| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম রহমান টিয়া
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ

আমি চেয়ে রয় তোমার পানে
যদি চাও তুমি,
আকাশ ও চাইবে তারাকে
যদি তুমি ফিরে চাও,
পৃথিবীটা অন্য রকম হয়ে যায় ।
রয়েছ তুমি দূরে তবুও মনে হয় এই তুমি কত কাছে;
হাত বাড়িয়ে দাও ছুয়ে দেই তোমায় ।
তোমার আমার মিলনে হাসবে এ ভুবন ,
বইবে চারিদিকে ভালবাসার পবন ।
০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩
এম এম রহমান টিয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ভালবাসার কবিতা।