নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়ব মৌলবাদ , জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত দেশ

এম এম রহমান টিয়া

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ

এম এম রহমান টিয়া › বিস্তারিত পোস্টঃ

জানালার এপারে

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬

#জানালার_এপারে
***
বয়স আমার পনের কি ষোল
নিশ্চিত নই, মনে হল।
বাবা আমার ধনী জমিদার
কোনো অভাব রাখেন নি আমার।
তবু আমি জমিদার বাড়িতেই যেন বন্দি
ঘরের কোণের সাথেই আমার সন্ধি।।

আমি মেয়ে হয়ে জন্মেছি বলে-
ঠাকুমা আমার মুখ বাঁকালে ???
আদর সোহাগ সব যেন ভাইয়েরই জন্য
বাড়ি ভর্তি লোক, তবু আমি নগণ্য।
অপরাধ একটাই আমি মেয়ে
কেন মা-ঠাকুমা, তোমরাও তো মেয়ে ???

জানালাটা কখনো খুলিনি
কি আছে ওপারে, আজো দেখিনি।
ভেজা কাপড়ও আয়া ছাদে দেয় মেলে
কত সুখী আমি, দেখিনি আকাশও চোখ মেলে !!!
তাকে বলি তুই সুখী আমার চেয়ে
ঘুরতে পারিস চারপাশ পাখি হয়ে।।

জানালার ওপারটা, ছাদের উপরটা জানিনা কেমন
কল্পনায় ভর করেই শুধু করি ভ্রমণ।
বনের পাখি, নদীর স্রোত, মুক্ত বিহঙ্গ,
আমায় ডাকে সবে, আমি যে নি:সঙ্গ।
জানালার এপার থেকে যেতে চাই ওপারে
বিশ্বটাকে দেখতে চাই মুঠোয় পুরে ।।
@T #যুবরাজ_পাল_রাজু
২৯শে এপ্রিল, ২০১৭ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.