নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহদী নূর

মাহদী নূর › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি মুক্ত কোন গর্বের কথা নয়

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫

কথায় আছে ছাত্র জীবন মধুর জীবন। মধুর না হোক স্কুল ও কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র হওয়াটা সত্যই গর্বের।

এই সময়েই ভবিষ্যৎ কর্মজীবনের শিক্ষা দেয়া হয়। এজন্য শিক্ষকরাও পাঠ্য পুস্তকের বাহিরে নানা বিষয়ে জ্ঞান দান করেন। কিন্তু বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করতে দেয়া হয়না। প্রসপেক্টাসে সুন্দর হরফে লেখা থাকে, রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গর্ব করার কিছু নেই। আজকে রাজনীতির এই করুন হালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও দায়ী।



ছোট বেলায় কাজী নজরুল ইসলামের কবিতায় পড়েছি "আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে"। দেশকে এগিয়ে নিয়ে যায় মেধাবী রাজনীতিবিদরাই। ৫২ এর ভাষা আন্দোলন কিংবা ৭১ এরমুক্তিযুদ্ধ কারা করেছে? ওই ছাত্ররা। রাজনৈতিক আদর্শ ছিল বলে তারা সেদিন আন্দোলন করতে পেরেছে। তাহলে আজ কেন রুদ্ধ করে দেয়া হচ্ছে ছাত্র রাজনীতির পথ।



আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি আছে ঠিকই কিন্তু তা কোন আদর্শিক রাজনীতি নয়। কিছু ছাত্ররা এই রাজনীতিটা খুব সুচারুভাবে করতে পারে। ভাল ফলাফলের প্রত্যাশায় বিভিন্নভাবে তারা তা করে।



বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আদর্শিক রাজনীতি শুরু হোক এই প্রত্যাশা রইল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:২০

শিশির খান ১৪ বলেছেন: বাংলাদেশে অভদ্র, অসভ্য ,মাস্তান ,চোর , রাজনীতি করে কোনো ভদ্র ঘরের ছেলে রাজনীতি করে না। রাজনীতি করতে হইলে ওই ঘুরা ফিরা ২বা ৩ টা দল আছে ঐ সব দল করার চে, না করা অনেক ভালো। বাংলাদেশে এমপির ছেলে এমপি হয় মন্ত্রীর ছেলে মন্ত্রী হয় ছাত্র রাজনীতি কইরা এমপি হয় এরকম উদাহরণ খুব কম আছে

২| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪

নতুন বলেছেন: ।াআমরা যদি রাজনিতি না করি মা কেমনে পয়সা পাবো...

এইটা এখনকার রাজনিতির কবিতা...

আপনি মনে হয় বতমানের কলেজের রাজনিতির রুপ নাদেখেই লিখেছেন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.