নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়ব মৌলবাদ , জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত দেশ

এম এম রহমান টিয়া

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ

এম এম রহমান টিয়া › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিতার আর্তচিৎকার

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৫



কি দোষ আমার
দেহ পল্লবের এই
সুডৌল গঠণ কি সব তবে...?
মন বলে কি তবে
কিছু নেই নাকি আমার..?
কেন বাহিরের দ্বার
অবরুদ্ধ আমার ?
কেন নয় অবমুক্ত ?
কেন এই আকাশ আমার আজ
দূর্যোগের ঘনঘটায় ভরা ?
কেন সাদা মেঘেরা আজ
আধাঁরের পথে দিশেহারা ?

এই আকাশ তো চাই নি আমি
চাই নি এই আধাঁর
চাই নি তোমাদের এই
রচে দেওয়া এই কারা...
চেয়েছি এক নীল আকাশ
চাই নি এই কালো দীর্ঘশ্বাস..

কোন এক ভোরে পথ চলতে গিয়ে
কোন এক লিলাপ্সুর চোখে
পড়িলাম ধরা,
শত অনুনয়, বিনয় আর চোখের জলের দামে
চাহিলাম ক্ষমা, তবুও
ছাড়িল না সে
নিয়ে গেল আমায় আধাঁর যমালয়ে,
শত পীড়নে, তার হাসি
আর আমার অশ্রুর বাঁধ ভাঙ্গে।
পীড়নের তরে মনে হয় আমার
এই বুঝি মরে যাই
প্রাণবায়ু বুঝি এইবার হারাই।

পীড়নের শেষে চলে গেল সে
ফেলে গেল আমায়
রক্তাক্ত বেশে,
সূচিশুভ্র পৃথিবী আমার
ঢেকে গেল কালো আধাঁরে একনিমিষে...
তবুও এই সমাজের চোখে
আমি ধর্ষিত নারী
আমি অপরাধী
সে নয় তো.......!

কি ছিল আমার অপরাধ
কেউ একটু বলবে কি?
কেন আমার পৃথিবী আজ
আধাঁর কালোয় ঢাকা
কেন সবার মাঝে থেকেও
আজ আমি বড্ড বেশী একা...??

( অনির্ণেয় অর্বাচীন)

১৬মে২০১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.