নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়ব মৌলবাদ , জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত দেশ

এম এম রহমান টিয়া

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ

এম এম রহমান টিয়া › বিস্তারিত পোস্টঃ

( অনির্ণেয় অর্বাচীন)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৮

বলতে পারি নি তোকে


ভালো অাছিস?
বলতে পারি নি তোকে সেদিন
কন্ঠদ্বার রুদ্ধ হয়ে এসেছিল যে..
বলতে পারি নি
শুনেছিস কি বুকের পাজর ভাঙ্গার শব্দ?
যা আমি নিত্যদিন শুনি....

জোয়ার দেখেছিস কভু?
আর ভাটা?
চাঁদের আর্কষনে যা হয়..
আমি তো দেখি রোজ-ই,

আমার চন্দ্র ছিলে তুমি
আর
সমুদ্রের জল ছিলেম আমি।
তোমার আগমনের সুর আমার রক্ততন্ত্রীতে
যেমন তুলেছিল জোয়ার
ঠিক তেমনি,
তোমার চলে যাওয়ার সেই করুণ রাগীণি
এনেছে ভাটা।
জেগেছে অনেক চর
হয়ে গেছি মরা গাঙের মতো
এখানে সেখানে আজ অনেক ক্ষত..।

দেখেছিস কি কভু তুই কাল বৈশাখী ঝড়?
প্রচন্ড বেগে এসে একমুহূর্তেই
লন্ডভন্ড করে দিয়ে যায়
ছবির মতো গ্রামখানি।
তার-ই নিচে চাপা পড়ে যাওয়া
মানুষেরই আর্তনাদ
কভু শুনেছ কি..?
আমি তো প্রতিরাতেই শুনি
তোমার সেই শীতল কথার নিচে
চাপা পড়ে যাওয়া
আমার অব্যাক্ত কথামালার আর্তনাদ...
তবু বলতে পারি নি তোকে
সেই অপরাধের বোঝা
কতটুকুই বা ছিল আমার
আর
কতটুকু তোমার....?



( অনির্ণেয় অর্বাচীন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.