নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

স্মার্টফোনে মাসজুড়ে দারুন অফার!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪১



ওয়ালটন বরাবরই গ্রাহকদের কথা চিন্তা করে নিত্যনতুন অফার নিয়ে আসার জন্য জনপ্রিয়। ওয়ালটন সবসময় চেষ্টা করে কিভাবে দারুন মানের বিভিন্ন স্মার্টফোন সর্বোচ্চ কম দামে নিয়ে এসে গ্রাহকের সর্বোচ্চ সুবিধা দেয়া যায়। তেমনইভাবে নতুন বছরের দ্বিতীয় মাসে ওয়ালটন প্রিমো ইএফ১০ এবং প্রিমো জিএম৪ ডিভাইসে নতুন দুটি অফার নিয়ে এসেছে।


প্রিমো ইএফ১০

সম্প্রতি ওয়ালটন তাদের বাজেট লাইনআপ প্রিমো ইএফ সিরিজের অধিনে নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে। আগেরবার বার এই সিরিজের অধিনে ওয়ালটনের প্রিমো ইএফ৯ বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, আশা করা যায় নতুন এই প্রিমো ইএফ সিরিজ একইভাবে বাজারে একটি শক্তপক্ত অবস্থানে থাকবে।

একনজরে প্রিমো ইএফ১০ ডিভাইস
৪জি কানেকটিভিটি
এন্ড্রয়েড ১১ গো এডিশন
১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
১ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
৫.৪৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড ডিসপ্লে
৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ফেস আনলক
৩০০০ এমএএইচ ব্যাটারি
দামঃ ৬৯৯৯ টাকা

প্রিমো জিএম৪

নতুন বছরের শুরুতেই ওয়ালটন নতুন এই জিএম সিরিজের অধিনে নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। আর নতুন এই স্মার্টফোন মডেলটির নাম হচ্ছে প্রিমো জিএম৪। ৭৪৯৯ টাকায় প্রাইজ ট্যাগে ওয়ালটন নতুন এই স্মার্টফোনটি বাজারে নিয়ে এসেছে। ফোনটিতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি!

একনজরে প্রিমো জিএম৪ ডিভাইস
৪জি নেটওয়ার্ক প্রযুক্তি
এন্ড্রয়েড ১০ গো এডিশন
১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
২ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
৬.১ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে
৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ফেস আনলক সিস্টেম
৫০০০ এমএএইচ ব্যাটারি

পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ওয়ালটন প্রিমো ইএফ১০ অথবা প্রিমো জিএম৪ স্মার্টফোন কিনে SMS এর মাধ্যমে Product Registration করলেই থাকছে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা মোবাইল ফ্রি।
এই অফারটি নিতে এসএমএস করবার উপায় হচ্ছঃ WMIMEI Number লিখে সেন্ড করতে হবে 01755611111 নম্বরে।
তাছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটন ব্র্যান্ড অথবা রিটেইল আউটলেটে। যেকোনো সহযোগিতার জন্য কল করুন ‎‎‎‎‎০৯৬১২৩১৬২৬৭ অথবা ১৬২৬৭ নম্বরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.