নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

যে যাই বলুক গোলাম আজমই খাঁটি দেশপ্রেমিক

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

১৯৭১ সালের বিভিন্ন সময়ে পাকিস্তানপ্রেমী গোলাম আজমের মুখনিসৃত অমর বাণী সমগ্র:



১) 'পাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের দুনিয়ায় বেঁচে থেকেলাভ নেই।'

-দৈনিক সংগ্রাম, ২৬ সেপ্টেম্বর ১৯৭১



২) 'বাংলাদেশ নামের কিছু হলে আমি আত্মহত্যা করবো।' (ন

মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল।

-ভোরের কাগজ, ১৯ মে ১৯৯৪)



৩) 'কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রাজাকারদের কাজ

করে যেতে হবে।'

-দৈনিক সংগ্রাম, ১৭ সেপ্টেম্বর ১৯৭১



৪) 'দুষ্কৃতিকারীদের ধ্বংস করার কাজে পূর্ব পাকিস্তানের জনগন

সশস্ত্র বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে।'

-দৈনিক সংগ্রাম, ১৭ আগস্ট ১৯৭১



৫) 'পূর্ব পাকিস্তানের প্রতিটি মুসলমান নিজ নিজ এলাকার দুষ্কৃতিকারীদেরতন্নতন্ন করে তালাশ করে নির্মূল করবে।'

-দৈনিক সংগ্রাম, ১২ আগস্ট ১৯৭১



৬) 'দুষ্কৃতিকারীদের মোকাবেলা করার উদ্দেশ্যে দেশের আদর্শএবং সংহতিতে বিশ্বাসী লোকদ

হাতে অস্ত্র সরবরাহ করার জন্য আবেদন করেছি।'

-দৈনিক সংগ্রাম, ২৯ আগস্ট ১৯৭১



৭) 'তথাকথিত বাংলাদেশের আন্দোলনের ভূয়া শ্লোগানে কান না দিয়ে পাকিস্তানকেনতুনভাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

অক্টোবর বায়তুল মোকাররমের সভায়।

-দৈনিক পাকিস্তান, ১৭ অক্টোবর ১৯৭১



৮) 'কোনো ভালো মুসলমানই তথাকথিত বাংলাদেশের আন্দোলনের সমর্থক হতে পারে না। রাজাকাররা খুব ভালো কাজ করছে।'

-দৈনিক সংগ্রাম, ২ অক্টোবর ১৯৭১



৯) 'বর্তমান মুহূর্তে আক্রমনাত্মক ভূমিকা গ্রহণ করাই হবে দেশের জন্য আত্মরক্ষার সর্বোত্তম

ব্যবস্থা।'

-(দৈনিক সংগ্রাম, ২৪ নভেম্বর ১৯৭১



১০) 'পূর্ব পাকিস্তানের জামাতে ইসলামের কর্মীরা বেশিরভাগ রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদেরসাথে যুদ্ধ করছে এবংপ্রান দিচ্ছে। এখানে জামাতের অবদানই

বেশি। সুতরাং পূর্ব পাকিস্তান থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হলে জামায়াত থেকেই হতে হবে।' (বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস, চতুর্থ খন্ড,মুক্তিযুদ্ধ পর্ব।)



'১৯৭৩ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত গোলাম আজম সব মিলিয়ে ৭ বার সৌদি বাদশার সাথে দেখা করেন। প্রতিটি বৈঠকেই তিনি সৌদি বাদশাকে বাংলাদেশকেস্বিকৃতি ও কোন প্রকার আর্থিক এবং বৈষয়িক সাহায্য সহযোগিতা না করার জন্য মুসলিম দেশগুলোকে প্ররোচিত করারআপ্রান

চেষ্টা করেন।' (ভোরের কাগজ, ১১ মার্চ ১৯৯২)





Last edited at: 12:50pm

খবর গুলি একটু পরুন:

১) ঘৃণার জুতার মুখে গোলাম আযম

২) "বাংলাদেশের বিরুদ্ধেও তৎপর গোলাম আযম"

৩)"বক্তব্য-বিবৃতিতে ‘যুদ্ধাপরাধের’ ছক"

৪) "পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ফেরেন গোলাম আযম"



এরপরও গোলাম আজম দেশপ্রেমী?

