নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়ব মৌলবাদ , জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত দেশ

এম এম রহমান টিয়া

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ

এম এম রহমান টিয়া › বিস্তারিত পোস্টঃ

মাদ্রসা শিহ্মা এবং বাংলাদেশ

০৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৫

বাংলাদেশ তথা উপমহাদেশের একটি ধর্মীয় শিহ্মা ব্যবস্থা এই মাদ্রাসা শিহ্মা ব্যবস্থা । সাধারণত মুসলমানরা উক্ত শিহ্মা ব্যবস্থাটি পরিচালনা করে থাকেন । আমাদের বাংলাদেশেও উক্ত শিহ্মা ব্যবস্থাটি পুরাতন এবং জনপ্রিয় । এ মাদ্রাসা থেকে পাশ করা হুজুররাই আমাদের জন্মের পরে কানে আযান দেয়া থেকে শুরু করে কবরে নামানো পর্যন্ত আমাদের সাথে থাকে ।


কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে মাদ্রাসায় যারা পড়ে তারা তারা জঙ্গি এবং দেশদ্রোহী ।

উক্ত কথাটির সাথে আমি মোটেও একমত হতে পারছি না। গুটিকয়েক বিপদ্গামী ছাত্রদের জন্য পুরো শিহ্মাব্যবস্থা কোনমতেই গালি শুনতে পারে না ।
ব্যাক্তিগত জীবনে আমি কয়েকজন মাদ্রাতে পড়া বন্ধু পেয়েছি । তাদের থেকে শোনা বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসা গুলোতে নিম্নলিখিত সমস্যা গুলি প্রকট ঃ

১়আধুনিক শিহ্মার অভাব ।
২়মানষিক বিকাশে বা সাইকোলজি শিহ্মা নেই শিহ্মকদের ।
৩়শিহ্মকরা বন্ধুভাবাপন্ন নন ।
৪়মান্ধাতার আমলের ভাবনা, "বেত ব্যবহারই সব"
৫়অল্পতেই ছাত্রদের উপর অমানুষিক নির্যাতন
৬়শিহ্মকদের উন্নত প্রশিহ্মনের অভাব ।

আমি ব্যক্তিগতভাবে মনে করি ,উক্ত সমস্যাগুলির কারনেই কিছু মাদ্রাসা ছাত্র বিপদ্গামী হচ্ছে এবং তার জন্য মাদ্রাসা শিহ্মা ব্যবস্থা কলুষিত হচ্ছে ।
তাই সরকার এবং মাদ্রাসাবোর্ড কে উক্ত সমস্যাগুলি নিরসনে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.