নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

১০ হাজারের বাজেটে সেরা কিছু স্মার্টফোন!

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৭



নিত্যনতুন স্মার্টফোন বাজারজাত এমনকি দেশেই উৎপাদনে সক্ষম দেশের অন্যতম বড় ইলেক্ট্রনিকস জায়ান্ট ওয়ালটন। আগে থেকেই দেশের বাজারে সাশ্রয়ী দামে মানসম্মত ডিভাইস আনবার পাশাপাশি, ২০১৭ সাল থেকে বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনও শুরু করে প্রতিষ্ঠানটি। দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে, মানসম্মত এবং ব্যবহার উপযোগী স্মার্টফোন বাজারজাতের জন্য, দেশের মোবাইল মার্কেটে অন্যতম বিশ্বাসের একটি অবস্থানে বিরাজমান রয়েছে ওয়ালটন। এই লেখায় আমরা এই সময়ে ১০ হাজার ভেতর কিনবার মতো ওয়ালটনের ৩টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব।

Primo RM4
৬.৫ ইঞ্চি ইনসেল আইপিএস প্যানেল এবং ৪৫০ নিটস ব্রাইটনেস নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএম৪। ডিসপ্লেটি ১৯ঃ৫ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ। কেবল ডিসপ্লের দিক দিয়েই নয়, স্মার্টফোনটি আপনার কাছে এগিয়ে থাকবে হার্ডওয়্যারের দিক দিয়েও। এই স্মার্টফোনটি আপনি পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৩ জিবি র‍্যাম দুইটি ভেরিয়েন্টেই। সেলফি লাভারদের জন্য স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর। ডিভাইসটির দাম ১০৫৯৯ টাকা।
Primo RM4 Review

একনজরে প্রিমো আরএম৪
১৯.৫ঃ৯ এস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনসেল আইপিএস ডিসপ্লে প্যানেল
১২ ন্যনোমিটার প্রযুক্তির ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টা-কোর হেলিও এ২৫ চিপসেট
৩/৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি র‍্যাম
রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটাপ (১৩ মেগাপিক্সেল মেইন সনি সেন্সর)
ফ্রন্টে ৮ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা সেন্সর
৫৯৫০ এমএএইচ ব্যাটারি
১০৫৯৯ টাকা (৪ জিবি ভার্সন)

Primo HM6
১০ হাজারের মধ্যে ওয়ালটনের আরেকটি ব্যাটারি কিং স্মার্টফোন প্রিমো এইচএম৬। প্রিমো এইচএম৬ স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ এতে থাকা ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটিতে পাওয়া যাবে ‘ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন’। এতে পাওয়া যাবে এআরএম করটেক্স এ৫৫ ভিত্তিক ১.৬ গিগাহার্জ অক্টাকোর সিপিইউ। এইচএম৬ ডিভাইসটিতে র‍্যাম ব্যবহার করা হয়েছে ২ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ৩২ জিবি। যেটা এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্তও বাড়ানো যাবে! ডিভাইসটির দাম ৮২৯৯ টাকা।
Primo HM6 Review

একনজরে প্রিমো এইচএম৬
৬০০০ এমএএইচ হিউজ ব্যাটারি
৬.৫২ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে
১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
২ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ
ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন
এন্ড্রয়েড ১০ এর গো সংস্করণ
১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর নিয়ে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Primo NF5
১০ হাজারের বাজেটে যদি সেরা ক্যামেরা আপনার চাহিদা হয় তবে প্রিমো এনএফ৫ হতে পারে আপনার অন্যতম একটি পছন্দ। প্রিমো এনএফ৫ স্মার্টফোনে আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেটাপ। প্রিমো এনএফ৫ স্মার্টফোনে পাওয়া যাবে ১২ ন্যানোমিটার প্রযুক্তির হেলিও এ২০ প্রসেসর। ডিভাইসটিতে র‍্যাম ব্যবহার করা হয়েছে ৩ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ৩২ জিবি। যেটা এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্তও বাড়ানো যাবে! ডিভাইসটির দাম ৯৬৯৯ টাকা।
Primo NF5

একনজরে প্রিমো এনএফ৫
৬.৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
হেলিও এ২০ চিপসেট
ট্রিপল ক্যামেরা সেটাপ
8০০০ এমএএইচ ব্যাটারি
৯৬৯৯ টাকা

এইছিল ১০ হাজারের নিচে আজকের আলোচ্য ৩টি স্মার্টফোন। স্মার্টফোনগুলো সম্পর্কে আরো স্পষ্ট ধারনা পেতে লেখার সাথে যুক্ত ভিডিওগুলোও দেখতে পারেন। ভার্চুয়ালি জানার পাশাপাশি সামনাসামনি দেখার মাধ্যমে আরো বেশি পরিপূর্ণতা পাওয়া যায়। আর সেকারনে আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে দিয়ে স্মার্টফোন তিনটির এক্সপেরিয়েন্সও নিয়ে আসতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.