![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে ফেসবুকে একটা স্টেটাস দিয়েছিলাম। লিখেছিলাম : বাংলা উপন্যাসের মধ্যে সেরা ১০০টা বাছাই করতে চাইলে কোনটা না নিলেই নয়?
স্টেটাসটিতে কমেন্ট দিয়ে বিভিন্নজন বিভিন্ন উপন্যাসের নাম সাজেস্ট করেছেন। অনেকে একাধিকবার কমেন্ট দিয়েছেন। মোট ১৪৫টা কমেন্ট থেকে পরে ফেসবুক নোটের মন্তব্য থেকে ১০০ লেখকের প্রায় ১২০টি বইয়ের নাম উদ্ধার করতে পারলাম। ধরা যাক আমরা একজনের একটা বই-ই নিলাম। সেক্ষেত্রে তালিকাটা কেমন হতে পারে? আমার স্টেটাসে ও নোটে বন্ধুদের দেয়া নামগুলো তুলে দিলাম এখানে। এখানে জনপ্রিয় লেখকরা বোধগম্য কারণেই প্রাধান্য পেয়েছেন। অনেক উপন্যাসই হয়তো মানসম্মতও নয়। তবু আলোচনার সূচনা এই তালিকা থেকে শুরু হতে পারে। অনেক ভাল উপন্যাসের কথা এখানে নেই। সাম্প্রতিক লেখকদের কথাও নেই। কেউ সাজেস্ট করলে খুশী হবো।
বাছাই করতে আরও নাম দরকার।
স্টেটাস ও নোটের কমেন্ট থেকে সংগৃহীত লেখক ও বইয়ের তালিকা : তালিকাটা কালানুক্রমিক হবে ফাইনালি।
১. প্যারিচাঁদ মিত্র- আলালের ঘরের দুলাল
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- বিষবৃক্ষ, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা
৩. মীর মশাররফ হোসেন- বিষাদসিন্ধু
৪. রবীন্দ্রনাথ ঠাকুর- গোরা, চোখের বালি, যোগাযোগ, শেষের কবিতা
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- চরিত্রহীন, দেবদাস, শ্রীকান্ত, শেষপ্রশ্ন
৬. বেগম রোকেয়া- মতিচূর, সুলতানার স্বপ্ন
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়- আরণ্যক, অপুর সংসার, পথের পাঁচালী, চাঁদের পাহাড়
৮. মানিক বন্দ্যোপাধ্যায়- পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, চিহ্ন, অহিংসা
৯. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়- হাঁসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, কবি, আরোগ্য নিকেতন
১০. জীবনানন্দ দাশ- কারুবাসনা, মাল্যবান
১১. কাজী নজরুল ইসলাম- মৃত্যুক্ষুধা
১২. হরপ্রসাদ শাস্ত্রী : বেনের মেয়ে
১৩.কমলকুমার মজুমদার- অন্তর্জলী যাত্রা, সুহাসিনীর পমেটম, নিম অন্নপূর্ণা
১৪. অদ্বৈত মল্লবর্মণ- তিতাস একটি নদীর নাম
১৫. বুদ্ধদেব বসু- রাত ভর বৃষ্টি, তিথিডোর
১৬. সমরেশ বসু- প্রজাপতি, গঙ্গা, মোক্তার দাদুর কেতু বধ
১৭. কাজী ইমদাদুল হক- আবদুল্লাহ
১৮. সৈয়দ ওয়ালিউল্লাহ- লালসালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবশ্যা
১৯. শওকত ওসমান- ক্রীতদাসের হাসি, জলাঙ্গী
