নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

ঈদ এর পর ফেইসবুক স্ট্যাটাস (ছেলে / মেয়ে)

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬







ঈদ পার হয়েছে ১ সপ্তাহ হয়ে গেল । এখন ঈদ এর আমেজ অভ্যাহত আছে । ফেইসবুক নিয়ে ঘাটাঘাটি করলে বিষয়টা আরও পরিষ্কার হয় । তাহলে আসুন জেনে নেই কি কি স্ট্যাটাস পাওয়া যায় এই সময় ।





• উফফফফফ.........। মজা আর মজাজাজাজা





• ঈদ এর রেশ কাটছে না কোন মতেই





• সুখের সময়গুলা কেন এত তারাতারি চলে যায় ???





• মিস করছি ঈদ এর দিন এর সেই ঘুরে বেরানো , বন্ধুদের সাথে আড্ডা আর

আর আর.........। :)





• এবার ঈদ পুরা ফাউল গেল আমার । তোমাদের কি অবস্থা ???





• ঈদ এ যে জামাটা পরেছিলাম সেটা নাকি আমার সেরা জামা হয়েছে ।





• ঈদ এর সালামি এবার আগের বারের থেকে অনেক বেশি হয়েছে ।





• সালামি না করেই সালামি পেয়ে গিয়েছি এবার । কি মজা !!!





• তোমাদের অনেক মিস করেছি ঈদ এর দিন ।





• দেশ এ থাকলে ঈদ কত মজা হয় !!





• পুরা ঈদ এর সময়টা বাসায় কাটিয়েছি



• বন্ধুদের সাথে মজা করতে করতে এইবার নতুন এক অভিজ্ঞতা হয়ে গেল

। ঢাকা এর বারগুলো তে গিয়েছিলাম । ইচ্ছা মত খেয়েছি ।





• আমি এখন বেইলি রোডে । কেউ কি আছ তোমরা?? তাহলে চলে আসো

নাটক পাড়ায় । আড্ডা হবে ।





• আমার জানটুস পাখিটার সাথে এবার আমার প্রথম ঈদ কাটালাম । it

was awsomeeeeeeee..... :D





• ঈদ আসে সবার জীবনে খুশি নিয়ে কিন্তু আমার জীবনে আসে দুঃখ নিয়ে ।





• রাস্তা পুরাই ফাকা । এরকম যদি বছর ব্যাপি থাকতো । ইসসস !!!





• আমি যাকে আমার সবচেয়ে ভাল বন্ধু ভাবতাম সে কি কান্ড করল এবার

আমার সাথে !! তোমরা কি জানো তা ? আমাকে প্রেম এর প্রস্তাব দিয়ে

বসলো !! হায় আল্লাহ !!! কি romantic !!!!





• এবার ঈদে তোমাদের সবাই কে আমার বাসায় দাওয়াত । সব রান্না আমি

করেছি ।





• এবার ঈদটা হচ্ছে মুরগি খাওয়া ঈদ ।





• আমার জানের দেয়া ঈদ এর সেরা উপহার .........।।:P এখনও আমার

গালে লেগে আছে ।





• ধুর ......। মানিব্যাগটা ছিনতাই হয়ে গেল ঈদ এর দিন ই । ভাল লাগছে

না । ভিতরে আরো ৩ টা সিম ছিল ।





• বুড়িগঙ্গার তীরে বসে নিজেকে নতুন করে ফিরে পেয়েছি ।





• এবার ঢাকা থেকে বহু দূর এ গিয়েছিলাম ঈদ করতে । অসাধারণ !!!





• আমার জানকে নিয়ে ঈদ এর পরের দিন ই লং ড্রাইভ এ গিয়েছিলাম ।

তারপর তারপর............:D:P





• oh my God !!! ঈদ এর দিন দুপুরেও ভুমিকম্প !!! বাচাও আমাকে

তোমরা !!! :((/:)

মন্তব্য ২২ টি রেটিং +৫/-২

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: • ঈদের দিন কোথাও যাইনাই। সারাদিন ঘুমাইসি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৯

মাহবু১৫৪ বলেছেন: :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৪

নতুনছেলে বলেছেন: জুকারবারর্গের কাছে আপনার জন্য আবেদন করতাছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১০

মাহবু১৫৪ বলেছেন: কিসের আবেদন?

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :#)

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১০

মাহবু১৫৪ বলেছেন: ;)

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১১

আশফাক সফল বলেছেন: আরো কয়েটা কমন হলো

"এবার ঈদে কোন ছুটিই হলো না.."
"কাল থেকে অফিস.....উফ...."
"আবার সেই যান্ত্রিক লাইফ........"

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১২

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা । ঠিক ঠিক

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৪

নতুনছেলে বলেছেন: আপনি যে খোমাবইর একজন গভেষক হইয়া গেছেন তাই আপনাকে সেখানে গভেষক হিসেবে নিয়োগ দেয়ার আবেদন। B-))

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২১

মাহবু১৫৪ বলেছেন: :P :P :P

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৮

ঘুমন্ত ডাক্তার বলেছেন: ভালো লাগলো :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২১

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৯

ঋফায রহমান বলেছেন: ওয়ে জট্লি হইসে। :#)

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩০

মাহবু১৫৪ বলেছেন: :) :D

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩০

জেবাল বলেছেন: আমি যাকে আমার সবচেয়ে ভাল বন্ধু ভাবতাম সে কি কান্ড করল এবার
আমার সাথে !! তোমরা কি জানো তা ? আমাকে প্রেম এর প্রস্তাব দিয়ে
বসলো !! হায় আল্লাহ !!! কি romantic !!!!
=p~ =p~ =p~ =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩১

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৫

মিটুলঅনুসন্ধানি বলেছেন: সারাদিন তাস খেলে কাটিয়েছি....

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৭

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । ঠিক

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩

ব্লগ ৪১৬ বলেছেন: ঈদ শেষ তাই ম্যারাথন ঘুমের দিনও শেষ.......................।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২২

মাহবু১৫৪ বলেছেন: :( :((

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৪

গুরুজী বলেছেন: 8-| 8-| 8-| 8-|

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২১

মাহবু১৫৪ বলেছেন: 8-| 8-| 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.