নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়ব মৌলবাদ , জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত দেশ

এম এম রহমান টিয়া

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ

এম এম রহমান টিয়া › বিস্তারিত পোস্টঃ

সাধারণ এবং অতি সাধারন - ইকবাল খন্দকার

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১০

আমার প্রিয় শিল্পী তাঁরা, যাঁরা সাধারণ শ্রোতার মন জয় করতে পেরেছেন। যেমন মমতাজ, আসিফ, মনির খান প্রমুখ। আমার প্রিয় নায়ক তাঁরা, যাঁরা সাধারণ দর্শকের মন জয় করতে পেরেছেন। যেমন মান্না, শাকিব খান প্রমুখ। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, এইসব সাধারণ দর্শক-শ্রোতাই দেশীয় সংস্কৃতির সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আপনি অতি-বুজুর্গ। তাই ‘মান্না-শাকিব খানের অভিনয় হয় না’-এই জাতীয় মন্তব্য করে বাংলা সিনেমা বাদ দিয়ে হিন্দি আর ইংলিশ সিনেমা দেখতে বসেন। সাধারণ দর্শক-শ্রোতা কিন্তু তা করে না। শাকিবের সিনেমা ভালো হলে প্রশংসা করে, খারাপ হলে ‘টাকাটা-ই জলে গেল’ মন্তব্য করে পরবর্তী সিনেমার অপেক্ষায় থাকে। মমতাজ, আসিফ, মনির খানের শ্রোতারা ক্যাসেট কিনে গান শোনে। তাহসান আর মিনারের শ্রোতাদের মতো ডাউনলোডের তালে থেকে অডিও ইন্ডাস্ট্রির বারোটা বাজায় না। লেখক প্রসঙ্গে আসি এবার। যে লেখকের বই বেশি বিক্রি হয়, অতি-বুজুর্গরা এই লেখককে ‘বাজারি’ লেখক বলে কটাক্ষ করেন। আর যার বই আত্মীয়-স্বজনরা মিলে কিনেও শ দুয়েক শেষ করতে পারে না, তারা হচ্ছেন উঁচু প্রজাতির লেখক। আমি বরাবরই উঁচু প্রজাতির লেখক থেকে দূরে থাকার চেষ্টা করেছি। কারণ, আমার মনে হয়েছে যেসব লেখক সাধারণ পাঠকের জন্য লিখতে পারেন না, তারা ব্যর্থ। তাদের মধ্যে যারা বড় গলায় বলেন ‘আমি সাধারণ পাঠকের জন্য লিখি না’, তাদের মনে হয়েছে অহঙ্কারী। কারণ, তারা সমাজের নিচু স্তরের মানুষকে অবহেলা করছেন। ফাইনাল কথাটা এবার বলে ফেলি? যারা সাধারণ মানুষের রুচি বোঝেন, সাধারণ মানুষের জন্য লিখতে পারেন, অতি-বুজুর্গরা তাদের নিয়ে নাক সিটকালেও শেষ পর্যন্ত তাঁরা যে স্বীকৃতি পান, সম্মানিত হন, এর জ্বলন্ত উদাহরণ লেখক কাসেম বিন আবুবকর। অভিনন্দন হে গণমানুষের লেখক। ভালো থাকুন আপনি। আবার নিয়মিত প্রকাশিত হোক আপনার বই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.