![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
এস সিরিজ মানেই ওয়ালটন মোবাইলের পক্ষ থেকে দারুন বাজার কাপানো কোন স্মার্টফোন। ওয়ালটন তাদের মোবাইল সেকশনের মিড বাজেটে অনন্য সব স্মার্টফোন নিয়ে আসে তাদের এস সিরিজের আধিনে। ওয়ালটন শেষ এস সিরিজের আওতায় এনেছিল তাদের স্মার্টফোন প্রিমো এস৭ প্রো। সেই স্মার্টফোনটি বাজারে বেশ গ্রাহক জনপ্রিয়তাও পেয়েছিল।
বছরের শেষে নতুন একটি বছরের আনন্দের শুভ মুহূর্তে ওয়ালটন তাদের এই প্রিমিয়াম সিরিজের আধিনে লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন প্রিমো এস৮। ডিজাইন থেকে শুরু করে হার্ডওয়্যার স্পেসিফিকেশন সকল দিক দিয়ে এই প্রিমো এস৮ যেন একটি বিস্ট! ওয়ালটন বছরের শেষে এই বিশেষ মুহূর্তে স্মার্টফোনটি তাদের নতুন ইকমার্স প্লাটফর্ম ‘ওয়ালকার্টে’ প্রিবুকিং সুবিধা দিয়েছে।
প্রিমো এস৮ স্মার্টফোনের রেগুলার বাজার মূল্য ওয়ালটন নির্ধারণ করেছে ২০৯৯০ টাকা। তবে ওয়ালকার্টে বিশেষ প্রিঅর্ডার সেলে এই স্মার্টফোনটি গ্রাহকরা পাবেন মাত্র ১৮৯৯০ টাকায়। ১৯ ডিসেম্বর ২০২১ থেকে শুরু হয়ে এই প্রিবুকিং অফারটি চলবে ২৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। মোট ৭ দিন এই অফারের ভেতর স্মার্টফোনটি বুক করলে আপনি ২০০০ টাকা ছাড়ে দারুন এই স্মার্টফোনটি লুফে নিতে পারবেন।
প্রিমো এস৮ সময়ের চাহিদা বিবেচনা করে একদম পারফেক্ট একটি স্মার্টফোন। প্রিমো এস৮ স্মার্টফোনটি ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা এবং হার্ডওয়্যার… বাজেট হিসেবে সকল দিক দিয়েই অনবদ্য। প্রিমো এস৮ স্মার্টফোনটি প্রিবুকে পাবেন দুটি আকর্ষণীয় কালারে। আর এগুলো হচ্ছেঃ ওসিয়েন ব্লু এবং মিরর ব্ল্যাক। দুটি কালারই যথেষ্ট প্রিমিয়াম, আপনার রুচিশীলতার সাথে যে কালারটি যায়… আপনি সেটিই নিতে পারেন।
একদম সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে ফিচারে পরিপূর্ণ সকল বিষয় নিয়ে ঠাসা নতুন এই প্রিমো এস৮ স্মার্টফোনটি। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে লো-টেম্পারেচার পলি-সিলিকন তথা এলটিপিএস ডিসপ্লে প্যানেল। সাধারন আইপিএস এলসিডি ডিসপ্লে এর চাইতে এই এলটিপিএস ডিসপ্লের একক ক্রিস্টাল ইলেকট্রন গুলোর মুভমেন্ট অনেক বেশি ফাস্ট! যার দরুন এলটিপিএস ডিসপ্লেতে রেজুলেসন এবং ভিউইং এঙ্গেল দুটোই পাওয়া যায় বেশি। আর ডিসপ্লে সিলিকন ক্রিস্টালগুলোর মুভমেন্ট তুলনামুলক ফাস্ট হবার কারনে এসব ডিসপ্লেতে রিফ্রেশ রেট’ও পাওয়া যায় অনেক বেশি।
একটি আদর্শ স্মার্টফোনের ডিসপ্লের কোয়ালিটি কেমন, তা বোঝার অন্যতম একটি উপায় হচ্ছে, ডিসপ্লের রিফ্রেশ রেট কত তা জানা। রিফ্রেশ রেট বোঝায়, প্রতি সেকেন্ডে ডিসপ্লেটি কতটি ছবি দেখাতে পারবে। নতুন এই প্রিমো এস৮ এর ক্ষেত্রে এই ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে ৯০ হার্জ, যা খুবই প্রশংসনীয়!
গেমিং এর জন্য ডিভাইসটিতে হাইপারইঞ্জিন প্রযুক্তি সহকারে মিডিইয়াটেকের হেলিও জি৮৮ চিপসেটটি পাওয়া যাবে। সম্পূর্ণ সিস্টেম কে ব্যাকআপ দিবে এর ডিডিআরএক্স৪ র্যাম। তাছাড়াও স্টোরেজ নিয়ে যারা চিন্তা করেন, তাদের সেটি নিয়েও ভাবতে হবেনা। কেননা, ফোনটিতে পাওয়া যাবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তাতেও যদি আপনার না পোষায় তবে আপনি ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডও লাগাতে পারবেন।
একনজরে প্রিমো এস৮ এর ফিচারসমুহঃ
৪জি কানেক্টিভিটি (ভো-এলটিই সহ)
এন্ড্রয়েড ১১
হেলিও জি৮৮ চিপসেট (হাইপার ইঞ্জিন ২.০ প্রযুক্তি সহ)
র্যাম ৬ জিবি , রম ১২৮ জিবি
৬.৭৮ ইঞ্চি এইচডি LTPS ডিসপ্লে প্যানেল, ৯০ হার্টজ রিফ্রেশ রেট
৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটাপ
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
আপনার বাজেট যদি ১৮-১৯ হাজারের কাছাকাছি হয় এবং আপনি যদি একটি দারুন স্মার্টফোন কিনতে চান, তবে আপনি নিঃসন্দেহে নতুন এই প্রিমো এস৮ স্মার্টফোনটি কিনতে পারেন। ওয়ালটনের স্মার্টফোন কিনে আপনি যেমন পারফর্মেন্সের দিক দিয়ে ভালো সুবিধা পাবেন, তেমনি সার্ভিসের দিক দিয়েও পাবেন দেশের অন্যতম বড় বিস্তৃত সার্ভিস সেন্টার থাকার সুবিধা। অনাকাঙ্ক্ষিত যেকোনো সমস্যায় আপনার ১ বছরের রেগুলার ওয়ারেন্টি পিরিয়ডে বিনামূল্যে সার্ভিস তো পেয়ে যাবেন। ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলেও আপনার সার্ভিস নিয়ে কোন রকম চিন্তা করতে হবেনা।
©somewhere in net ltd.