| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম রহমান টিয়া
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ
প্রজ্ঞা ও প্রেম
"একদিন গৌতম বুদ্ধ গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক যুবক চরম বদমেজাজ নিয়ে তার কাছে এসে বলল, তোমার কোন অধিকার নেই অন্যকে শিক্ষা দেবার। তুমি আর পাঁচজন মানুষের মতোই বোকা ও নাদান। বুদ্ধ এতে মোটেই ক্ষিপ্ত হলেন না। উপোরোন্তু যুবককে জিজ্ঞেস করলেন, তুমি যদি কারো জন্য একটি উপহার সামগ্রি ক্রয় করো এবং সে যদি তা গ্রহণ না করে তাহলে সেই উপহার কার প্রাপ্য হবে?
যুবকটি কিছুটা বিস্মিত হল এই প্রশ্নে। বলল, অবশ্যই উপহার সামগ্রি আমার হবে। কারণ আমিই তা কিনছি।
বুদ্ধ হেসে বললেন, একদম ঠিক বলেছো। এটি ঠিক তোমার রাগের মতো। যদি তুমি আমার ওপর রাগ করো, তাতে যদি আমার কোন প্রতিক্রিয়াই না হয় তাহলে তো সেই রাগ তোমার কাছেই ফিরে যায়। তখন তুমিই অসুখি হয়ে ওঠো। তুমি যা করো, তা তোমাকেই আহত করতে থাকে।
তুমি যদি নিজেকে নিজের হাতে আহত হওয়া থেকে রক্ষা করতে চাও, তাহলে আবশ্যই তোমাকে নিজের রাগ থেকে পরিত্রাণ পেতে হবে ভালোবাসার মাধ্যমে। তুমি যখন কাউকে ঘৃণা করবে, তখন তুমিই অসুখি হবে। কিন্তু যখন তুমি অন্যকে ভালোবাসবে, তখন সবাই সুখী হবে।
যুবকটি তখন নিজের অবস্থান খুঁজে পেল। বলল, হে আলোকিত মানব, আমাকে দয়া করে ভালোবাসার পথটি চিনিয়ে দিন…..।"
©somewhere in net ltd.