২০. আশাপূর্ণা দেবী- সুবর্ণলতা, প্রথম প্রতিশ্রুতি
২১. মহাশ্বেতা দেবী- হাজার চুরাশির মা
২২. নারায়ণ গঙ্গোপাধ্যায়- উপনিবেশ
২৩. সতীনাথ ভাদুড়ী- ঢোঁড়াই চরিত মানস
২৪.প্রমথনাথ বিশী- কেরী সাহেবের মুন্সী
২৫. বিমল মিত্র- কড়ি দিয়ে কেনা, সাহেব বিবি গোলাম
২৬. যাযাবার-দৃষ্টিপাত
২৭. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়- লুলু, কংকাবতী, ডমরু-চরিত
২৮. মৈত্রেয়ী দেবী- ন হন্যতে
২৯. অমিয়ভূষণ মজুমদার- মধু সাধুখাঁ, মহিষকুড়ার উপকথা
৩০. লীলা মজুমদার- মেঘের সাড়ি ধরতে নারি, নোটর দল
৩১. আবু ইসহাক- সূর্যদীঘল বাড়ি
৩২. রশীদ করীম-মায়ের কাছে যাচ্ছি
৩৩. শংকর- বিত্তবাসনা, চৌরঙ্গী, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি
৩৪. শিবরাম চক্রবর্তী- ঈশ্বর পৃথিবী ভালোবাসা
৩৫. ফাল্গুনী মুখোপাধ্যায়- শাপ মোচন
৩৬. বনফুল- মৃগয়া
৩৭. সুবোধ ঘোষ- শতকিয়া
৩৮. জ্যোতিরিন্দ্র নন্দী- মীরার দুপুর
৩৯. শামসুদ্দীন আবুল কালাম- কাশবনের কন্যা
৪০. শহীদুল্লা কায়সার- সংশপ্তক
৪১. জহির রায়হান- শেষ বিকালের মেয়ে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে
৪২. গজেন্দ্রকুমার মিত্র- পৌষ ফাগুনের পালা, কলকাতার কাছেই
৪৩. সৈয়দ শামসুল হক- খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান
৪৪. আল মাহমুদ- উপমহাদেশ, পুরুষ সুন্দর
৪৫. আনোয়ার পাশা- রাইফেল রোটি আওরাত
৪৬. দেবেশ রায়- তিস্তাপুরাণ, তিস্তাপারের বৃত্তান্ত
৪৭. সুনীল গঙ্গোপাধ্যায়- প্রথম আলো, সেই সময়, পূর্ব-পশ্চিম
৪৮. শ্যামল গঙ্গোপাধ্যায়- কুবেরের বিষয় আশয়, দারাশিকো
৪৯. সন্দীপন চট্টোপাধ্যায়- কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি
৫০. সৈয়দ মুস্তাফা সিরাজ- অলীক মানুষ
৫১. শওকত আলী- প্রদোষে প্রাকৃতজন
৫২. হাসান আজিজুল হক- আগুনপাখি
৫৩. আলাউদ্দীন আল আজাদ- তেইশ নম্বর তৈলচিত্র
৫৪. আখতারুজ্জামান ইলিয়াস- খোয়াবনামা, চিলেকোঠার সেপাই
৫৫. প্রেমাঙ্কুর আতর্থী- মহাস্থবির জাতক
৫৬. শীর্ষেন্দু মুখোপাধ্যায়- দূরবীন, পারাপার, মানবজমিন
৫৭. মাহমুদুল হক- জীবন আমার বোন, কালোবরফ, মাটির জাহাজ, খেলাঘর, অনুর পাঠশালা
৫৮. আহমদ ছফা- একজন আলী কেনানের উত্থান-পতন, অলাতচক্র, পুষ্প-বৃক্ষ-বিহঙ্গপুরাণ, ওঙ্কার, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
৫৯. মিহির সেনগুপ্ত- বিষাদবৃক্ষ
৬০. হুমায়ুন আজাদ- পাক সার জমিন সাদ বাদ, ছাপ্পান্নো হাজার বর্গমাইল, সব কিছু ভেঙে পড়ে, শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার,
