![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
ওয়ালটন “স্বাধীনতা দিবস ক্যাম্পেইন”-এ WALCART ওয়েবসাইট থেকে “স্মার্ট ইকোসিস্টেম” গিফট বক্স প্রি-বুক করলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। প্রি-বুকিং চলবে ২৬ মার্চ ২০২২ পর্যন্ত।
গিফট বক্সে থাকছে
Walton Primo GM4 Smart Phone
TICK WSWA 1B Smart Watch
Chorus Wireless Neckband Earphone
এবার স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়ালটনের এই স্মার্ট ইকোসিস্টেম ক্যাম্পেইনটি চালু হয়েছে। আর এই ক্যাম্পেইনের অধীনে ওয়ালটনের তরফ থেকে সৌভাগ্যবান একজন পাবেন- ওয়ালটন স্মার্ট ইকোসিস্টেম গিফটবক্স।
স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়ালটনের এই স্মার্ট ইকোসিস্টেম গিফট বক্স পাবার কিছু নিয়ম কানুন রয়েছে। আর এই নিয়মকানুনগুলো সঠিকভাবে সম্পন্ন করলে, আপনিও হতে পারেন, স্মার্ট ইকোসিস্টেম বক্স বিজয়ী।
এখানে নিয়মাবলীগুলো উল্লেখ্য করা হল
Walton Mobile ফেসবুক পেইজ এবং কন্টেস্টের এই পোস্টটি লাইক দিতে হবে।
এই পোস্টের কমেন্ট সেকশনে Walton Smart Ecosystem দৈনন্দিন জীবনে কীভাবে কার্যকর ভূমিকা রাখবে তা জানিয়ে ৫০ শব্দের মধ্যে আপনার মতামত শেয়ার করতে হবে এবং ৫ জন বন্ধুকে ট্যাগ করে জানিয়ে দিতে হবে।
কন্টেস্টের এই পোস্টটি আপনার প্রোফাইলের টাইমলাইনে হ্যাশট্যাগ #Walton #Smart_Ecosystem #WaltonMobile #GIVEAWAY এর সাথে Public পোস্ট হিসেবে শেয়ার করতে হবে।
যেভাবে বিজয়ী নির্বাচন করা হবে
আপনার শেয়ার করা পাবলিক পোস্ট, কমেন্টের লাইক সংখ্যা এবং মতামত লিখার গুণগতমান বিবেচনায় নেওয়া হবে।
কন্টেস্টে অংশ নিতে সঠিকভাবে উল্লিখিত সকল নিয়ম অনুসরণ করতে হবে।
বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যা করা যাবে না
কোনো ফেইক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না।
কোনো অটো-লাইক/বট বা অনুমোদনহীন কোনো সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
Walton Smart Ecosystem GIVEAWAY কন্টেস্ট চলবে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত।
ওয়ালটন কর্তৃপক্ষ কন্টেস্ট সম্পৃক্ত যেকোনো পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করার ক্ষমতা রাখেন। ওয়ালটনের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না।
©somewhere in net ltd.