নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

শের-ই-বাংলা স্টেডিয়াম নয়, যেন মসজিদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬


এশিয়া কাপের বাছাই পর্ব তখনো শুরু হয়নি। বাছাই পর্বে লড়াই করতে আসা দল চারটি কেবলমাত্র পৌঁছেছে ঢাকায়। ফতুল্লায় ১৯ ফেব্রুয়ারি বাছাইপর্ব শুরু হবার আগে মিরপুরে অনুশীলন করতে নামল দলগুলো।
১৭ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তে ওমান, আর উত্তরপ্রান্তে ক্যাম্প স্থাপন করল আফগানিস্থান জাতীয় দল। অনুশীলন চলছিল পুরোদমে। পুরোদস্তুর অনুশীলনের মাঝেই হঠাৎ স্টেডিয়ামে ভেসে এলো মাগরিবের আযান।
তখনই সবচেয়ে বিস্ময়কর দৃশ্যটি দেখল ক্রিকেটারদের অনুশীলন দেখতে আসা সাধারণ দর্শনার্থীরা। আযানের সুর ভেসে আসা মাত্রই অনুশীলন বন্ধ হয়ে গেল মাঠের দুই প্রান্তে থাকা দুই অনুশীলন ক্যাম্পের। ক্যাম্প ভুলে, দেশভেদ ভুলে আফগানিস্তান ও ওমানের সব মুসলিম ক্রিকেটার একত্র হলেন মাঠের আরেক প্রান্তে। আর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন মাগরিবের নামায আদায় করতে।
আর সেই নামাযে ইমামতি করলেন আফগান কোচ, সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইনজামাম উল হক। আর এরই সাথে এক দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে পারল ক্রিকেটপাগল দর্শনার্থীরা।
ক্ষণিক সময়ের জন্য হলেও মিরপুরের হোম অফ ক্রিকেট হয়ে গিয়েছিল সেদিন নামাজের পবিত্র স্থান। সত্যিই তখন মনে হচ্ছিল, শের-ই-বাংলা মাঠ নয়, যেন মসজিদ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ব্যাপাটা সত্যি ই ভালো লাগার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

সজিব হাওলাদার বলেছেন: সত্যিই তাই৷

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

অগ্নি সারথি বলেছেন: শুনে ভাল লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

সজিব হাওলাদার বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

প্রামানিক বলেছেন: ভাল লাগার মত কাহিনীই বটে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

সজিব হাওলাদার বলেছেন: প্রামানিক ভাই,এটা বানানো কোন কাহিনী নয়৷ধন্যবাদ

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

নিজাম বলেছেন: আলহামদুলিল্লাহ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

সজিব হাওলাদার বলেছেন: ধন্যবাদ

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

সুখী পৃথিবীর পথে বলেছেন: চমৎকার। তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

সজিব হাওলাদার বলেছেন: ধনবাদ আপনাকে ও৷

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনা বিশ্বাসেতো এমনই দৃঢ় থাকার কথা নয়???

আমাদের বিশ্বাস প‌্যাকটিস কত দুর্বল বিশ্বাসের স্বাভাবিকতাটাই আমাদের অবাক ঠেকে!!!! নয়?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

সজিব হাওলাদার বলেছেন: আপনি কি বোঝাতে চেয়েছেন তা আমি বুঝিনি৷অনুগ্রহ করে বুঝিয়ে বলুন৷ধন্যবাদ

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন মুসলমান তার বিশ্বাসে তার ইবাদতেতো এমনই দৃঢ় থাকার কথা তাই নয়। যথাযথ সময়ে যথাযথ ভাবে তা পালন করাইতো একজন মসুলমানের কাজ। নয় কি?
তারাতো তাই করছে। তাদের বিশ্বাসের স্বাভাবিক সঠিক চর্চা করেছে।

কিন্তু আমরা আমাদের বিশ্বাসে মুসলিম বলি কিন্তু কাজটা না করতে না করতে এমন হয়ে গেছি- এই স্বাভাবিক চর্চাটাও তাই বিস্মিত করেছে। কিন্তু আমরাও যদি আমাদের বিশ্বাসে= ঈমানে সঠিক থাকতাম আমরাও দর্শকরাও নামাজের সময় গ্যালারিতে এমনই দৃম্য হবার কথা ছিল নয়!
এই টাই বোঝাতে চেয়েছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮

সজিব হাওলাদার বলেছেন: একদম সঠিক বলেছেন,ধন্যবাদ৷

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: একটি জিনিষই মানুষকে এক করতে পারে।
++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৯

সজিব হাওলাদার বলেছেন: ঠিক তাই৷

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

বাংলার জামিনদার বলেছেন: একটা গল্প বলি, এক বড় মোচওয়ালা মদ খাইতে বসছে। প্রতিবার গ্লাসে চুমুক দেবার সময় মোচটা টেনে উপরে ধরছে আর খাচ্ছে। আরেকজন বলল, ভাই এই কাম কেনো করেন। বলে খাবার সময় মোচে লাগলে ওটা মাকরুহ হয়ে যায় তো তাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫২

সজিব হাওলাদার বলেছেন: ঠিক বুঝলাম না৷মদখোরের সাথে কার কি সম্পর্ক?

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মাসুদ মাহামুদ বলেছেন: ভাল লাগলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫২

সজিব হাওলাদার বলেছেন: ধন্যবাদ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.