রাজনীতিবিদগণ, ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ
৬১. হুমায়ূন আহমেদ- নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোৎস্না ও জননীর গল্প
৬২. আবুল বাশার- ফুলবউ
৬৩. হাসনাত আবদুল হাই- নভেরা
৬৪. রিজিয়া রহমান- রক্তের অক্ষর, বং থেকে বাংলা
৬৫. সমরেশ মজুমদার- অগ্নিরথ, গর্ভধারিণী, সাতকাহন, উত্তরাধিকার
৬৬. সেলিনা হোসেন- কাঠকয়লার ছবি, গায়ত্রী সন্ধ্যা, লারা, নীল ময়ূরের যৌবন, হাঙর নদী গ্রেনেড
৬৭. অভিজিৎ সেন- রহুচণ্ডালের হাড়
৬৮. সেলিম আল দীন- চাকা
৬৯. ইমদাদুল হক মিলন- নুরজাহান
৭০. শেখ আব্দুল হাকিম- অপরিণত পাপ
৭১. বুদ্ধদেব গুহ- হলুদ বসন্ত
৭২. বিমল কর : অসময়, এক অভিনেতার মৃত্যু
৭৩. মুহম্মদ জাফর ইকবাল- আমি তপু, আমার বন্ধু রাশেদ, মহব্বত আলীর একদিন
৭৪. নবারুণ ভট্টাচার্য- হার্বাট
৭৫. তসলিমা নাসরিন- নিমন্ত্রণ
৭৬. চানক্য সেন- পুত্র পিতাকে
৭৭. মলয় রায়চৌধুরী- নামগন্ধ
৭৮. বাসুদেব- খেলাঘর
৭৯. সুবিমল মিশ্র- ওয়ানপাইস ফাদার মাদার অথবা শতাব্দির শেষ ইউলিসিস
৮০. রবিশংকর বল- দোজখনামা
৮১. আলোক সরকার- জ্বালানী কাঠ জ্বলো
৮২. স্বপ্নময় চক্রবর্তী- চতুষ্পাঠী
৮৩. অতীন বন্দ্যোপাধ্যায়- নীলকন্ঠ পাখির খোঁজে, অলৌকিক জলযান
৮৪. তিলোত্তমা মজুমদার- রাজপাঠ, বসুধার জন্য
৮৫. আনিসুল হক- মা
৮৬. শহীদুল জহির- জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূণিমা ছিল
৮৭. সৈয়দ মনজুরুল ইসলাম ও ব্রাত্য রাইসু- যোগাযোগের গভীর সমস্যা নিয়ে কয়েকজন একা একা
৮৮. সুচিত্রা ভট্টাচার্য- কাছের মানুষ
৮৯. সেলিম মোরশেদ- সাপ লুডু খেলা
৯০. নাসরীন জাহান- উড়ুক্কু
৯১. জাকির তালুকদার- মুসলমানমঙ্গল
৯২. শাহীন আখতার- তালাশ
৯৩. সুব্রত অগাস্টিন গোমেজ- কালকেতু ও ফুল্লরা
৯৪. এবাদুর রহমান- দাস ক্যাপিটাল, গুলমোহর রিপাবলিক
৯৫. পাপড়ি রহমান- বয়ন
৯৬. শ্যামল ভট্টাচার্য- প্রজাপতির দুর্গ
৯৭. শরমিনী আব্বাসী- আমার মেয়েকে বলি
*৯৮. শাহরিয়ার কবির- একাত্তরের যীশু
*৯৯. মামুন হুসাইন- নিক্রপলিস
*১০০. দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়- বিবাহবার্ষিকী
২| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৮:৫৭
তাহমিদুর রহমান বলেছেন: কপি পেস্ট নিলাম। আপনাকে ধন্যবাদ
৩| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০০
রাইসুল জুহালা বলেছেন: ৭৫. তসলিমা নাসরিন- নিমন্ত্রণ
এটা কি দিল? উনি কি আসলেই এটা পড়েছেন নাকি শুধু নামের উপরে তুলে দিলেন?
