নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতভর বৃষ্টি

দিনভর গান

মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

সংস্কার

২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৯

বাঙালি এখন সংস্কার জ্বর আক্রান্ত। কীসরে সংস্কার, কার সংস্কার, কীভাবে সংস্কার তা নিয়ে বিস্তর মতপার্থক্য। কিন্তু সংস্কার যে দরকার সে বিষয়ে কেউ দ্বিমত করছেন না। পুরো জাতি এখন সংস্কারবাদী। যে যতো সংস্কারবাদী সে ততো সেফ। সে ততো ভালো। তাই সংস্কারবাদী হওয়াটা আপাতত একটা যোগ্যতার ব্যাপার।

কিন্তু কীসের জন্য এতকিছু?

সংস্কার মানে কী? যে শব্দটার জন্য এত চিন্তাপাত সে শব্দটার মানে কী?

সংস্কার শব্দের প্রায় পিরীতার্থক শব্দ কুসংস্কার। শব্দটার অর্থের দিকে খেয়াল করলে সঙস্কার শব্দটার কিছুটা হিল্লা করা যায়।

সংস্কারের কাছাকাছি শব্দ সংস্করণ, সংস্কৃত, সংস্কৃতি।

তাহলে সংস্কার মানে কী?

হিন্দি সিনেমা বা সিরিয়াল যারা দেখেন তাদের কাছে সংস্কার শব্দের একটা অর্থ আছে। সেখানে সংস্কার মানে ঐতিহ্যগত বিশ্বাস। ইজ্জত ও শরাফতের সাথে জড়িত একটা ব্যাপার। বাংলা অভিধানেও সংস্কার মানে আদি বিশ্বাস, আজন্ম ধারণা বা ঝোঁক। শব্দটি দিয়ে ধর্মীয় অর্থে সংশোধন করে আগের অবস্থায় প্রত্যাবর্তন বোঝায়। সংস্কার মানে এই অর্থে মেরামত বা সংশোধন। কেউ যদি কোনো কারণে ধর্ম থেকে বিচ্যুত হন তবে কিছু ক্রিয়া কর্ম পালন করে তাকে পূর্বের বিশ্বাসে ফিরিয়ে নেয়া হয়। পুরাতন চিন্তায় তথাকথিত শুদ্ধ পন্থায় ফিরে যাওয়ার এই পদ্ধতিটা হলো সংস্কার।

পুরাতন ব্যবস্থা, বিশ্বাস ও কাঠামোকে শক্তিশালী করতেই দরকার সংস্কার। বাংলাদেশে যারা সংস্কার শব্দটা বেছে নিয়েছেন তারা ভেবেচিন্তেই তা করেছেন বলে মনে করার যথেষ্ট কারণ আছে। কারণ কোনো পরিবর্তন তারা চান না। পূর্বের অবস্থাকে শক্তিশালী করতে তারা ওই অবস্থার জন্য যা বিচ্যুতি বলে বিবেচিত তারই সংস্কার চান। সে অর্থে সংস্কার মানে পূর্বঅবস্থায় পুনঃপ্রতিষ্ঠা।

সংস্কার হলে আগের অবস্থাটা শক্তিশালী হবে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে।

পরিবর্তন বা বিবর্তন বা প্রতিকার এখনকার লক্ষ্য নয়। সে লক্ষ্য পূরণ করতে বিপ্লবী উদ্যোগ দরকার। ফলে সংস্কার নিয়ে মাতামাতিকে বিশাল একটা কিছু বলার তো কারণ দেখি না। এ দিয়ে পরিবর্তন হবে তা কিন্তু শব্দটা বলছে না।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩

প্রচেত্য বলেছেন: চমৎকার উপস্থাপন
উপদেষ্টদের একটু চোখ বোলানো উচিত

২| ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮

মাহবুব মোর্শেদ বলেছেন: থ্যাংকস।
চোখ বোলানো শব্দটাও খুব মজার।

৩| ২৮ শে জুন, ২০০৭ রাত ৮:৫৪

দূরন্ত বলেছেন: আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবী গরম হচ্ছে তো, তাই তাল মেলাতেই এসব আয়োজন।

৪| ৩০ শে জুন, ২০০৭ ভোর ৫:০৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: হুঁমম..জটিল..সংস্কার দিয়া কাম নাই !

৫| ৩০ শে জুন, ২০০৭ ভোর ৫:৫৬

খালেক সাজেদিন বলেছেন: হুমম...
এতে সং দের অস্কার প্রাপ্তি হবে হয়তো!
সং দের অস্কার>সংস্কার।
আবার হয়ত বা,
সং=সংসার=জগত সংসার
জগত সংসার পরিষ্কার>সংস্কার???????

(ধুরো বেশি ভুয়া হইলে মুইছা দেন)

৬| ৩০ শে জুন, ২০০৭ ভোর ৬:০৫

মাহমুদ রহমান বলেছেন: সংস্কার করার পদ্ধতিটারও সংস্কার করা দরকার।

যেভাবে পরস্পর পরস্পরকে দল থেকে বাদ দেয়া চলতেছে, তাতে সংস্কারের পদ্ধতি নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

আমার কথা হচ্ছে- এই সব সংস্কার করে লাভ নেই। দলগুলো কি গঠনতন্ত্র মতো চলে? রাজনীতির ময়দানে মিথ্যা কথার ব্যপক চল রয়েছে। ফলে এসব দিয়ে কিচ্ছু হবে না।

তারচেয়ে বরং, দুর্নীতিবাজ, মাস্তান, চাঁদাবাজ রাজনিতীকদের এমন শাস্তি দেয়া উচিত যাতে এই সত্য প্রতিষ্ঠিত হয় যে, এই দিনই দিন নয় আরও দিন আছে।

দ্বিতীয় আরেকটি কাজ করা যেতে পারে, সোশ্যাল ওয়ার্ক- রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। প্রত্যেকটি সিস্টেমের ট্রান্সপারেন্সি কিভাবে বাড়ানো যায় এসব বিষয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে।

৭| ৩০ শে জুন, ২০০৭ বিকাল ৪:১১

মাহবুব মোর্শেদ বলেছেন: দূরন্ত, আবদুর রাজ্জাক শিপন, মাহমুদ রহমান,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
খালেক সাজেদিন,
ভাল উদ্যোগ। হাতের কাছে বাংলা ব্যকরণ আছে নাকি?
থাকলে উপসর্গ, অনুসর্গ অধ্যায়টা একটু দেখতে পারেন?
কাছে পিঠে কোনো ব্যাকরণ বই পাচ্ছি না।

৮| ০১ লা জুলাই, ২০০৭ ভোর ৪:১৪

খালেক সাজেদিন বলেছেন: হা..।হা..আমারটা ভালো হৈছে তাইলে

৯| ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮

মাহবুব মোর্শেদ বলেছেন: ভাল হইছে। তবে স্পষ্ট হয় নাই।

১০| ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৪

সুমন চৌধুরী বলেছেন: হ

১১| ০৪ ঠা জুলাই, ২০০৭ দুপুর ২:২২

মাহবুব মোর্শেদ বলেছেন: সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.