![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
গেমিং কার না পছন্দ! উঠতি বয়সী থেকে প্রাপ্ত বয়স্ক সবাই কমবেশি গেমিং করতে ভালোবেশি। পিসি গেমিং অনেক বেশি এক্সপেন্সিভ হবার কারনে, স্মার্টফোনে গেম খেলার পিছনে ঝোঁক তুলনামূলকভাবে বেশি। গেমিং অনেকের অনেক বেশি পছন্দ হবার পরেও… অনেক সময় ইচ্ছার কাছে বাধ সাজে সাধ্য। বাজেট বেশি না হবার কারনে আমরা এমন ডিভাইস কিনতে পারিনা,যেটি দিয়ে টুকটাক গেমিং করা যাবে।
তো আজকের আর্টিকেলে আমরা এমন কয়েকটি স্মার্টফোণ নিয়ে আলোচনা করব… যেগুলো লো বাজেট স্মার্টফোন, অথচ সেগুলো দিয়ে আপনি মোটামোটি দারুনভাবে গেমিং করতে পারবেন। আর বাজেটে দেশের মানুষের কথা মাথায় ভেবে, অনবদ্য সব ফোন আনে কে? এই প্রশ্নের উত্তর দিতে নিশ্চয়ই বেগ পেতে হবেনা… সেটা হচ্ছে ওয়ালটন।
আজকের আর্টিকেলে আমরা হালের জনপ্রিয় সকল গেমস, যেমনঃ পাবজি, ফ্রিফায়ার ইত্যাদি খেলার জন্য ওয়ালটনের বেশ কয়েকটি লোবাজেট স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আশা করি এই স্মার্টফোনগুলোর মধ্য থেকে আপনার আশানরূপ স্মার্টফোন নিয়ে আপনার গেমিং এর ইচ্ছা পূরণ করতে পারবেন।
প্রিমো এইচ৯ প্রো
৯৭৯৯ টাকায় প্রিমো এইচ৯ প্রো হতে পারে গেমিং এর জন্য আপানর অন্যতম পছন্দ। প্রিমো এইচ৯ প্রো এর সাথে পাবেন, ১২ ন্যানোমিটার প্রযুক্তির হেলিও এ২০ চিপসেট, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪০০০ এমএএইচ ব্যাটারি সহ আরো অনেক কিছু। প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোনটি পাবেন ৩ জিবি র্যাম ও ৪ জিবি র্যামের দুটি ভেরিয়েন্টে।
Primo H9Pro First Impression
এক নজরে প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোন
এন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
১.৮ গিগাহার্জ হেলিও এ২০ চিপসেট
৩/৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম
৬.১ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
ট্রিপল ক্যামেরা সেটাপ
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৪০০০ এমএএইচ ব্যাটারি
প্রিমো জিএইচ১০
৭৯৯৯ টাকায় আজকের তালিকার আরেকটি দুর্দান্ত স্মার্টফোন হচ্ছে প্রিমো জিএইচ১০। প্রিমো জিএইচ ১০ সাম্প্রতিক সময়ে ওয়ালটনের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন, লেটেস্ট এন্ড্রয়েড ১১ গো এডিশন, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটাপ সহ আরো অনেক কিছু।
Primo GH10 First Impression
একনজরে প্রিমো জিএইচ১০ স্মার্টফোন
এন্ড্রয়েড ১১ গো সংস্করণ
১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
২ জিবি র্যাম, ৩২ জিবি রম
২০ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ট্রিপল ক্যামেরা সেটাপ
৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৪০০০ এমএএইচ ব্যাটারি
৭৯৯৯ টাকা
প্রিমো এইচএম৬
১০ হাজারের মধ্যে ওয়ালটনের আরেকটি ব্যাটারি কিং স্মার্টফোন প্রিমো এইচএম৬। প্রিমো এইচএম৬ স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ এতে থাকা ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটিতে পাওয়া যাবে ‘ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন’। এতে পাওয়া যাবে এআরএম করটেক্স এ৫৫ ভিত্তিক ১.৬ গিগাহার্জ অক্টাকোর সিপিইউ। এইচএম৬ ডিভাইসটিতে র্যাম ব্যবহার করা হয়েছে ২ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ৩২ জিবি। যেটা এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্তও বাড়ানো যাবে! ডিভাইসটির দাম ৮২৯৯ টাকা।
