![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের অন্যতম শিক্ষাভিত্তিক সাইট গুলো শিক্ষা প্রসারের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখে যাচ্ছে। পাশাপাশি ছাত্র-ছাত্রী ও শিক্ষক - শিক্ষিকাগনদের বেশ সহায়তা করে যাচ্ছে। যা ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পথ অনেকটা সহজ করে তুলেছে এবং তাদেরকে সহজে কোন কিছু জানার পথ তৈরি করে দিয়েছে। এই সাইটগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্বির ক্ষেত্রে বেশ সহায়তা করে যাচ্ছে। এই সাইট গুলোর মাঝে ইংরেজী শেখার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইটটি হলঃ http://onlineeducare.com/ । যেখানে আপনি ৫ম শ্রেনী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল শ্রেণীর ইংরেজীর পাঠ্যবই ভিত্তিক ও বাংলাদেশের সেরা বিদ্যালয় গুলোর সিলেবাস গুলোর উপর ভিত্তি করে সকল Paragraph, Letter, Dialogue, Composition গুলোর Hand Note এবং বিভিন্ন কোচিংয়ের শিক্ষক দের Hand Note গুলো খুব সুন্দর ভাবে সাজানো। এছাড়া P.E.C, J.S.C, S.S.C. H.S.C.পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন ও সেগুলোর Solution। এছাড়া এখানে আপনি পাবেন, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলগুলোর সিলেবাস ভিত্তিক সকল Paragraph, Letter, Composition, Dialogue. এছাড়া ও পি.এ. সি. জে.এস.সি. এস.এস. সি. ও এইস. এস. সি. পরীক্ষার ইংরেজী বইয়ের আলোকে বিভিন্ন মডেল টেষ্ট। এছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার থেকে সংগৃহীত শিক্ষকদের তৈরি হ্যান্ড নোট।
পাশাপাশি যারা ইংরেজী সাহিত্য নিয়ে পড়ালেখা করছেন তাদের জন্য রয়েছে, ইংরেজী সাহিত্যের সকল কবি, সাহিত্যিকদের জীবনী, কর্ম, কবিতা, নাটক, উপন্যাস ইত্যাদির উপর চমৎকার হ্যান্ড নোট। এছাড়াও সকল বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস অনুপাতে Presentation গুলোর Slide সাজানো যা আপনাকে অনেক সহায়তা করবে।
আশা করি এই সাইট থেকে আপনারা বেশ উপকৃত হতে পারেন। তাই, আপনাদের আগমনে মুখরিত হোক আমাদের সাইটটি।
http://onlineeducare.com/
fb: https://www.facebook.com/Onlineeducarecom
fb group: Click This Link
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
েজসমিন ০০৭ বলেছেন: Is this site useful for BBA or MBA students ?
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
আহসানের ব্লগ বলেছেন: দেখে আসি।