![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
আগেই বলে নেয়া ভাল যে বিশ্বের সবচেয়ে বড় সেরা সমুদ্র বন্দরগুলোর বেশির ভাগই চায়নাতে অবস্থিত। আর এগুলো যে শুধু বড় তা নয়; সবচেয়ে ব্যস্থতমও বটে।
আসুন জেনে নেই তাহলে এগুলো বন্দরের খবর।
১। Shanghai (China)
বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দরগুলোর মধ্যে সবার উপরে অবস্থান। ২০১০ সালের পরিসংখ্যান মতে, একমাত্র এই বন্দর (একইসাথে সমুদ্র এবং নদী) থেকেই ২৯ মিলিয়ন টি ই ইউ হ্যান্ডেল করা হয়েছিল। য গত বছর গুলোর তুলনায় অনেক বেশী।
Yangtze নদীকে ঘিরেই এখানে এত বড় ইকোনমিক সমৃদ্ধি গড়ে উঠেছে।
২। Ningbo-Zhoushan (China)
Ningbo এবং Zhoushan এই দুই যৌথ বন্দরকে ঘিরেই এর নামকরণ করা হয় ২০০৬ সালে। যা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দরগুলোর মধ্যে ২য় অবস্থানে আছে।
৩। Singapore
সিংগাপুর বন্দর বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে যাওয়াতে এখন এই বন্দর বিশ্বের ৩য় অবস্থানে আছে।
সিংগাপুর বন্দরটি ১০০ টির অধিক দেশের ছড়িয়ে থাকা ৬০০ টি বন্দরের সাথে যুক্ত আছে।
৪। Rotterdam (নেদারল্যান্ড)
সারা ইউরোপের একমাত্র বন্দর যা ৪র্থ অবস্থানে রয়েছে। ১৯৬২ - ২০০৪ সাল পর্যন্ত এই বন্দর বিশ্বের সবচেয়ে বড় বন্দর হিসেবে ১ নম্বর স্থানে অবস্থা করেছিল।
৫। Tianjin (China)
এই বন্দরের অবস্থান Haihe নদীর সাথে। বর্তমানে এই বন্দরের সাথে সারা বিশ্বে প্রায় ২০০ টি দেশের ৪০০ টি বন্দর সংযুক্ত। পুরো চায়নাতে এই বন্দরের অবস্থান ৩য় তে।
বিঃদ্রঃ মামা থেকে প্রাপ্ত
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৯
মাহবু১৫৪ বলেছেন:
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫০
রাইসুল জুহালা বলেছেন: ভাল লাগলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪১
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫২
আমি সুফিয়ান বলেছেন: আমাগো চিটাগাং পোর্ট কয় নাম্বারে জানতে মনচায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৫
মাহবু১৫৪ বলেছেন: আর যাই হোক, মংলা বন্দর সেরা ১০ এ নাই।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫২
দূর্যোধন বলেছেন: বাংলাদেশের সাথে কম্পেয়ার করে দিলে বুঝতে পারতাম কত পিছিয়ে আছি
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫১
মাহবু১৫৪ বলেছেন: বড়ই দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ টপ ৫০ এর ভিতর নেই। যেখানে এশিয়ার অনেক দেশ আছে। চায়নার আধিপত্য অনেক বেশি।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৬
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: প্লাস লন মিয়া!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫২
মাহবু১৫৪ বলেছেন: ধন্য + যোগ নেন
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০০
লিঙ্কনহুসাইন বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৬
মাহবু১৫৪ বলেছেন: অবাক হওয়ার মতই বিষয়।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০১
ঈষাম বলেছেন: চরম
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৬
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০১
মামুন হতভাগা বলেছেন: ভাল লাগল
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৮
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৭
দ্যা ডার্ক নাইট বলেছেন: ++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৮
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১১
উপদেশ গুরু বলেছেন: সব দেখি চায়ানায়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৯
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । সেরা ৫০ এ চায়নাই বেশি
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১১
অথৈ সাগর বলেছেন:
সব গুলোতেই পদধুলি দিয়েছি ।
@দূর্যোধন বাংলাদেশের সাথে তুলনা নাই করলেন । কারন নিজের লজ্জা নিজেকেই ধেকে রাখতে হয়। তবে সবচেয়ে বিপদজনক হিসাবে আমারা ৩/৪ নম্বরে আছি।
পোষ্টে প্লাস ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২০
মাহবু১৫৪ বলেছেন: আপনার তো রাজ কপাল সাগর ভাই।
বাংলাদেশের সাথে তুলনা করা যাচ্ছে না।
ধন্যবাদ আপনাকে
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: সব চায়না হইলে হবে ???
