![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দেশের বাজারে মানসম্মত দামে দারুন দারুন সব স্মার্টফোন আনার জন্য অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটন লঞ্চ করেছে তাদের বাজেট লাইনআপের নতুন স্মার্টফোন প্রিমো আর৯। বাজেট ফ্রেন্ডলি হলেও ফোনটির স্পেসিফিকেশন কিন্তু মোটেও এই বাজেটের বাজারের অন্যসকল সাধারন ফোনের মতন নয়! চলুন দেখে নেই প্রিমো আর৯ স্মার্টফোনে একনজরে কি কি থাকছে,
এন্ড্রয়েড ১১
ন্যানোমিটার প্রযুক্তির হেলিও জি২৫ গেমিং চিপসেট
৩ জিবি ডিডিআর৪ র্যাম, সাথে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
৬ দশমিক ৫২ ইঞ্চি ইন্সেল আইপিএস ডিসপ্লে
১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা মডিউল, ৫২ মেগাপিক্সেল ইউএইচডি মোড
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর
স্মার্ট জেসচার ন্যাভিগেশন
এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
ওয়ালটনের নতুন ফোন বাজারে আসা মানেই দারুন রকমের ছাড়! প্রিমো আর৯ ডিভাইসের ক্ষেত্রেও ওয়ালটন দারুন তুফানি সেল অফার দিয়েছে। প্রিমো আর৯ স্মার্টফোনের এই তুফানি সেল অফার মাত্র কিছুদিনের জন্যই প্রযোজ্য হবে। স্মার্টফোনটির রেগুলার বাজার মূল্য ১১৯৯৯ টাকা হলেও, বর্তমান তুফানি সেল অফারে স্মার্টফোনটি বিশেষ ১৩ শতাংশ ছাড়ে মাত্র ১০৪৯০ টাকায় পাওয়া যাবে। ক্রেতারা ওয়ালটন ইপ্লাজা কিংবা ওয়ালটনের নিজস্ব ইকমার্স প্লাটফর্ম ওয়ালকার্ট থেকে অর্ডার করলেও এই তুফানি সেল অফারের আওতাভুক্ত হবেন।
চলমান তুফানি সেলে ওয়ালকার্টে ফোনটি অর্ডার করলে ১৩ শতাংশ অফার তো পাওয়া যাবেই, পাশাপাশি নগদ মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে আরো ১০% ক্যাশব্যাক! তার সাথে আরো পাবেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। তাই দারুন এই স্মার্টফোনটি একদম দারুন অফারে লুফে নিতে চাইলে স্মার্টফোনটি এখনই এই তুফানি সেল অফারে কিনে নিতে পারেন।
©somewhere in net ltd.