![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
নিত্যনতুন নানারকম গানের জন্য অন্নতম জনপ্রিয় একটি নাম হচ্ছে খালিদ সঙ্গীত। যেখানে মানুষের মনের নানারকম ভাব প্রতিনিয়ত বিভিন্ন রকম গানের মাধ্যমে ফুটে ওঠে। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন একটি গান। নতুন এই গানটির নাম ‘দুঃখ দিবার মানুষ আছে’। গানটির কথা এবং সুর দিয়েছেন কবি মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সঙ্গীতা।
Duhkho Dibar Manush Ache Song
দারুন এই গানটির লিরিক্স,
দুঃখ দিবার মানুষ আছে
সুখের কেহ নাই
মানুষ নামের মানুষ আছে
ভরা ভুবনটাই
আমার দুখের কথা বলবো কারে
(শুধু) একটা মানুষ চাই॥
দুঃখ আমার জীবন সাথী
দুঃখ গলার মালা
দুঃখ আমার বাড়ায় শুধু
দুখের দহন জ্বালা।
হাজার পথিক ঘুরছে পথে
তবু একটা মানুষ নাই
আমার দুখের কথা বলবো কারে
(শুধু) একটা মানুষ চাই॥
চলছে পথে ব্যস্ত পথিক
সময় কারো নাই
স্নেহের বাঁধন ছিড়ে গেছে
মায়া পুড়ে ছাই।
স্বার্থের পিছে ঘুরছে মানুষ
অন্ধ যে সবাই
আমার দুখের কথা বলবো কারে
(শুধু) একটা মানুষ চাই॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
©somewhere in net ltd.