নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবিরের কাছে আমার কিছু প্রশ্ন !!

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

জামায়াত-শিবির আজ মাঠে নেমেছে আমাদের প্রানের ধর্ম ইসলাম রক্ষা করতে। তারা মনে করে জামাত-শিবির ছাড়া অন্য সব দল নাস্তিক মুরতাদ। বাংলার জমিনে তারাই একমাত্র মুসলিম। শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় তারা সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।

সব কিছুই ঠিক আছে মানলাম আপনারা জিহাদে নেমেছেন, আমার মত মূর্খের মাথায় এটা ঢুকছেনা আপনারা কোন শরিয়া আইন বাস্তবায়নের জন্য জিহাদ ঘোষণা করলেন? আর আপনারা জিহাদে নামলেনইবা কার বিরুদ্ধে? ইসলাম কি আপনারাই জানেন নাকি দেশে আরও আলেম-ওলামা আছে। আমরা ধর্ম প্রিয় বাঙালি। ধর্মের জন্য আমরা জীবন দিতে সদা প্রস্তুত। আপনারা আমাদেরকে বুঝান কেন আপনারা জিহাদে নামলেন। আপনারা কেনইবা মাদ্রাসার আলেমদের হত্যা করার নীল নকশা তৈরি করেন?

কেন আপানারা মসজিদের মত পবিত্র স্থানে ভাংচুর চালান? এটাকি ধর্মকে ভালবাসার বহিঃপ্রকাশ?

নাকি ধর্মকে পুঁজি করে আমাদের মত ধর্মজ্ঞান কমজানা লোকদের বোকা বানিয়ে আপনাদের হীন স্বার্থ হাছিল করতে চান?

ইসলাম মহা শান্তির ধর্ম। ইসলাম কোথাও বলেনি দাঙ্গা-হাঙ্গামা, আর মানুষের শান্তি বিনষ্ট করতে। আপনারা কি মহানবী (সঃ) এর করা মদিনা সনদ সম্পর্কে জানেননা?

জানেননা বিদায় হজ্বে নবীজী কি বলেছিলেন?

মানলাম আপনাদের দাবি যুক্তিযুক্ত, সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে আপনারাই একমাত্র ইসলামিক দল নন। আরও ইসলামিক দল আছে তাদের আপনাদের সাথে মাঠে নামান। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আপনাদের মত ইসলামিক দল নয়? নাকি তারাও নাস্তিক মুরতাদ? (বিচার আপনাদের উপর।) আপানারা তাদের নিয়ে মাঠে নামলেন না কেন? ধর্মের প্রতি আপনাদের এত মায়া, আপনারা তো ৫ বছর ক্ষমতায় ছিলেন ইসলামের কোন উল্লেখযোগ্য আইনটি আপনারা বাস্তবায়ন করেছেন? ৫ বছর কি দীর্ঘ সময় নয়? বাংলার জমিনকে আপনারা বদরের ময়দান ঘোষণা করেছেন, আপনাদের লক্ষ্য কি ইসলাম কায়েম করা নাকি বাস, ট্রাক, রেললাইন, নিরিহ পথচারী, পুলিশ?



মানুষের ভাল-মন্দ কাজের হিসাব একমাত্র আল্লাহ পাকের কাছেই রক্ষিত আছে। কেউতা জানেনা। একজন মুসলমানকেও আপনারা আজ অনায়েশে বলছেন কাফের, নাস্তিক, মুরতাদ, জাহান্নামি। আপনারা যে মানুষকে এই রকম সার্টিফিকেট দিচ্ছেন, আপনারা কি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? একজনকে না জেনেই কাফের, নাস্তিক, মুরতাদ, জাহান্নামি বলাটা কি শরিয়া আইনের পরিপন্থি নয়?



একজন মুসলমান বিনা কারনে কাউকে কষ্ট দিতে পারেনা, পারেনা তার সম্পদ নষ্ট করতে, পারেনা অকারনে কারও ক্ষতি করতে। কিন্তু মুসলমান নাম দিয়ে আজ আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সেগুলো করছেন। বিদায় হজ্বে মহানবী (সঃ) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা। যার যার ধর্ম সে সে পালন কর, অন্য ধর্মের উপর জুলুম করোনা। কিন্তু আপনারা খুব হাসিখুশি ভাবে মন্দির পোড়ান, গির্জা ভাঙেন। শুধু বিধর্মী নয় আপনাদের কাছ থেকে রেহাই পায়না ধর্মপ্রাণ মুসলমানরাও। চট্টগ্রামের সেই আলেম যাদের আপনারা হত্যা করতে চেয়েছেন তারাও কি নাস্তিক? আপনাদের বিপক্ষে যারা কথা বলে তারাই নাস্তিক। কেমন মুসলমান আপনারা?



কি অপরাধ করেছিল গাইবান্ধার শফিকুল ইসলামের আড়াই বছরের ছেলে মিলন আর ছয় বছরের শিশু কন্য সুমনা। কেন করলেন তাদের এতিম? শফিকুল ইসলামকে জঘন্যভাবে হত্যা করে আপনারা কোন ইসলাম কায়েম করেছেন? দুটি শিশু সন্তান কে এতিম করে আপনারা কি পাপ করেননি? (হৃদয় বিদারক ঘটনাটি জানতে এখানে ক্লিক করুন )



আপনারা যে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের ক্ষতি করছেন তা ইসলাম কতটুকু সমর্থন করে? ক্রমাগত মানুষের জান-মালের ক্ষতি করে চলছেন তা কি ইসলাম পরিপন্থি নয়?

আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি সত্যি ইসলাম রক্ষার্থে মাঠে নেমেছেন নাকি ইসলামের খোলসে আপনাদের হীন উদ্দেশ্য হাসিল করছেন? আপনাদের চলমান জিহাদের মূল উদ্দেশ্য একটু খুলে বলুন আমাদের। সঠিক ভাবে আমাদের বুঝান।

আপনাদের কাছে আমার ঈমানী দাবি, আপনারা কি কোন ব্যক্তি বা দলকে রক্ষায় জিহাদে নেমেছেন, নাকি ইসলাম রক্ষায় নেমেছেন আমাদের বুঝিয়ে বলুন। একজন মুসলিম হিসেবে ইসলাম রক্ষায় আমিও আপনাদের সাথে মাঠে নামব।



বাংলাদেশের মাটিতে ইসলামের পতাকা চিরকাল উড়ুক এই কামনা করি সবসময়।

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ++++++++++++

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

বোকামন বলেছেন: বাংলাদেশের মাটিতে ইসলামের পতাকা চিরকাল উড়ুক এই কামনা করি সবসময়

+++++++++++

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

ডাক্তার সাব বলেছেন: জামাত ধর্ম নিয়ে ব্যবসা করে, এটাই এদের পরিচয় ...

০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

অণুষ বলেছেন: আমারও তাই মনে হয়

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

শাকিল ১৭০৫ বলেছেন: ভালো বলেছেন

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে এর থেকে আর কত ভালো আশা করেন ??

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

অণুষ বলেছেন: তাদেরকে সুযোগ আমরাই দিচ্ছি। আমাদের সচেতন হওয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.