নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

খালিদ সঙ্গীতের নতুন গান ‘আদিবাসী’

১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৯



নিত্যনতুন কণ্ঠশিল্পী এবং খালিদ সঙ্গীতের লেখানী-সুরে দারুন দারুন সকল গানের জন্য জনপ্রিয় সঙ্গীত প্লাটফর্ম হচ্ছে খালিদ সঙ্গীত। সম্প্রতি খালিদ সঙ্গীত তাদের চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেছে, আর গানটির নাম হচ্ছে আদিবাসী। মূলত এটি আদিবাসীদের নিয়ে করা একটি গান। গানটিতে লিখেছেন এবং সুর করেছে মাহবুবুল খালিদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন টিনা, কিশোর এবং রাজিব।

আদিবাসী Song

দারুন এই গানটির লিরিক্স,

কে জাতি কে উপজাতি
কাকে বলি আদিবাসী, আমরা বাংলাদেশি
কে বাঙালি কে পাহাড়ি
কাকে বলি জঙ্গলবাসী, আমরা বাংলাদেশি॥

কে পাহাড়ি কে বাঙালি
কাকে পোড়াই কাকে মারি রে
ছেলে হারায় কাঁদে মায়ে
ওরে মারিস না আর মায়ের ছেলেরে।
কি পাহাড়ি কি বাঙালি হোক না আদিবাসী
মানুষ হইয়া হইলাম দোষী॥

জনম গেল এই জঙ্গলে
তবু জঙ্গল আমার হইলো না রে
বাঘ ভাল্লুক হাতি ঘোড়া থাকে একই বনে
কেউ তাড়ায় না তারে।
কি পাহাড়ি কি বাঙালি হোক না আদিবাসী
মানুষ হইয়া হইলাম দোষী॥

হাজং মোরং চাকমা রাখাইন সাঁওতাল গারো
আছে নানান জাতি
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
সকল ধর্ম সবাই সবার জ্ঞাতী।
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলে মিশে থাকি
আমরা বাংলাদেশি॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.