নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

হ্যান্ডগ্লাভস

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫৫



রাফসান, অামাদের মনে হয় এভাবে কাজটা করা কি ঠিক হচ্ছে না, শিলা আন্টিকে জানানো উচিত।

শিলা আমার মায়ের নাম,আর রিটু আম্মুর চেম্বারের এসিস্টেন্ট,আম্মুর সাথেই থাকে।
রিটুর মুখ থেকে কথাটি শুনে থমকে দাড়ালাম।
ঠোটে কামড় দিয়ে মাটিতে অনিশ্চিত ভাবে পা ঠুকলাম কিছুক্ষন,তারপর উত্তর দিলাম - তুমি কি মনে করো বেপারটা কেও মেনে নিবে?

খুব সকালে, সূর্য ওঠার আগেই অামরা আম্মুর বাসা থেকে বেরিয়েছি। পুরো রাস্তা ফাঁকা। এতো সকালে ঢাকার রাস্তায় দু একটা ফ্লাইংক্যাব ছাড়া তেমন কিছু চোখে পড়ল না। আমি ফুল গিয়ারে সেন্ট্রাল কাজী অফিসের দিকে ছুটছি।

বিয়ে টিয়ে আজকাল তেমন দেখা যায় না। এখনকার ঢাকাইয়া জেনারেশন, লিভটুগেদারেই বেশি বিশ্বাসী।
আমি অবশ্য একটু ওল্ড স্কুল ', আর তার থেকে বড় কথা,রিটুর সাথে সম্পর্কটাকে আমি সম্মান করি। তাই প্রথমেই বিয়ে।

সেই ২০২১ সালে দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু ২০ বছর পরো একটা জায়গায় আমরা এখনো এক!
এখনো অফিস দশটায়ই খুলে।
অারো বাকি ঘন্টা খানেক,...

তাই রিটুকে বললাম চলো সকালের নাস্তাটা এখানেই কোথাও সেরে নেই।
লক্ষি মেয়েটা ছোট্ট করে উত্তর দিলো, তুমি জানো অামার '#ক্ষুদা' নেই। তাও চলো, প্রতি বারের মত তুমি খাবে, আমি দেখব।

অামি খাচ্ছি, রিটু দেখছে।
অার মনে মনে হয়তো ভাবছে - রাক্ষসের বাচ্চা এত খায় কিভাবে!
রিটুর অনেক ক্ষুদা পেলেও ও বলবেনা জানি। ওর খাদ্যভাস আমার থেকে ভিন্ন, আর সাথে মন খারাপ।
আর সকাল সকাল আমার মত পাগল প্রেমিকের হাত ধরে ঘর থেকে বেরিয়ে অাসলে যেকোনো মেয়েরই মন খারাপ হবে এটাই স্বাভাবিক।

যেদিন প্রথম ওর হাতটি ধরছিলাম,
ও মজা করে বলেছিলো - ধরুন, কিন্তু তার আগে গ্লাভস পরে নিন! আমার হাতের ভার্জিনিটি নষ্ট হলে, খবর আছে!!জামাইকে কি বলব!!

পাক্কা ৭ মাস ১২ দিন ৫ ঘন্টা ৪ মিনিট পর এবার অামাদের সম্পর্ক বিয়েতে রুপ নিতে যাচ্ছে।

রিটুর কথায় আম্মুকে ফোন করেছিলাম।আম্মু সোজা বলছিলো রিটুকে ভুলে যেতে।
কিন্তু রিটুকে আমি ধোকা দিতে পারবনা।
প্রচন্ড আবেগ নিয়ে যে হাত একবার ধরেছি, সে হাত ছাড়ি কিভাবে।

ধানমন্ডি লেকের পাড়ে কদম গাছটার নিচে, আয়েশ করে পানির উপর রেলিংয়ে পা দুলিয়ে বসে আছি। আমার হাতের মাঝে রিটুর হাত। এখনো হাতে যদিওবা গ্লাভস পরে আছি ...
প্রচন্ড আবেগজাত অনুভুতি গুলো Ri2 এর প্রসেসর মাঝে মাঝে নিতে পারেনা।
তখন হালকা শক দেয়!!ওর ভাষায় ২২০ ভোল্টের শক দিয়ে হাতের ভার্জিনিটি রক্ষা করে - ওদিকে আমার খবর হয়ে যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: প্রচন্ড আধুনিকতার গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.