![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
ইদানিং কিছু লিখতে ভাল লাগে না। আগে অনেক গল্প কিংবা নানা বিষয় নিয়ে লিখতাম (অখাদ্য)। আর এখন তাও ইচ্ছে করে না। হয়ত এভাবেই আস্তে আস্তে লেখার প্রতি আগ্রহ হারিয়ে যাবে আমার। তবে পাঠক হিসেবে থাকতে বেশ ভালই লাগে। ব্লগারদের নিত্য নতুন লেখা পড়ে খুব ভাল লাগে। অবসর সময়গুলো বেশ উপভোগ্য হয়ে উঠে।
যাই হোক, আজকের পোস্ট অভিজ্ঞতা নিয়ে। খুব বেশি কিছু বলার নেই। মাথার ভিতরে ইদানিং একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার। সেটা হল অভিজ্ঞতার প্রয়োজনীয়তা। যেমন ধরেনঃ আপনি সদ্য ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং স্নাতকত্তর পাশ করা একজন বেকার। চাকরি খুজে বেড়াচ্ছেন সমানে। কিন্তু চাকরির দেখা পাচ্ছেন না। তাই বাজারে আপনার চাহিদা খুব বেশি নাও হতে পারে।
চাকরি পেতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হয়। ভাইভাতে আপনার অভিজ্ঞতা নেই এটা দেখে প্রশ্নকর্তা হয়তো সরাসরি বলেই বসেন যে "আপনার তো কোন অভিজ্ঞতা নেই; সরি, আমরা অভিজ্ঞ লোক খুজছি"। আর এভাবেই আপনার হতাশা বৃ্দ্ধি পায় যখন দেখেন খুব ভাল ইন্টারভিউ দেয়ার পরেও চাকরি হচ্ছে না।
অন্য দিকে যাই। ব্যবসার ক্ষেত্রে ধরেন কিংবা শেয়ার বাজারে ইনভেস্ট করতে যান সবখানেই আপনার অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া কিছু করতে গেলেই আপনার ধরা খাওয়ার চান্স থেকেই যায়।
এবার আসি আসল কথায়। এসব ক্ষেত্রে যেমন আপনার অভিজ্ঞতার প্রয়োজন তেমনি আপনার একটা ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেই আপনার কদর বেশি। এখানে আনাড়ি যারা তারাই সবার চাহিদা সম্পন্ন হিসেবে বিবেচিত হয়। একটু কি ধরতে পারছেন আপনারা বিষয়টা? হ ম ম। সেটা হল বিয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা।
বিয়ে করতে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। কারণ এখানে সবাই ফ্রেশ চায়। আর অভিজ্ঞতা থাকলেই বরং বিপদ। সবাই কটু কথা বলে, আড়ালে আবডালে নানারকম কথা বলে বেড়ায়। আর যদি থাকে বাচ্চা কাচ্চা তাহলে তো কো কথাই নেই। অনেকে আবার হতাশ হয়ে পত্রিকায় বিজ্ঞাপন ও দেন। অমুক পাত্র / পাত্রী, উচ্চতা এত, আগের ঘরের বাচ্চা আছে, কানাডা / ইউ এস এ গ্রীন কার্ডধারী!!!
চাই, চাই, চাই। এইসব বিজ্ঞাপন দেখে আমি এখনও কোন আনাড়ি লোককে ওই পথে যেতে দেখি নি। হয়তো গেলেও অনেক কম হবে।
আমাদের পরিবারগুলো তাই সবাই ফ্রেশ পাত্র / পাত্রীর সন্ধান করে যাচ্ছেন প্রতিনিয়ত। আর তাই, আপনাদের চিন্তার কোন কারণ নেই।
জয় অনভিজ্ঞদের জয়
০১ লা জুন, ২০১২ রাত ১১:১৪
মাহবু১৫৪ বলেছেন:
আপনিও তাহলে আমার মতই বুঝতে পেরেছেন।
২| ০১ লা জুন, ২০১২ রাত ১১:১৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ফালতু প্যাচাল শুনার সময় নাই
ও সরি , মাহবুব ভাই কেমন আছেন ? আপনেনি আগে কইবেন তো
দাঁড়ান পোষ্টা আগে পড়ে নেই
০১ লা জুন, ২০১২ রাত ১১:১৭
মাহবু১৫৪ বলেছেন: ফালতু পোস্টে ফালতু মন্তব্য
৩| ০১ লা জুন, ২০১২ রাত ১১:১৯
লিঙ্কনহুসাইন বলেছেন: একেবারে হাছা কথা কইছেন , তবে ব্লগাইয়া এই বিষয়ে অনেক অবিজ্ঞতা অর্জন করে ফেলেছি এখন কি হপে :-< :-< :-< :-<
০১ লা জুন, ২০১২ রাত ১১:২৪
মাহবু১৫৪ বলেছেন: বেশি অভিজ্ঞতা ভাল না। তাই কন্ট্রোল!
