নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহদী নূর

মাহদী নূর › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা - মাহবুবুন নূর মেহেদী

১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০



একদা নীল আকাশে, এক ঝাঁক সাদা বক উড়িতে
দেখিয়া বলিল শিষ্য, “উহারা উড়িতেছে কত স্বাধীনভাবে”?
এমন সময় একখানা বকপক্ষি; কাহারো গুলির আঘাতে
গোৎ খাইতে খাইতে, লুটাইয়া পড়িল ভুমিতে।
শিষ্য বলিল, “কে রে সেই হতভাগা
পাখিটিকে পারিল নির্মমভাবে খুন করিতে।
চাহিয়া রহিলাম শিষ্যের দিকে
শিষ্য দৌড়ে গিয়া, ফিরিয়া আসিল বকটিকে
সঙ্গে লইয়া; বলিল, বহুদিন ধরিয়া ভোজনে
মাংস চর্বণ করিবার কথা মনে হইতেছেনা স্মরণে।
বলিলাম, “বৎস! আসোতো আগিয়া এদিকে।
তুমি স্বাধীনতা নিয়া কি যেন বলিলে”।
বলিল শিষ্য, “গুরু! বলিলাম, বকগুলো উড়িতেছিল কত স্বাধীনভাবে?
বলিলাম, “তবে কেন তুমি খেতে চাচ্ছ ঐ বক ছানাকে?”
বলিল সে, “গুরু পাইলাম ইহাকে পড়িয়া থাকিতে।
আমি না নিলে নিত হয়ত! কুকুরে বিড়ালে।”
ভাবিলাম, “কি দরকার আর খামোখা কথা বাড়িয়ে
যে বুঝিবে লাভ হবে তাকে বুঝিয়ে।”
হায় সবাই চায় দেখিতে স্বাধীনতাকে আকাশে উড়িতে
কিন্তু সুযোগ পেলে ছাড়েনা অন্যের স্বাধীনতা হরণ করিতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দল গল্প ।

বিজয়ের উষ্ণ শুভেচ্ছা......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.