৪| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০১
শায়েরী বলেছেন: Darun
৫| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০১
আকাশগঙ্গা বলেছেন: তিতাস একটি নদীর নাম।
এই তালিকায় হুমায়ুন আহমেদের একটা বই থাকা উচিত ছিল।আমি একটা সাজেশন দিলাম।
কোথাও কেউ নেই।-হুমায়ুন আহমেদ
৬| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০৩
আমি তুমি আমরা বলেছেন: ডাউনলোড লিঙ্ক কই???
৭| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০৩
শায়েরী বলেছেন: Darun
৮| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০৪
আকাশগঙ্গা বলেছেন: View this link
৯| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০৪
শায়েরী বলেছেন: Darun
১০| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০৭
কাদা মাটি জল বলেছেন: এবাদুর রহমান এর বই এই তালিকায় কিভাবে আসে, বোঝালে খুশি হবো। যদি সত্যিই এটাকে আদর্শ রাখতে চান, তাহলে এইসব আজে বাজে তুলি মোছা কাগজ বাদ দিন।
১১| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০৭
মহাপুরুষ অয়ন বলেছেন: ভাই এইটা তো লেখকের তালিকা হয়ে গেল
১২| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:১১
মা-নবি০৩ বলেছেন: * বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়= কৃষ্ঞকান্তের উইল
* জাফর ইকবালের ভাল বই বাদ পঢ়েছে = আকাশ বাড়িয়ে দাও , বিবর্ন তুষার , কাচ সমুদ্র
* দৃষ্টিপাত বাংলা ভাষার সেরা ৫০ বই যের একটা কিন্তু এটা ঠিক পিওর উপন্যাসে পঢ়ে না
* নতুনদের মধ্যে ।ইমতিয়ার শামীম বা (শামীম ইমতিয়ার) বাদ পড়েছে
"আমরা যারা হেটেছি "
* "সবিনয় নিবেদন "-বুদ্ধ দেব (গুহ না বসু ভুলে গেছি )
* সুবর্ন লতা না আশা লতা! বই লেখিকা গুলিয়ে ফেলেছি (মা ও মেয়ের ২ জনের ২ টা অথবা ২ জেনারেশনের ২ টা বই আছে )
১৩| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:১৯
এ হেলাল খান বলেছেন: চমৎকার তালিকা।
১৪| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:২১
ত্রিভুজ বলেছেন: মাহবুব ভাই, এই বইগুলোর অনেকগুলোই আমি কোথাও খুঁজে পাই নাই। সম্ভাব্য প্রাস্তিস্থান দিয়ে পোস্টটা আপডেট করলে একটা দারুণ কাজ হবে... তালিকার জন্য ধন্যবাদ। শোকেসড!
১৫| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:২৯
নাজমুস্ সাকিব অণু বলেছেন: প্রিয়তে নিলাম।
শরতের পরিণীতা থাকলে বেশি খুশি হতাম। কৈশরে অনেক ভালো লাগার উপন্যাস। জাফর ইকবালের টুকুনজিল অনেকবার পড়েছি।
নজরুলের সঞ্চিতা এবং চক্রবাক ভালো লেগেছ অনেক।
হুমায়ুন আজাদের নারী বাদ গেল!!
