নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রি-সেলে বিশাল ডিসকাউন্টে মিলছে প্রিমো এইচএম৬!

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০



লো বাজেটে দারুন সব প্যাকেজড ফিচার নিয়ে দেশের লোকাল বাজারে ওয়ালটন এর এইচএম সিরিজ বেশ জনপ্রিয়। সম্প্রতি প্রিমো এইচএম৫ এর পরে ওয়ালটন বাজারে নিয়ে আসল এইচএম সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো এইচএম৬। মজার ব্যাপার হচ্ছে ওয়ালটন এর অফিসিয়াল অনলাইন স্টোর ওয়ালটন ইপ্লাজা থেকে স্মার্টফোনটি প্রি-বুকিং দিলে স্মার্টফোনের দামের ওপর পেয়ে যাবেন ফ্ল্যাট ১০০০ টাকা ডিসকাউন্ট! প্রিমো এইচএম৬ এর প্রি সেলে ৮৮৯৯ টাকার এই স্মার্টফোন পাবেন ৭৮৯৯ টাকায়!

Primo HM6

নতুন এই প্রিমো এইচএম৬ স্মার্টফোনে থাকছে বাজেট ক্রেতাদের জন্য ওয়ালটন কিছু আকর্ষণীয় ফিচার, প্রধান একটি ফিচার হিসেবে বলা যায় ফোনটির ৬০০০ এমএএইচ ব্যাটারি। করোনা ভাইরাসের প্রকোপে যেখানে সারা দেশের শিক্ষাব্যবস্থা গৃহবন্দী এবং অনলাইন নির্ভর; সেখানে এই প্রিমো এইচএম৬ এর ২০ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি সাইজের আইপিএস ডিসপ্লে এবং বিগ ব্যাটারি শিক্ষার্থীদের দারুন সুবিধা দিবে!‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহার করাকে আরও উৎসাহিত করবার জন্য স্মার্টফোনটিতে পাওয়া যাবে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন!


তো চলুন একনজরে দেখে নেই প্রিমো এইচএম৬ স্মার্টফোনে যা যা থাকছেঃ

২০ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি ভি-নচ আইপিএস ডিসপ্লে
এআরএম করটেক্স এ-৫৫ ভিত্তিক, ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম
১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর নিয়ে ডুয়াল ক্যামেরা সেটআপ
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন
৬০০০ এমএএইচ ব্যাটারি



৭৮৯৯ টাকায় প্রি-সেলে পাওয়া এই স্মার্টফোনে পাবেন উপরোক্ত ফিচারস গুলি… আর স্মার্টফোনটি যদি এই বিশেষ অফারে কিনতে চান, তবে সেটি কিনতে পারেন ওয়ালটন ইপ্লাজার এই ঠিকানা থেকে। স্মার্টফোনটি সম্পর্কে আরো জানতে দেখে আসতে পারেনে এই রিভিউ ভিডিওটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.