![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দেশের বাজারে নিয়মিত মান্সম্মত স্মার্টফোনের জন্য অন্যতম দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটনই প্রথম ব্যাপক পরিসরে মেড ইন বাংলাদেশ স্মার্টফোনের সূচনা করে, দেশের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে মান্সম্মত মানের এন্ড্রয়েড স্মার্টফোন পৌঁছে দিচ্ছে।
দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সবকিছুর দাম দিন দিন শুধু বাড়ছে। আর তার আচ লক্ষ্য করা যায়, দেশের ইলেকট্রনিক্স বিশেষ করে স্মার্টফোন মার্কেটে। আর এই চড়া দামের সময়ে যেখানে অন্য সকল প্রতিষ্ঠান স্মার্টফোনের দাম বাড়ানো নিয়ে ব্যস্ত, সেখানে ওয়ালটন তাদের স্মার্টফোনের দাম কমাতে শুরু করেছে।
Primo R9 Impression
ওয়ালটন সম্প্রতি বাজারে এনেছিল তাদের বাজেট স্মার্টফোন সিরিজ আর সিরিজের নতুন একটি স্মার্টফোন প্রিমো আর৯। আর এই প্রিমো আর৯ স্মার্টফোনের বাজার মূল্য ছিল ১১৯৯৯ টাকা। তবে দাম কমিয়ে এই স্মার্টফোনটি এখন বিক্রয় হচ্ছে মাত্র ৯৯৯৯ টাকায়।
বাজেট লাইনআপ হিসেবে ওয়ালটনের প্রিমো আর৯ অনেক জনপ্রিয় একটি স্মার্টফোন সিরিজ। ওয়ালটন প্রতি বছরই এই সিরিজের অধীনে স্মার্টফোন নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ওয়ালটন ২০২২ সালে এই প্রিমো আর সিরিজের অধীনে তাদের নতুন স্মার্টফোন প্রিমো আর৯ নিয়ে আসে।
একনজরে প্রিমো আর৯ স্মার্টফোনে যা যা থাকছে,
এন্ড্রয়েড ১১
ন্যানোমিটার প্রযুক্তির হেলিও জি২৫ গেমিং চিপ-সেট
৩ জিবি ডিডিআর৪ র্যাম, সাথে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
৬ দশমিক ৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা মডিউল, ৫২ মেগাপিক্সেল ইউএইচডি মোড
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর
স্মার্ট জেসচার ন্যাভিগেশন
এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
Primo R9 Review
তো আপনার বাজেট যদি ১০ হাজার টাকার আসেপাসে হয় এবং এই সময়ে আপনি একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে এই প্রিমো আর৯ স্মার্টফোনটি কিনে নিতে পারেন।
ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই এই প্রিমো আর৯ স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ৬ মাসের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি।
©somewhere in net ltd.