কিছু লেখক চিনলাম না(যেমন এবাদুর রহমান)।
১৬| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৩
বাল্যবন্ধু বলেছেন: ভালো জিনিস। কামে লাগবো।
১৭| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৯
আন্না০০৭ বলেছেন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পথের দাবী
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর গন দেবতা
রবীন্দ্র নাথ ঠাকুরের নৌকা ডুবি
ফাল্গুনী মুখোপাধ্যায় এর শাপ মোচন তালিকাতে দেখে অনেক ভাল লাগলো চিতা বহ্নিমান টাও এই তালিকায় থাকার যোগ্য আমার মতে
হুমায়ূন আহমেদ এর মধ্যাহ্ন ১,২ আর মাতাল হাওয়া,দেবী ও থাকতে পারত
মুহম্মদ জাফর ইকবাল এর আমার বন্ধু রাশেদ ,টুকুনজিল, আকাশ বাড়িয়ে দাও
সমরেশ মজুমদার এর আট কুঠুরি নয় দরজা
এই বই গুলোও থাকতে পারত
১৮| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৮
সুস্ময় পাল বলেছেন: অনেক নতুন লেখক আছেন মনে হয় এই তালিকায়।
ভালো পোষ্ট।
শরৎচন্দ্রের 'বিন্দুর ছেলে' চমৎকার ......... এটা কেন বাদ পড়ল বুঝলাম না। কারোর কি এটা ভালো লাগেনি?
হুমায়ূন আজাদের 'পাক সার জমিন সাদ বাদ' বইটার নাম তালিকায় দেখে একটু অবাক হলাম। ভালো ও সাহসী লেখা, সন্দেহ নেই। কিন্তু একেবারে বাংলা সাহিত্যের সেরা ১০০ উপন্যাসের তালিকায় চান্স পাবে, তা আশা করা যায় না।
জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি' এখানে ঠাঁই পেতে পারে।
আর মুহম্মদ জাফর ইকবালের 'হাত কাটা রবিন' ও চমৎকার ......... স্বাধীনতা উত্তর বাংলাদেশের কিশোর সাহিত্যের পথ প্রদর্শক।
তবে একটা কথা বলতে পারি। পঞ্ছাশ বছর পর এমন একটা তালিকা করা হলে আমার নাম থাকবে নিঃসন্দেহে!
১৯| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:৫০
মা-নবি০৩ বলেছেন: নিমাই ভট্টাচার্জরে এক কোনায় মনে হয় জায়গা দেয়া যায় : গোধূলিয়া ,মেমসাহেব (সাহিত্য মানে উচু না হলে ও জনপ্রিয়তার পাল্লায় হয়তো জায়গা পাবে )
আপনার তালিকা তৈরী করতে অনেক খেটেছেন
আমি নিজেও যদি সবগুলো পড়ি নাই কিন্তু সুব্রত অগাস্টিন গোমেজ- কালকেতু ও ফুল্লরা আর ,৭০. শেখ আব্দুল হাকিম- অপরিণত পাপ দেখে বুঝলাম ।ভাল একটা তালিকা হয়েছে এ দুটা পাঠক প্রিয় কিংবা বহুল প্রচারিত না কিন্তু আপনার লিস্টে এসেছে
২০| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১২:২৩
মজার মানুষ বলেছেন: ভাল তালিকা বানিয়েছেন. পোস্টে প্লাস. আরো কিছু থাকতে পারতো.