৪| ০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৪
রাতুল_শাহ বলেছেন: ইদানিং কিছু লিখতে ভাল লাগে না। আগে অনেক গল্প কিংবা নানা বিষয় নিয়ে লিখতাম (অখাদ্য)। আর এখন তাও ইচ্ছে করে না। হয়ত এভাবেই আস্তে আস্তে লেখার প্রতি আগ্রহ হারিয়ে যাবে আমার। তবে পাঠক হিসেবে থাকতে বেশ ভালই লাগে। ব্লগারদের নিত্য নতুন লেখা পড়ে খুব ভাল লাগে। অবসর সময়গুলো বেশ উপভোগ্য হয়ে উঠে।
কিছুটা সহমত।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৫২
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
৫| ০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৮
মামুন হতভাগা বলেছেন:
০২ রা জুন, ২০১২ রাত ১২:০২
মাহবু১৫৪ বলেছেন:
৬| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৩১
আর.হক বলেছেন: বুড়া মানুষটা কেমন আচেন?
০২ রা জুন, ২০১২ ভোর ৬:৫৫
মাহবু১৫৪ বলেছেন: বুড়ারা যেমন থাকে।
আপনি কেমন?
৭| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৪৮
মিরাজ is বলেছেন: হা হা। কথা সইত্য।
০২ রা জুন, ২০১২ ভোর ৬:৫৫
মাহবু১৫৪ বলেছেন:
৮| ০২ রা জুন, ২০১২ রাত ২:৩৯
মুনসী১৬১২ বলেছেন: হুম
০২ রা জুন, ২০১২ ভোর ৬:৫৫
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
৯| ০২ রা জুন, ২০১২ রাত ২:৫৫
ফারিয়া বলেছেন: অভিজ্ঞতার সবখানেই দরকার আছে, এক্সেপশন ছাড়া।
০২ রা জুন, ২০১২ ভোর ৬:৫৬
মাহবু১৫৪ বলেছেন: সেটাই তো বললাম। রান্না করতেও অভিজ্ঞতা লাগে।
১০| ০২ রা জুন, ২০১২ বিকাল ৩:৪৩
শহিদুল ইসলাম বলেছেন: ভাই নতুন গল্প চাই , নাইলে আপনেরে ছারুম না । তাড়াতাড়ি নতুন গল্প লিখেন , নাইলে কিন্ত ......
০২ রা জুন, ২০১২ রাত ১০:০৫
মাহবু১৫৪ বলেছেন:
১১| ০৩ রা জুন, ২০১২ রাত ১২:২৬
মোঃমোজাম হক বলেছেন: হক কথা বলছেন
০৩ রা জুন, ২০১২ রাত ৩:১৬
মাহবু১৫৪ বলেছেন:
১২| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১০
নীল-দর্পণ বলেছেন: আমি ঠিক করে রেখেছি যদি কখনো কোথাও চাকরীর ইন্টারভিউ দিতে যাই আর অভিজ্ঞতা নাই বলে বিদায় করে তবে "কাজের সুযোগ না দিলে অভিজ্ঞতা জোগার করবো কোথা থেকে" বলে দৌড়ে চলে আসবো
০৩ রা জুন, ২০১২ রাত ১১:৫৩
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
দৌড় দেয়ার দরকার নেই।
১৩| ০৩ রা জুন, ২০১২ রাত ৮:২৫
হিবিজিবি বলেছেন: বিয়া করে ফেলেন, কোন অভিজ্ঞতা লাগবে আর আর ভালো লাগাও চলে আসবে, যদিও ধরণ ভিন্ন
০৩ রা জুন, ২০১২ রাত ১১:৫৪
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। বটে
করেই ফেলতে হবে ভাবছি
১৪| ০৫ ই জুন, ২০১২ রাত ২:০৪
অনির্বাণ রায়। বলেছেন: Demons Oni went from being "in an open relationship" to "single."[/sb
:-< :-< :-< :-<
আফসুচ অভিজ্ঞ আর হইতে পার্লাম না
০৫ ই জুন, ২০১২ ভোর ৪:৩৩
মাহবু১৫৪ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১২ রাত ১১:১৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার পোস্টের শিরোনাম দেখে আমার ঠিক একথাটিই মনে এসেছিল যে, "একমাত্র বিয়ের ক্ষেত্রেই সবাই অভিজ্ঞতা ছাড়াই পাত্র/পাত্রী চায়"।