![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের সাথে সেরকম আচরন করি যেরকমটা পেতে চাই।
অপার সম্ভাবনার এ দেশে মানুষগুলো অসম্ভব মেধাবী। সমস্যা হল আমরা যোগ্যতা অনুযায়ী কাজে লাগাইনা। যাও কাজে লাগাই তার বেশিরভাগ অকাজে কুকাজে পরিণত হয়। আসুন দেখি কিছু সম্ভাবনা ও সমস্যার ক্ষেত্রগুলি।
১. মেডিকেল শিক্ষাব্যবস্থা
২. প্যারামেডিকেল শিক্ষাব্যবস্থা
৩. নার্সিং শিক্ষাব্যবস্থা
৪. হোমিও, আয়ুর্বেদিক, কবিরাজি
৫. পল্লী চিকিৎসক
৬. ফার্মেসিওয়ালা
৭. সাধারন জনগন
১. মেডিকেল শিক্ষাব্যবস্থা
সম্ভাবনা - ১. অবকাঠামো থাক না থাক মেডিকেলের সংখ্যা যথেষ্টরও বেশী।
২. মানুষের আগ্রহ অনেক।
৩. ছাত্রছাত্রীরা মেধাবী।
৪. কাজের ক্ষেত্র অনেক।
৫. মাথাপিছু ডাক্তারের সংখ্যা প্রয়োজনীয় হারে বাড়ছে।
৬. অন্যন্য দেশের তুলনায় খরচ কম।
সমস্যা - ১. অনেকের পেশা পছন্দ করার আগেই চাপিয়ে দেয়া হয়। বাবামার ইচ্ছা।
২. মানহীন সনদপ্রাপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল।
৩. রাজনীতিকরন ফলাফল।
৪. ব্যবসায়িক মনোভাব।
৫. উচ্চশিক্ষায় জটিলতা।
৬. সামাজিক বাধ্যবাধকতা।
৭. উপযুক্ত আইন, সংগঠনের অভাব।
৮. বিদেশী ষড়যন্ত্র।
৯. ডাক্তার - অন্যপেশাজীবী দ্বন্দ্ব।
আরো অনেক আছে। সবগুলো এখন মনে আসছেনা।
অশনি সংকেত -
১. সামনে এমন দিন আসছে যখন ডাক্তারদের গলায় সাইনবোর্ড ঝুলায়ে রাখতে হবে যে আমি সরকারি/বেসরকারি মেডিকেল থেকে পাশ করা, অমুক ডিগ্রীর অরিজিনাল সার্টিফিকেট, রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ইত্যাদি।
২. আমরা আপনারা বা আমাদের আত্মীয়স্বজন হঠাৎ অসুস্থ হলে কোন ডাক্তারের হাতে পড়ল সেই টেনশনে ঘাম ঝরবে।
৩. প্রতি ঘরে একটা ডাক্তার না থাকলে মানসম্মান থাকবেনা।
৪. সীমাহীন দুর্ণীতি ।
৫. ডাক্তার পরিচয় দিলে কামলার মত সম্মান পাবে।
৬. ডাক্তার নিজেও পেট চালানোর জন্য রোগীর গু সাফ করা শুরু করবে।
চলবে..
©somewhere in net ltd.