১. মির্চা এলিয়েদের - লা নুই বাঙ্গলী ( ন হন্যতে এর প্রথম পর্ব সম্ভবত )
২. শীর্ষেন্দু মুখোপাধ্যায়- পার্থিব
৩. সমরেশ মজুমদার- কালবেলা, কালপুরুষ
২১| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১:১০
মা-নবি০৩ বলেছেন: @ মনের মানুষ মির্চা এলিয়েদের - লা নুই বাঙ্গলী বাংলা মৌলিক বই না অনুবাদ মুল বই রোমানিয়ান ভাষায় ।
একই ঘটনা মির্চা তার দৃষ্টিকোন থেকে এই বইয়ে লিখৈছে আর মৈত্রয়ী তার ন হন্যতে লিখেছে নিজের র্দষ্টিকোন থেকে
মৈত্রয়ীর রবীন্দনাথকে নিয়ে লেখা ২ টি বই আছে "মংপুতে রবীন্দ্রনাথ" আর "কুটিরবাসী রবীন্দ্রনাথ "
আবার মৈত্রয়ী ও রবীন্দনাথকে নিয়ে সুনীলের একটা উপন্যাস আছে সম্ভবত নামটা " বালিকা ও সন্নাসি / কবি "
২২| ১৭ ই মার্চ, ২০১১ ভোর ৪:০১
নীল বরফ বলেছেন: আবু ইসাকের "পদ্মার পলি দ্বিপ" দেয়া যেতো।
২৩| ১৭ ই মার্চ, ২০১১ সকাল ৭:৩৩
করবি বলেছেন: চমৎকার আয়োজন।
২৪| ১৭ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৪০
মাহবুব মোর্শেদ বলেছেন: যারা নাম সাজেস্ট করছেন তাদের সাজেশন নিলাম। আপত্তি-ও। আশা করি পর পর আর দুইটা পোস্ট দিলে তালিকাটা মোটামুটি ফাইনাল হতে পারবে।
২৫| ১৭ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৬
বাজেকাম বলেছেন:
স্টেটাস ও নোটের কমেন্ট থেকে সংগৃহীত লেখক ও বইয়ের তালিকা : তালিকাটা কালানুক্রমিক হবে ফাইনালি।
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- বিষবৃক্ষ, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, (দেবী চৌধুরাণী)
৪. রবীন্দ্রনাথ ঠাকুর- গোরা, চোখের বালি, যোগাযোগ, শেষের কবিতা
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- চরিত্রহীন, দেবদাস, শ্রীকান্ত, শেষপ্রশ্ন, পথের দাবী, পরিণীতা
৪৯. সন্দীপন চট্টোপাধ্যায়- কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি (লেখককে চিনলাম না)
৫১. শওকত আলী- প্রদোষে প্রাকৃতজন (উত্তরের খেপ, দলিল)
৫৬. শীর্ষেন্দু মুখোপাধ্যায়- দূরবীন, পারাপার, মানবজমিন, (যাও পাখি)
৫৭. মাহমুদুল হক- জীবন আমার বোন, কালোবরফ, মাটির জাহাজ, খেলাঘর, অনুর পাঠশালা (উনি কে?)
৬৫. সমরেশ মজুমদার- অগ্নিরথ, গর্ভধারিণী, সাতকাহন, উত্তরাধিকার, (কালবেলা, কালপুরুষ)
৭৩. মুহম্মদ জাফর ইকবাল- আমি তপু, আমার বন্ধু রাশেদ, মহব্বত আলীর একদিন, (হাত কাটা রবিন, দীপু নাম্বর টু)
৭৪. নবারুণ ভট্টাচার্য- হার্বাট (লেখককে চিনলাম না)
৮১. আলোক সরকার- জ্বালানী কাঠ জ্বলো (লেখককে চিনলাম না)
৮৬. শহীদুল জহির- জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূণিমা ছিল(লেখককে চিনলাম না)
৯১. জাকির তালুকদার- মুসলমানমঙ্গল (লেখককে চিনলাম না)
৯২. শাহীন আখতার- তালাশ (লেখককে চিনলাম না)
৯৪. এবাদুর রহমান- দাস ক্যাপিটাল, গুলমোহর রিপাবলিক (লেখককে চিনলাম না)
*১০০. দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়- বিবাহবার্ষিকী(লেখককে চিনলাম না)
অনেকগুলো বই পড়ি নাই, আর অনেকগলোর নাম ও লেখকের নাম শুনি নাই।
বাণী বসু: মৈত্রেয় জাতক
জরাসন্ধ: লৌহকপাট
নিমাই ভট্টাচার্য: মেমসাহেব
আকবর হোসেন : কি পাইনি
মইনুল আহসান সাবের: কয়েকজন অপরাধী
২৬| ১৯ শে মার্চ, ২০১১ রাত ৯:২৪
শূণ্য উপত্যকা বলেছেন: কয়েকটা পড়া হয় নি। প্রিয়তে।
২৭| ২০ শে মার্চ, ২০১১ সকাল ১০:০২
নন্দন কানন বলেছেন: অনেক কথাই বলার ছিল, তবে আজ নয়। পোষ্ট সোজা প্রিয়তে।
২৮| ২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৩
মজার মানুষ বলেছেন: @মা-নবি০৩: আপনাকে ধন্যবাদ. কিছু নতুন তথ্য দেয়ার জন্য.
