![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
খেলা পাগল জাতি হচ্ছে বাঙালি। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সেই আনন্দের পালে নতুন হাওয়া লাগে বাঙালির উন্মাদনায়। প্রতি চার বছর পর বিশ্বব্যাপী ফুটবলের জোয়ার নিয়ে আসে বিশ্বকাপ ফুটবল। সেই জোয়ারের রেশ ছড়িয়ে পড়ে এ বাংলায়।
বিশ্বকাপ ফুটবল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত এ প্রতিযোগিতা বৈশ্বিক মানদণ্ডে উঁচু মানে অবস্থান করছে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্মার্টফোন। আপনি যেখানেই থাকেন না কেনো, আপনার সামনে যদি টেলিভিশন কিংবা অন্যকোন বড় পর্দা না থাকে, তবে আপনার খেলা দেখার একমাত্র উপায় হচ্ছে স্মার্টফোন। আর স্মার্টফোনে খেলা দেখার অন্যতম শর্ত হচ্ছে সেই স্মার্টফোনের ডিসপ্লে অবশ্যই বড় হতে হবে।
আজকের এই লেখায় কাতার বিশ্বকাপ ঘিরে খেলা দেখার জন্য ওয়ালটনের সেরা কিছু বিগ ডিসপ্লে স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর আজকের তালিকার এই তিনটি স্মার্টফোন দিয়ে এই বিশ্বকাপের মৌসুমে আপনার প্রিয়দলের খেলা বড় ডিসপ্লেতে খুব আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।
আমাদের আজকের তালিকার তিনটি স্মার্টফোন হচ্ছে, প্রিমো এস৮, অরবিট ওয়াই৫০ এবং প্রিমো এনএফ৫। আমরা তালিকা অনুযায়ী শুরু থেকে সকল স্মার্টফোনগুলি সম্পর্কে বিস্তারিত জানব,
Primo S8
একনজরে প্রিমো এস৮ স্মার্টফোনে যা যা থাকছেঃ
৪জি কানেক্টিভিটি
এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
হেলিও জি৮৮ চিপ-সেট, হাইপার ইঞ্জিন ২.০ প্রযুক্তি
৬ জিবি এলপিডিডিআরএক্স৪ র্যাম, ১২৮ জিবি রম
৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ৯০ হার্জ রিফ্রেশ রেট
কোয়াড ক্যামেরা সেটআপ (৪৮+৫+২+২)
৫০০০ এমএএইচ ব্যাটারি
১৮ ওয়াট ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং
প্রিমো এস৮ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চি সাইজের বিশাল এলটিপিএস ডিসপ্লেে প্যানেল। কেবল যে বড় ডিসপ্লে তা কিন্তু নয়, এই ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে ৯০ হার্জ। বড় ডিসপ্লে হিসেবে এই ডিসপ্লেতে বিশ্বকাপ খেলা দেখে এই স্মার্টফোনটি থেকে দারুন একটি অভিজ্ঞতা লাভ করবেন। প্রিমো এস৮ স্মার্ট-ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া-টেকের হেলিও জি৮৮ চিপ-সেট। এটি মিডিয়া-টেকের খুবই শক্তিশালী গেমিং চিপ-সেট। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ১২৮ জিবি, আর ডিভাইসটিতে অতিরিক্ত ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহারের সুযোগ তো থাকছেই।
Primo S8 First Impression
Orbit Y50
একনজরে অরবিট ওয়াই৫০ স্মার্টফোনে যা যা থাকছেঃ
৪জি কানেক্টিভিটি
এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম
হেলিও এ২২ চিপ-সেট
৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম
৬.৮২ ইঞ্চি আইপিএস ফুল লেমিনেশন ডিসপ্লে
১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
৪২০০ এমএএইচ ব্যাটারি
১২,৯৯৯ টাকা
ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে ওয়ালটনের নতুন অরবিট সিরিজের স্মার্টফোন, অরবিট ওয়াই৫০। আর ওয়ালট্যনের নতুন এই অরবিট ওয়াই৫০ স্মার্টফোন বাজেটের মধ্যে যাদের বিগ ডিসপ্লে স্মার্টফফোন পছন্দ ত্যাদের জন্য একদম আদর্শ স্মার্টফোন। অরবিট ওয়াই৫০ স্মার্টফোনে পেয়ে যাবেন ৬ দশমিক ৮২ ইঞ্চি রেজুলেসনের বিগ ডিসপ্লে। যারা বাজেটের মধ্যে বিগ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য অরবিট ওয়াই৫০ হতে পারে দারুণ একটি পছন্দ। অরবিট ওয়াই৫০ এর এই ডিসপ্লেটি ২০ঃ৯ এস্পেক্ট রেসিও সম্পন্ন। আর ডিসপ্লেটির রেজুলেশন ১৬৪০*৭২০ পিক্সেল। ডিসপ্লেটির উপরে ওয়াটার ড্রপ নচের মধ্যে দেখা যাবে এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর। সর্বোপরি বাজেটের মধ্যে সেরা ডিসপ্লে সেটাপ পেয়ে যাবেন এই ফোনটিতে।
এই বিশ্বকাপের সিজনে বড় ডিসপ্লের স্মার্টফোন হিসেবে এই অরবিট ওয়াই৫০ স্মার্টফোন থেকে পেতে পারেন দারুণ অভিজ্ঞতা!
Orbit Y50 First Impression
Primo NF5
একনজরে প্রিমো এনএফ৫ স্মার্টফোনে যা যা থাকছেঃ
৪জি কানেক্টিভিটি
এন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
হেলিও এ২০ চিপ-সেট
৩ জিবি র্যাম, ৩২ জিবি রম
৬.৮২ ইঞ্চি আইপিএস ফুল লেমিনেশন ডিসপ্লে
১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
৪০০০ এমএএইচ ব্যাটারি
৯৯৯৯ টাকা
ওয়ালটনের এনএফ সিরিজের অন্যতম বিগ ডিসপ্লে একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এনএফ৫। যারা এই বিশ্বকাপের মৌসুমে বাজেটের মধ্যে দারুণ একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য প্রিমো এনএফ৫ হতে পারে আদর্শ স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। প্রিমো এনএফ৫ স্মার্টফোনের ডিসপ্লেটিও ফুল লেমিনেশন আইপিএস প্রযুক্তির।
Primo NF5 First Impression
আপনি যদি বাজেটের মধ্যে এই ফিফা বিশ্বকাপের মৌসুমে সেরা বিগ ডিসপ্লে স্মার্টফোন চান তবে আজকের তালিকার এই তিনটি স্মার্টফোন দেখতে পারেন। বাজেটের মধ্যে এই স্মার্টফোনগুলো হতে পারে এই বিশ্বকাপের সিজনে আপনার সেরা খেলা দেখার ডিভাইস। প্রতিটি ডিভাইসের সাথে পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার ১ বছরের ওয়ারেন্টি। আপনি ফোনগুলো দেখতে কিনবা কিনতে চলে যেতে পারেন এখনি আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটন প্লাজায়। অনলাইন থেকে স্মার্টফোনগুলো কিনতে পারবেন ওয়ালকার্ট থেকে।
©somewhere in net ltd.