| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম রহমান টিয়া
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ
~মা তুমি কোথায় ?
~কি হল বাবা ? এই তো হেথায়
~ডেকেছি, ভয় পেয়েছি বলে ৷
~আমার বোকা ছেলে !!!
~মা আকাশ কেন ডাকে ?
~যখন অহংকার ভর করে থাকে ৷
মানুষ যেমন অহংকারে হয় লাল
দিগ্বিদীক ছুটতে গিয়ে বোঝে না
কোনটি খারাপ কোনটি ভালো ৷
তেমনি মেঘ হয় কালো ৷
হিংস্র গর্জনে তোলপাড় করে
নিজেকে বড় ভেবে, যায় ঝরে ৷
ক্ষণিকের প্রাপ্তিতে ভাবে---
পুরো আকাশ যেন তার ৷
করে কিছুক্ষণ---
মিথ্যে আস্ফালন,
তর্জন গর্জন, ঐ টুকুই সার ৷
~মা, আর হবে কতক্ষণ---
কালো মেঘের ঐ গর্জন ??
~যতক্ষণ না ফুরায় মেঘের অং ৷
তবে তা ক্ষণিক,
আকাশেই মিলায় সেই কালো রং ৷
~কালো মেঘকে কেউ ভালবাসেনা
~অহংকারীকে দেখে কেউ হাসে না ৷
যখন আকাশ আবার করে---
শুভ্র বর্ণ ধারণ,
সেটাই তো হয়
সবার হাসির কারণ ৷
বাবা, যত বড়ই হস না কেন
মনে তোর অহং আসেনা যেন ৷
কালে কালে শক্ত লোহাও
সামান্য জল-মরিচায় যায় ক্ষয়ে
কিন্তু বিনয়ী উদার মানুষ
যুগ যুগ যান রয়ে ৷
@T #যুবরাজ_পাল_রাজু,,,,,,,,,
২০ শে এপ্রিল, ২০১৭ ইং
বৃহস্পতিবার 
©somewhere in net ltd.