কিছুটা দূর্নিতি করে আমাদেরটার নাম দিয়ে দেন
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩২
মাহবু১৫৪ বলেছেন: এইসব কইরা উপায় নাই গো ভাই। চায়নাদের হারানো সোজা নয়।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৪
ফারিয়া বলেছেন: হুম, বেশ বড় বন্দর, অধিকাংশগুলোই তো দেখি এশিয়ায়!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৩
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । চায়নারই তো অনেকগুলো।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৮
অনির্বাণ রায়। বলেছেন: । কিচ্ছু কমু না । যাইতে মুঞ্ছায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৪
মাহবু১৫৪ বলেছেন: শুভকামনা তোমার জন্য।
চলে যাও চায়না।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫০
নাঈম আহমেদ বলেছেন: আমি চীন থাকি............সব গুলাতে ঘুরতে যামু।++++++++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৩
মাহবু১৫৪ বলেছেন: দারূণ !
আর দেরি কেন তাহলে? ঘুরে আসুন আর ব্লগে ছবি ব্লগ দিন
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৪
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৩
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৮
বেঈমান আমি বলেছেন: ভালো লাগলো।জানলাম
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৬
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৩
তন্ময়০১৩ বলেছেন: ১ নাম্বার আর ৩ নাম্বার পিকতো একি মনে হইল !!!!
যাইহোক পোস্টে পিলাচ
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৪
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৫
তন্ময়০১৩ বলেছেন: ৩ নাম্বার না ৪ নাম্বার হবে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৫
মাহবু১৫৪ বলেছেন: ঠিক করে দিয়েছি। ভুলে একই চলে এসেছিল।
আপনাকে অনেক ধন্যবাদ
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:২৫
এ হেলাল খান বলেছেন: হায় হায় আমরা কই আছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০৮
মাহবু১৫৪ বলেছেন: আমরা শুধু আশা নিয়ে আছি ।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫১
স্বর্ণমৃগ বলেছেন: দারুন পোস্ট!
ভাল লাগলো।
+++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০০
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ ভাই
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোস্টে প্লাস দিলাম
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯
মাহবু১৫৪ বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই
২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৩
আমার মন বলেছেন: যাইয়ে তার পর আপনারে ফোন দিমুনে..
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৭
মাহবু১৫৪ বলেছেন: ঠিকাছে ।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৭
মাহমুদা সোনিয়া বলেছেন: চিটাগং পোর্ট কত তম, ভাই??
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৮
মাহবু১৫৪ বলেছেন: আপু, কষ্ট লাগলেও বলতে হচ্ছে টপ ৫০ এর ভিতর নাম নেই।
২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫১
অনিক আহসান বলেছেন: খোদ মার্কিন মুলুকেরই কোন পোর্ট দেখি নাই ..
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৮
মাহবু১৫৪ বলেছেন: সেরা দশে ওদের বন্দর নাই। তবে সেরা ৫০ এ আছে কয়েকটা।
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১২
মিরাজ is বলেছেন: জানার আছে অনেক কিছু
জেনে ভালো লাগলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৯
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪
তিতাস একটি নদীর নাম বলেছেন: চাঁদনী রাতে Yangtze নদীতে কেটেছিলাম বজরা করে ঘুরে বেড়িয়েছিলাম---এতো ভাল লেগেছিল!! এতো সুন্দর রঙের মেলা!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫০
মাহবু১৫৪ বলেছেন: দারূণ অভিজ্ঞতা হয়েছে তাহলে আপনার।
২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৪১
রিয়েল ডেমোন বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০০
মাহবু১৫৪ বলেছেন:
২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯
দুরন্ত জেসি বলেছেন: জাতির মামা থেকে প্রাপ্ত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৪
মাহবু১৫৪ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৮
জালিস মাহমুদ বলেছেন: