![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
BCS পরীক্ষার্থীর জন্য চমৎকার একটি APP এর সন্ধান পেলাম! এখানে ১০ম বিসিএস থেকে ৩৪তম বিসিএস পর্যন্ত সবগুলো পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে সাজানো। সেই সাথে সকল প্রশ্নের উত্তরগুলো ও দেওয়া আছে। এই App টি আপনার ফোনে ইনষ্টল করা থাকলে আপনি যখনি সময় পাবেন একবার আপনার মোবাইল বের করে সহজেই পড়ে নিতে পারবেন। এটা ইনষ্টল করে মাঝে মঝে যখন গড়িতে অথবা কোথায়ও গেলেন অবসরে বিরক্তি দূরকরার জন্য Appটা থেকে একবার পড়ে নিলে হয়ত আপনার সময়ও কাটবে আবার BCS এর প্রস্তুতি নেওয়া হবে। আশা করি এই Appটি আপনার বিসিএসের প্রস্তুতিতে আপনার উপকারি বন্ধু হবে। ইনষ্টল করতে visit করুনঃ
Click This Link
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭
মাহাবুব আলম মুরাদ বলেছেন: হ্যাঁ ভাই এটা অ্যাড্রয়েড ফোনের জন্য। আর ইন্সটল করতে হলে লিঙ্কে গিয়ে ইন্সটল বাটনে ক্লিক করলেই অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
ভাসা মেঘ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:২০
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার পোস্টটার জন্য। উপকারী একটা জিনিস হবে। যাহোক,আমার কিছু জানার ছিল। একটু যদি বলতেন। সফটওয়ার টা কি অ্যাড্রয়েড ফোনের জন্য??? আর ইন্সটল করতে কি ডাউনলোড করতে হবে। এ ব্যাপারে আমার তেমন ধারণা নেই। শুভ কামনা রইলো আপনার প্রতি।