| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম রহমান টিয়া
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ
তুমি থাকো বেইলী রোড
আমি থাকি বাড্ডা
পাই না খুঁজে তোমায় আমি
হয় না কথা,আড্ডা
তুমি থাকো পল্টন
আমি থাকি বনানী
তোমায় কত বাসি ভালো
তা কখনও জানো নি
তুমি থাকো উত্তরা
আমি থাকি ধানমন্ডি
আশা আমার পার হবো
তোমার মনের গন্ডি
তুমি থাকো নিকুঞ্জ
আমি থাকি মতিঝিল
স্বপ্ন দেখি হয়তো হবে
তোমার আমার মনের মিল
তুমি থাকো মগবাজার
আমি যাত্রাবাড়ি
তোমার সাথে ভাব চাই
চাই না কোনো আড়ি
--নগরপ্রেম 
©somewhere in net ltd.