নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

দারুন চমক নিয়ে আসছে প্রিমো এনএক্স সিরিজের নতুন স্মার্টফোন!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২১



দেশের স্মার্টফোন বাজারে অন্যতম বিশ্বস্ত একটি নাম হচ্ছে ওয়ালটন। ওয়ালটন প্রতিষ্ঠার শুরু থেকেই সবসময় নিত্যনতুন নানান স্মার্টফোন বাজারে নিয়ে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করে নিচ্ছে। প্রতিসময়ই ওয়ালটন গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে দারুন দামে সেরা সব স্মার্টফোন বাজারে নিয়ে আসে।


সম্প্রতি ওয়ালটন বাজারে আনতে চলেছে প্রিমো এনএক্স সিরিজের নতুন একটি স্মার্টফোন। মিড লেভেল বাজেটের স্মার্টফোন হিসেবে ওয়ালটন তাদের এনএক্স সিরিজে বরাবরই অনেক বেশি চমক রাখে। নতুন এই প্রিমো এনএক্স স্মার্টফোনেও ওয়ালটন বেশ কিছু চমক আনছে, মিড বাজেটের স্মার্টফোন হিসেবে যা বাজারে অনেক শক্তপক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম।

প্রায় দীর্ঘদিন বিরতির পরে ওয়ালটন তাদের এনএক্স সিরিজের অধীনে নতুন এই স্মার্টফোনটি আনতে চলেছে।

এনএক্স সিরিজের নতুন এই স্মার্টফোনে পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম। সুপারফাস্ট ৪ জিবি র‍্যামের পাশাপাশি এই স্মার্টফোনটিতে পাওয়া যাবে মিডিয়াটেকের হেলিও জি সিরিজের লেটেস্ট গেমিং সিপিইউ। তার পাশাপাশি শক্তিসালি জিপিইউ তো থাকছেই। মোট মিলে, হার্ডওয়্যারের দিক দিয়ে এনএক্স সিরিজের নতুন এই স্মার্টফোন হবে বাজেটে একদম কমপ্লিট প্যাকেজ।


কেবল যে হার্ডওয়্যার সেকশনে ফোনটি উন্নত হবে, তা কিন্তু নয়! ক্যামেরা এমনকি ৪জি প্রযুক্তির দিক দিয়েও প্রিমো এনএক্স সিরিজের নতুন এই স্মার্টফোনটি হবে অত্যাধুনিক। ওয়ালটন নতুন এই স্মার্টফোন, বিগ ডিসপ্লের পাশাপাশি গ্রাহকদের উপহার দিবে দারুন প্রিমিয়াম ডিজাইন। সব মিলিয়ে প্রিমো এনএক্স সিরিজের নতুন এই স্মার্টফোনটি হতে পারে, দেশীয় মেড ইন বাংলাদেশ স্মার্টফোনের মার্কেট কিলার!


নতুন এই এনএক্স স্মার্টফোনের যে ফিচারটি ওয়ালটন দারুন হাইলাইট ভাবে প্রকাশ করছে, সেটি হচ্ছে স্মার্টফোনটির বিগ ব্যাটারি। নতুন এই স্মার্টফোনটিতে দেখা মিলবে ৬০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি! আর এই বিগ ক্যাপাসিটির ব্যাটারির কারনে স্মার্টফোনটি হবে সব দিক দিয়ে আনবিটেবল! আজকের দিনে এমন বিগ ব্যাটারির স্মার্টফোন পাশাপাশি কমপ্লিট ফিচার প্যাকেজ খুবই মিড বাজেট স্মার্টফোনে কমই দেখা মেলে! তার পাশাপাশি এটা যদি হয় মেড ইন বাংলাদেশ! তাহলে তো কথাই নেই।


ওয়ালটনের অন্যসব স্মার্টফোনের মতন নতুন এই স্মার্টফোনেও পাওয়া যাবে, রেগুলার ১ বছরের ওয়ারেন্টি পাশাপাশি ৬ মাসের ব্যাটারি এবং চার্জিং এডাপ্টারের উপর ওয়ারেন্টি। আশা রাখা যায় স্মার্টফোনটি খুবই দ্রুত বাজারে চলে এসে, বাজারে খুব শক্ত একটি অবস্থান ধরতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.