![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টি টুয়েন্টি বিশ্বকাপে আমার মত অনেকেই টিকেট পাননি। তাই যারা টি টুয়েন্টি স্টেডিয়ামে বসে দেখতে চান কিন্তু টিকেট কাটতে পারেন নি তাদের জন্য কিছু টিপস-
১. বিশাল বড় দুটি বাঁশ নিজের পায়ের সাথে বাঁধুন এরপর স্টেডিয়ামের পাশে কাউকে বলুন বাঁশ দুটি পুতে দিতে; ব্যস খেলা দেখতে থাকুন।
২. কয়েকজন মিলে একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে খেলা দেখতে পারেন।
৩. পুলিশের ড্রেস বানিয়ে নিজে পুলিশ হয়ে ঢুকে পড়ুন।
৪. আপনার বয়ফ্রেন্ডকে টিকেট যোগাড় করতে বলুন।
৫. খবর ছড়ান চিড়িয়াখানা থেকে বাঘ পালিয়েছে। দেখবেন স্টেডিয়ামে আপনি ছাড়া আর কেউ নেই।
৬. একটা স্টেডিয়াম ভাড়া করে বিশাল টিভি স্কিনে খেলা দেখুন আর ভাবুন স্টেডিয়ামে আছেন।
৭. স্টেডিয়ামে ঝাল মুড়ির ব্যবসা খুলতে পারেন।
৮. সাংবাদিক কার্ড করতে পারেন।
উপরের কোনটাই যদি না পারেন তবে স্টেডিয়ামে ব্ল্যাক টিকেট কিনে খেলা দেখুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯
হেডস্যার বলেছেন: ৪. আপনার বয়ফ্রেন্ডকে টিকেট যোগাড় করতে বলুন।