| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম রহমান টিয়া
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ
কারোর কথা মাথায় নিয়ে মেজাজখারাপ হচ্ছে? কারোর কাজে বিরক্ত হচ্ছেন? আপনি যা করছেন, কিংবা করছেন না, সেসব নিয়ে অহেতুক কথা বলে আর ছড়িয়ে কেউ আপনার মেজাজ আর মন, দুটোই খারাপ করে দিচ্ছে? নিজের কাজগুলি ঠিকভাবে গুছিয়ে করতে পারছেন না? মাথার সবকটা চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে? একটু থামুন! আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি আসলে কার কথা কেয়ার করবেন? আমার তো মনে হয়, শুধু এদেরটা করলেই হয়: এক। যারা আপনাকে নিয়ে বলার যোগ্যতা রাখে, মানে, আপনার সমকক্ষ কিংবা আপনার চাইতে বেটার। দুই। যাদের না-থাকায় আপনার কিছু এসে যায়। তিন। যারা আপনার ভাল চায়। ............. আপনাকে নিয়ে যারা বাজে কথা বলে, তারা আপনার ভাল চায় না। আমি দেখেছি, যারা না থাকলে জীবনটা এতো সুন্দর হতো না, তারা আমার জন্য ভালকিছু ভাবা আর করার কাজে এতোটাই ব্যস্ত যে, আমাকে নিয়ে বাজেকিছু ভাবার, বলার কিংবা করার সময়ই তারা কখনোই পায়নি। আপনাকে বুঝতে হবে, কে আপনাকে পরোয়া করে, কে করে না; আর যারা করে, তাদের মধ্যে কজন আপনার ভাল চায়। বিধাতা এমন কাউকেই এ পৃথিবীতে পাঠাননি, যে আপনাকে পরোয়া করে না, অথচ আপনার জন্য অপরিহার্য। বস্তুত, পৃথিবীতে আপনি নিজে ছাড়া আর কেউই আপনার জন্য অপরিহার্য নয়। আপনার ভাল একজন বন্ধু, ওকে ভরসা করে আপনি একটা কথা বললেন। দেখা গেল, পরবর্তীতে সে কথা নিয়েই ও আপনাকে বিভিন্ন জায়গায় হেয় করছে। অমন বন্ধু আপনাকে পরোয়া করে ঠিকই, কিন্তু আপনার ভাল চায় না। আপনার ভাল চায় যারা, তাদেরকে সময় দেয়ার অভ্যেস করেই দেখুন না! দেখবেন, বাজে লোকদের সময় দেয়ার মতো সময়ই থাকবে না। জীবনটা ছোট তো! সময় ভীষণ কম! যে কটা দিন বাঁচব, একটু ভালোভাবেই নাহয় বাঁচি! বাজে লোকের সাথে ভালোভাবে বাঁচা সম্ভব নয়। যে লোক অন্যকে হেয় করে, অসম্মান করে, সে আবার ভাল হয় কীকরে? ফালতু বাজে লোকের সঙ্গ ক্ষণিকের সুখ দিলেও জীবনটাকে অর্থহীন করে দেয়ার জন্য যথেষ্ট। আমি এ জীবনে কখনোই কোনো বাজে লোককে বড় হতে দেখিনি। বাজে লোকমাত্রই ছোটলোক। একজন বড় মানুষের পায়ের কনিষ্ঠার নখের কণার যোগ্যতাও একটা ছোটলোকের নেই। বাজে লোকরা সুন্দর করে ভাবতে জানে না, সুন্দর কাজ করার কোনো সামর্থ্যই নেই ওদের। জীবনে নিচে নামতে চাইলে নিচু লোকদের সাথে মিশুন, উপরে উঠতে চাইলে ওদের সঙ্গ এড়িয়ে চলুন। জীবনটাকে কীভাবে কাটাতে চান, সে পছন্দ সম্পূর্ণই আপনার!
(জীবনের আরও কিছু পাঠ থেকে নেয়া)
©somewhere in net ltd.