নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়ব মৌলবাদ , জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত দেশ

এম এম রহমান টিয়া

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ

এম এম রহমান টিয়া › বিস্তারিত পোস্টঃ

ধর্ষক- মূহুর্তের কালসাপ\'\'

১৫ ই মে, ২০১৭ রাত ৯:০৫

''ধর্ষক- মূহুর্তের কালসাপ''
........................../ শা.হা. রুমী
আহ! হরণ করিবার সুখ- লিঙ্গ টাটায়;
বুকে-মুখে-অঙ্গ জুড়ে, বিষাক্ত জিব চাটায়।
কি'বা নারী, আর কি'বা ছুড়ি- কি'বা মানবতা-
ধর্ষণ হয়ে যায়- জঘন্য সব বর্বরতা।
বার বছরের কন্যাটা- ধর্ষণের শিকার
অসহায় পিতা থানায়; চাইছে সুবিচার।
বেরসিক পুলিশেরা, বড় বেশী জানোয়ার-
টাকা ছাড়া নড়ে না 'পা' স্বার্থপর কুলাঙ্গার!
বৃদ্ধ পিতা অসহায় চোখে- আকাশে তাকায়
পুলিশ' তবে কাদের জন্য? স্রষ্টাকে সুধায়!
হায়রে পুলিশ! হইলি ফুলিস- বেনিয়ান;
প্রতিবাদে; কন্যা সমেত, দিল আপন প্রাণ!
বিচার পায়না- এমন, কত যে ফরিয়াদি,
গরীব মরছে আস্ফালনে- সর্বদা বিবাদী।
এমন কত ধর্ষিত হয়, দেহ-মনুষ্যত্ব;
সভ্য লোকের মাঝেই এমন- নমুনা কৃত্য।
ধর্ষিত হয়, দুই তরুণী- বন্ধুত্বের ফাঁদে
উচ্চবিত্তের বখে যাওয়া, কিছু কাল সাপে-
পালাক্রমে খেয়ে নেয় মধু-রস, জোড় করে;
এখানেও পুলিশ নির্বাক, ভাবে না গভীরে।
থানায় গেলে মুখ বাঁকায়- পুলিশ মামায়
উল্টা-পাল্টা প্রশ্ন হানে, ধর্ষিতার অন্তরায়।
বিচার চেয়ে ধরে শেষে, সাংবাদিকের পায়
লোকে জানতে পারে তাই- পত্রিকার দয়ায়।
আপন মিয়ার কথা শুনে, মনে জাগে লাজ;
ধর্ষণ করা; ব্যাপার নাকি! এমন কি- কাজ!
এত দম্ভ! কোত্থেকে পায়, এত কি অহংকার!
বিত্তবান হলে বুঝি করে, সমাজ ছারখার?
বিত্ত আছে বলে ভাবে, আইন নিজ গোলাম;
পুলিশ-উকিল কোর্ট-কাচারি, ভব নিষ্কাম।
আইনের শাসন; গরীবের তরে- সর্বদা!

অন্যায়কারী তাই- দম্ভ ভরে, নিচ্ছে সুবিধা।
.............................
© Copyright সংরক্ষিত ®
প্রথম প্রাকাশ : ১৫-০৫-২০১৭, উত্তরা, ঢাকা
বেনিয়ানঃ (প্রধানত ভারতের ইউরোপীয়) ব্যবসায় প্রতিষ্ঠানের দালাল , যে মূল্য আদান প্রদানের জন্য প্রতিষ্ঠানের কাছে দায়ী থাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.