নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

১০০০ ছাড়ে বাজারে ওয়ালটনের প্রিমো এনএক্স৬ স্মার্টফোন!

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৫



ওয়ালটনের এনএক্স সিরিজের সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এনএক্স৬। বাজারে আসার পর থেকেই প্রিমো এনএক্স৬ বাজারে একটি শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল। বর্তমান অর্থনীতিক বিরূপ পরিস্থিতির মধ্যে বাজারে ইলেকট্রনিক্স সবকিছুর দাম যেখানে ঊর্ধ্বমুখী, ওয়ালটন ঠিক সেখানে তাদের স্মার্টফোনের মতন পণ্যগুলোর দাম কমিয়ে চলেছে। ওয়ালটন তাদের এনএক্স সিরিজের লঞ্চ হওয়া সর্বশেষ এই স্মার্টফোনের দামও ১০০০ টাকা কমিয়েছে।

প্রিমো এনএক্স৬ স্মার্টফোনে আগের বাজার মূল্য ছিল ১৫৯৯৯ টাকা। তবে স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯৯৯ টাকা।


নতুন এই প্রিমো এনএক্স৬ স্মার্টফোনে একনজরে যা যা থাকছেঃ
এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, হেলিও জি৮৫ চিপসেট
৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
৪৮ + ২ + ৫ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৬.৭৮ ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে
মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
৬০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

প্রিমো এনএক্স৬ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ইনসেল প্রযুক্তির আইপিএস ডিসপ্লে প্যানেল। প্রিমো এনএক্স৬ এর এই ডিসপ্লেটির সাইজ ৬.৭৮ ইঞ্চি, এবং রেজুলেসন ২৪৬০*১০৮০ পিক্সেল। ডিভাইসটির ডিসপ্লে রেসিও ২০ঃ৫ঃ৯। দারুন ডিসপ্লে কোয়ালিটির তাচ রিস্পন্সিভনেসের দিক দিয়েও প্রিমো এনএক্স৬ ডিভাইসটি অনেক এগিয়ে! কেননা এই ডিভাইসটিতে ১০টি ফিঙ্গার পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করবে।
Primo NX6 Impression

প্রিমো এনএক্স৬ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপসেট। হেলিও জি৮৫ মিডিয়াটেকের একটি মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য গেমিং চিপসেট। প্রিমো এনএক্স৬ এর হেলিও জি৮৫ চিপসেটের সাথে ইন্টিগ্রেটেড হিসেবে থাকছে Mali-G52-MC2 জিপিউ। আর এই জিপিইউটির ক্লক স্পিড ১ গিগাহার্জ। শক্তিশালী এই চিপসেটটির সাথে ফোনটিতে থাকছে ৪ জিবি ডিডিআর৪এক্স র‍্যাম।

প্রিমো এনএক্স৬ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী তিনটি ক্যামেরা সেন্সর নিয়ে একটি ট্রিপল ক্যামেরা সেটাপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষমতাসম্পন্ন এই ক্যামেরা সেটআপে দেখা যাবে একটি প্রাইমারি ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

Primo NX6 Full Review

১৪৯৯৯ টাকার এই বাজেটে ওয়ালটন প্রিমো এনএক্স৬ স্মার্টফোনে যা যা ফিচার প্রোভাইড করেছে, তা এই স্মার্টফোনকে বাজারে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। আপনি যদি ১৫ হাজারের বাজেটে একটি বেস্ট গেমিং স্মার্টফোন কিনতে চান, যাতে আপনি গেমিং ছাড়াও অন্য সব কাজ খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন! তাহলে আপনি নিঃসন্দেহে প্রিমো এনএক্স৬ স্মার্টফোনটি কিনতে পারেন।

ওয়ালটনের অন্যসব স্মার্টফোনের মতন প্রিমো এনএক্স৬ ডিভাইসেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি, পাশাপাশি এডাপ্টার এবং ব্যাটারিতে ৬ মাসের ওয়ারেন্টি। তো দারুন এই স্মার্টফোনটি কিনতে এখনই চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা, ওয়ালটন স্মার্টজোন কিংবা যেকোনো রিটেইলার শপে! অথবা অনলাইন থেকে স্মার্টফোনটি কিনতে চলে যেতে পারেন ওয়ালটনের অনলাইন স্টোর ওয়ালকার্টে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.