২৯| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১২:৩০
মেঘবাজি বলেছেন: তেলাপোকা পাখি হইলে এবাদুড় আর তসলিমাও লেখক.......
৩০| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১২:৪৪
অতি সাধারন বলেছেন: +++
৩১| ৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:৩১
হাঁড়িচাচা বলেছেন: ব্যাপক কাজের এবং জ্ঞানের পোস্ট। খোমাবইতে বিলাইলাম।
৩২| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৩
শায়েরী বলেছেন: Darun...ish downlod link jodi petam sobgulor eksathe
৩৩| ২৬ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৬
মাহী ফ্লোরা বলেছেন: বাহ!~
৩৪| ২৪ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৬
মাতাল কবি বলেছেন: দারুন লাগল ভাই।কিছু বই পরা বাকি ছিল। আপনার কল্যাণে পাওয়া গেল। ধন্যবাদ।
৩৫| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:২৮
এইযেদুনিয়া বলেছেন: হুমায়ূন আহমেদের অমানুষ থাকা উচিত।
৩৬| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক পরিশ্রমী পোস্ট।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:০৮
araddho বলেছেন: thanks
৩৮| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫১
আবু মোশাররফ রাসেল বলেছেন: ডাউনলোড লিংক কোথায়?
পাওয়া যাবে কি?
পেলে যে কি হতো!
৩৯| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
কামরুল হাসান জনি বলেছেন: ভালো পোষ্ট নিয়মিত আপডেট করে যান। প্রিতে রাখলাম।
৪০| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ তালিকা।
৪১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
সৌভিক ঘোষাল বলেছেন: আমার কিছুদিন আগে তৈরি একটি তালিকা। বিশেষ করে বাংলাদেশের উপন্যাস অনেক যুক্ত করা প্রয়োজন আছে তালিকাটিতে।
-------
শ খানেক বাংলা উপন্যাসের একটা তালিকা বানানোর চেষ্টায় আছি। সংযোজন করবেন ইচ্ছামতো। বিশেষত বাংলাদেশের লেখকদের প্রকাশিত লেখালেখি।
বঙ্কিম - কপালকুন্ডলা। বিষবৃক্ষ। চন্দ্রশেখর. কৃষ্ণকান্তের উইল। রাজসিংহ।
রবীন্দ্রনাথ - চোখের বালি। গোরা। চতুরঙ্গ। যোগাযোগ। চার অধ্যায়।
শরৎচন্দ্র - শ্রীকান্ত। গৃহদাহ। পথের দাবী। চরিত্রহীন।
জগদীশ গুপ্ত - অসাধু সিদ্ধার্থ।
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় - অন্ত:শীলা। মোহনা। আবর্ত।
গোপাল হালদার - ত্রিদিবা।
বিভূতিভূষণ - পথের পাচালী। অপরাজিত। আরণ্যক। ইছামতী।
মানিক - পদ্মানদীর মাঝি। পুতুলনাচের ইতিকথা। দিবারাত্রির কাব্য।