Primo HM6 First Impression
একনজরে প্রিমো এইচএম৬ স্মার্টফোন
৬০০০ এমএএইচ হিউজ ব্যাটারি
৬.৫২ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে
১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ
ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন
এন্ড্রয়েড ১০ এর গো সংস্করণ
১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর নিয়ে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
প্রিমো ই১২
প্লাস্টিক বডির দারুন এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে তিনটি কালারে। এগুলো হচ্ছেঃ কালো, লাল এবং নীল। স্মার্টফোনটিতে পাবেন ৫ ইঞ্চির এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে প্যানেল। প্রিমো ই১২ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্জ ক্লকস্পীডের কোয়াড কোর প্রোসেসর। আর স্মার্টফোনটির সিস্টেমকে ব্যাকআপ দিবে ১ জিবি র্যাম। প্রিমো ই১২ ডিভাইসটিতে পাওয়া যাবে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যার মধ্যে ব্যবহারকারীরা ৪ জিবির মতন জায়গা ফাকা পাবেন। প্রিমো ই১২ এর রিভিউ লিংক।
Primo E12 Review
এক নজরে প্রিমো ই১২ স্মার্টফোন:
৪জি কানেক্টিভিটি
৫ ইঞ্চি এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে
১.৪ গিগাহার্জ কোয়াডকোর সিপিইউ
মালি টি-৮২০ জিপিইউ
১ জিবি র্যাম, ৮ জিবি রম
২০০০ এমএএইচ ব্যাটারি
৪৯৯০ টাকা
প্রিমো এফ১০
চিপ এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোনের জন্য ওয়ালটনের এফ সিরিজ বরাবরই বেশ জনপ্রিয়। স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে দারুন কিউট চারটি কালারে। আর এগুলো হলঃ নীল, সবুজ, কালো এবং সোনালি। অনলাইন ক্লাসের জন্য প্রিমো এফ১০ পারফেক্ট, কেননা এই স্মার্টফোনে আপনি পাচ্ছেন ৫.৯৯ ইঞ্চি বা ৬ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিকে ওয়ার্ক এফিসিয়েন্ট রাখছে একটি ১.৪ গিগাহার্জ বাজ-স্পিডের কোয়াড কোর প্রসেসর; যার সাথে বান্ডেল হিসেবে মিলবে মালি টি-৮২০ জিপিইউ। আগে চিপ ফোনগুলোতে ১ জিবি র্যামের সাথে ৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেত, তবে এই ফোনে আপনি পাবেন ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন, এসডি কার্ড ব্যবহার করে। সুতরাং যারা মুভি ফ্রিক আছেন তারা অফুরন্ত মুভি ডাউনলোড করে রাখতে পারবেন।
Primo F10 Review
একনজরে প্রিমো এফ১০ স্মার্টফোন:
৪জি ভোএলটিই সাপোর্ট
অ্যান্ড্রয়েড ১০ গো সংস্করণ
৩০০০ এমএএইচ ব্যাটারি
১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
১ জিবি র্যাম, ১৬ জিবি রম
৫.৯৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ডুয়াল ক্যামেরা সেটাপ
ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫৭৯৯ টাকা
লো বাজেটে গেমিং এর জন্য এই ছিল আজকের আলোচ্য স্মার্টফোনগুলো। এর ভেতর থেকে কোন স্মার্টফোন আপনার বাজেটের সাথে যায়, আপনি সেই স্মার্টফোনটিই পছন্দ করতে পারেন। স্মার্টফোন গুলো দেখতে চলে যেতে পারেন আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। সকল স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন ওয়ালটনের নিয়মিত সার্ভিস ওয়ারেন্টি সহ অন্যান্য সুযোগ সুবিধা।
©somewhere in net ltd.