেলাবেন।
একজন মন্ত্রী যখন বলে সংখ্যালঘুর উপর হামলা হয়েছে, তখন সারাবিশ্ব সেটা ফলাও করে প্রচার করবে।
তাছাড়া ওই একটা শব্দ দিয়েই আপনি পুরা জাতিকে দুইভাগে ভাগ করে ফেললেন।
অথচ বাংগালী ও বাংলাদেশিদের মনোভাব কখনওই এরকম হবেনা। যুগযুগ ধরেই আমরা সংঘব্ধতার পরিচয় দিয়ে আসছি। সেখানে আপনি রাষ্ট্রীয়ভাবে তাদের মধ্যে বিভাজন করলেন।
অথচ ওই একই ব্যাপারকে যদি আপনি সন্ত্রাসী হামলা বলেন, তাহলে কারো মনেই কোন সমস্যা থাকেনা।
একই ঘটনা ঘটেছে কয়েকদিন আগের এক বিমান চালকের ক্ষেত্রে। তাদের শিরোনাম হচ্ছে বিমান বাংলাদেশের একজন পাইলট কিংবা কয়েকজন পাইলট জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে এবং তারা গুরুত্বপূর্ণ মানুষদের বাড়িতে বিমান হামলার পরিকল্পনা করছিলো। অথচ এরকম খবর প্রচার না করেও নিরবে বিচার করে সেরে ফেলা যেতো।
বিমান কেবল বাংলাদেশের আকাশেই উড়ে না, পৃথিবীময় উড়ে বেড়ায় এবং বাংলাদেশের পতাকা বহন করে! এখন পুরো পৃথিবীতে বার্তা গেলো- এই দেশে সরকারি বিমানের পাইলট পর্যন্ত জঙ্গি হয়ে যেতে পারে! সেই সঙ্গে হামলার পরিকল্পনা করতে পারে! এরা যে আমেরিকা কিংবা ইংল্যান্ডেও হামলার পরিকল্পনা করবে না, এমন তো না! কারন সেই দেশের আকাশেও তো বাংলাদেশ বিমান উড়ে বেড়ায়! এই খবরের পর বিদেশিরা হয়তো আর বাংলাদেশ বিমানে উঠবেই না; সেই সঙ্গে অন্যান্য দেশ গুলো বাংলাদেশ বিমানকে তাদের আকাশ পথ ব্যাবহার করতে দেয় কিনা সেটাও দেখার বিষয়!
এমন একটা স্পর্শকাতর বিষয় কী সংবাদ মাধ্যম এড়িয়ে বিচার করা যেত না? এই সামান্য বোধবুদ্ধি টুকু আপনাদের আর কবে হবে!
এরকম কিছু ব্যাপার আড়াল করেই জাতীয় ঐক্য ধরে রাখতে হয়।
©somewhere in net ltd.