অবাক লাগে যখন তাদের গাড়িতে উড়ে লক্ষ প্রান দিয়ে কেনা এ দেশেরই পতাকা !!

আর জাহানারা মা'কে চলে যেতে হয় বুকের ভেতর দেশদ্রোহীতার মিথ্যা মামলার কষ্ট নিয়ে !

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

শাহীন ভূইঁয়া বলেছেন: এগলো জানা দরকার ছিল নতুন প্রজন্মদের .........................ভালো সংগ্রহ ধন্যবাদ এগিয়ে যান

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

এন ইউ এমিল বলেছেন: ভাই এগুলো পোষ্ট করে লাভ নাই কারণ লজ্জা বলতে আর কোন কিছুই অবশিষ্ট নাই

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

কলাবাগান১ বলেছেন: "এরপরও গোলাম আজম দেশপ্রেমী?
অবাক লাগে যখন তাদের গাড়িতে উড়ে লক্ষ প্রান দিয়ে কেনা এ দেশেরই পতাকা !!
আর জাহানার মা'কে চলে যেতে হয় বুকের ভেতর দেশদ্রোহীতার মিথ্যা মামলার কষ্ট নিয়ে !"

৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

সোনালী কিরণ বলেছেন: কিছুটা ভাল কিছুটা মন্ধ তবে সব মিলিয়ে ভালর দিকটাই বেশি। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক।

৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

উড়োজাহাজ বলেছেন: তার দিক থেকে বলতে হয় তাহলে সে আসলেই দেশপ্রেমী। তবে বাংলাদেশপ্রেমী নয়, পাকিস্তানপ্রেমী।
কিন্তু সে তার নিজের কথায়্ও নেই। কারণ,"পাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের দুনিয়ায় বেঁচে থেকেলাভ নেই" কথার পর বাংলাদেশে ফিরে আসা, নাগরিকত্বের জন্য মামলা করা পরাজিত মানসিকতার বহিপ্রকাশ বলেই মনে হয়। বিধর্মী হিটলার এর চাইতে ভাল কাজ করেছে। গো. আজমের উচিত ছিল হিটলারের মত আত্ম হত্যা করা-ই। কারণ অপমানের চেয়ে আত্মহত্যা করা শ্রেয়।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

অণুষ বলেছেন: ভাই মানীলোকের মান আল্লাহই রাখে জুতা দিয়া পিটাইলেও যায়না।
:P :P /:)

৬| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

হোদল রাজা বলেছেন: ভাই মানীলোকের মান আল্লাহই রাখে জুতা দিয়া পিটাইলেও যায়না !!

৭| ১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অণুষ বলেছেন:

৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

রাখালছেলে বলেছেন: ধর্মে আত্মহত্যা মহাপাপ বলা হয়েছে । তার তো পাপের শেষ নাই তাই নতুন করে পাপ বাড়ানো ভয়ে হয় তো আত্মহত্যা করতে....

এরমতো খুনিকে সরকার কি করে জেল দেয় ঠিক বুঝলাম না । তার তো জনগনের সামনে ফাসি দেয়া উচিত ছিল যাতে এই রকম ভুল আর কেউ না করে । হায়রে সরকার কেউ মাফ করে আর কেউ তোয়ায করে ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

মাগুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই :)

অধ্যাপক সাহেবের অনেক মূল্যবান অমৃতবাণী জানতে পারলাম! গিয়ান লাভ হলো ;)

অ. ট. পেপার কাটিং এর ছবি গুলো কি আছে আপনার কাছে? থাকলে ফেইসবুকে জানায়েন ;)

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

অণুষ বলেছেন: স্ক্রিনশট ছিল ডিলিট হয়ে গেছে। যোগাড় করতে পারলে জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.