তারাশঙ্কর - কালিন্দী। ধাত্রীদেবতা। গণদেবতা। পঞ্চগ্রাম। হাসুলী বাকের উপকথা। কবি। সন্দীপন পাঠশালা। নাগিনী কন্যার কাহিনী।
শৈলজারঞ্জন - কয়লাকুঠির দেশে
বুদ্ধদেব বসু - তিথিডোর
জীবনানন্দ দাশ - কারুবাসনা। মাল্যবান।
সতীনাথ ভাদুড়ী - জাগরী। ঢোড়াই চরিত মানস।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - তুমি সন্ধ্যার মেঘ। গৌড়মল্লার। কুমারসম্ভবের কবি। তুঙ্গভদ্রার তীরে।
অদ্বৈত মল্লবর্মন - তিতাস একটি নদীর নাম।
সমরেশ বসু - বি টি রোডের ধারে। গঙ্গা। শিকল ছেড়া হাতের খোজে। মহাকালের রথের ঘোড়া। বিবর। দেখি নাই ফিরে।
কমলকুমার মজুমদার - অন্তর্জলী যাত্রা।
অমিয়ভূষণ মজুমদার - গড় শ্রীখণ্ড। চাদবেনে। মহিষকুড়ার উপকথা। মধু সাধুখা।
অন্নদাশঙ্কর রায় - সত্যাসত্য।
বনফুল - স্থাবর।
জ্যোতিরিন্দ্র নন্দী - বারো ঘর এক উঠোন।
আশাপূর্ণা দেবী - প্রথম প্রতিশ্রুতি। সুবর্ণলতা।
মহাশ্বেতা দেবী - অরণ্যের অধিকার। চেট্টী মুণ্ডা ও তার তীর। হাজার চুরাশীর মা।
শ্যামল গঙ্গোপাধ্যায় - কুবেরের বিষয় আশয়। শাহজাদা দারাশুকো।
প্রফুল্ল রায় - কেয়াপাতার নৌকো।
অতীন বন্দ্যোপাধ্যায় - নীলকন্ঠ পাখির খোজে। অলৌকিক জলযান। ঈশ্বরের বাগান।
সুনীল গঙ্গোপাধ্যায় - আত্মপ্রকাশ। সেই সময়। প্রথম আলো। পূর্ব পশ্চিম।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় - ঘুণপোকা। পার্থিব। দূরবীন। মানব জমিন। যাও পাখি।
সৈয়দ মুস্তাফা সিরাজ - অলীক মানুষ।
সমরেশ মজুমদার - কালবেলা।
উদয়ন ঘোষ - অবনী বনাম শান্তনু। আসানশোলের লক্ষী। মুকুলেশের মা যা হইবেন।
অরূপরতন বসু - হলোগ্রাম।
দেবেশ রায় - তিস্তাপারের বৃত্তান্ত। বরিশালের যোগেন মণ্ডল।
বাণী বসু - মৈত্রেয় জাতক।
অভিজিত সেন - রহু চন্ডালের হাড়।
নবারুণ ভট্টাচার্য - হারবার্ট। যুদ্ধ পরিস্থিতি। কাঙাল মালসাট।
জয় গোস্বামী - যারা বৃষ্টিতে ভিজেছিল।
শাহজাদা ফিরদৌস - ব্যাস। শাইলকের বাণিজ্য বিস্তার।
------
সৈয়দ ওয়ালীউল্লাহ - লালসালু। কাদো নদী কাদো। চাদের অমাবস্যা।
আবু ইসহাক - সূর্য দীঘল বাড়ি.
হাসান আজিজুল হক - আগুনপাখি।
আখতারুজ্জামান ইলিয়াস - চিলেকোঠার সেপাই। খোয়াবনামা।
সেলিনা হোসেন - নীল ময়ূরের যৌবন।
৪২| ১০ ই মে, ২০১৫ রাত ১২:৫০
হাসান মাহমুদ তানভির বলেছেন: স্যার সৈয়দ মুজতবা আলি ও সত্যজিৎ রায়ের কোন বই নেই তালিকায়? ভাল লিস্ট।
৪৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: Excellent Post.
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১১ রাত ৮:৫৩
বাসার আখন্দ বলেছেন: দারুন। কিন্তু ডাউনলোড লিংক কোথায়?
পাওয়া যাবে কি?
পেলে যে কি হতো!