![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
ওয়ালটনের স্মার্টফোন মানেই সেরা বাজেটে সেরা স্মার্টফোন! আমাদের দেশের বাজারে ওয়ালটন তাদের শুরু থেকেই দারুণ বাজেটে দারুণ লেভেলের সকল স্মার্টফোন বাজারে নিয়ে আসছে শুরু থেকেই! দেশে ওয়ালটন সর্বপ্রথম মেড ইন বাংলাদেশ স্মার্টফোন খুব বড় পরিসরে শুরু করেছে আর তাদের কার্যক্রম দিন দিন অনেক বেশি বেড়েই চলেছে।
দেশের বাজারে এখন সাশ্রয়ী দামে সেরা স্মার্টফোন মানেই ওয়ালটনের স্মার্টফোন! আর সেই ধারাবাহিকতায় ওয়ালটন নিয়মিত প্রতি মাসেই গ্রাহকদের কথা বিবেচনা করে নিত্যনতুন চাহিদার হিসেবে দারুণ দারুণ সকল স্মার্টফোন দেশের বাজারে নিয়ে আসছে। এবার ওয়ালটন বাজারে এনেছে তাদের আর সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো আর১০। ওয়ালটন তাদের ওয়ালটন মোবাইল ফেসবুক পেজে তাদের নতুন এই স্মার্টফোন সম্পর্কে একটি টিজার প্রকাশ করেছে, যেখান থেকে নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে অনেক বেশি তথ্য পাওয়া গিয়েছে।
একনজরে প্রিমো আর ১০ স্মার্টফোনঃ
৪ জিবি প্রাইমারি র্যাম
মেমোরি ফিউশন প্রযুক্তি সহ ৮ জিবি ভার্চুয়াল র্যাম
৪৮৫০ এমএএইচ ব্যাটারি
৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
১ দশমিক ৮ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
প্রিমো আর১০ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বাজেট স্মার্টফোনের জন্য অন্যতম শক্তিশালী গেমিং চিপ-সেট ইউনিসক টাইগার ৬১০। এই চিপ-সেটটির ১২ ন্যানোমিটার প্রযুক্তির একটি শক্তিশালী চিপ-সেট। এই চিপ-সেটের বান্ডিল হিসেবে থাকছে মালি জি৫২ জিপিইউ। প্রিমো আর১০ স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় নতুন যে প্রযুক্তিটি ওয়ালটন এখানে ফিচার করছে,সেটি হচ্ছে এর মেমোরি ফিউশন প্রযুক্তি।
আর ১০ মেমোরি ফিউশন প্রযুক্তির ফলে এতে থাকা ৪ জিবি প্রাইমারি র্যামের পাশাপাশি এটি ইন্টারনাল মেমোরি থেকে অতিরিক্ত ৪ জিবি স্পেস র্যাম হিসেবে ব্যবহার করবে। যার ফলে প্রিমো আর১০ স্মার্টফোন থেকে আপনি পাবেন পুরোপুরি ৮ জিবি র্যামের সুবিধা! পাশাপাশি ফোনটিতে ৬৪ জিবির মতন ইন্টারনাল স্টোরেজ তো থাকছেই!
প্রিমো আর১০ স্মার্টফোনে প্রাইমারি ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সাথে রিয়ারে পাবেন একটি শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রিমো আর১০ স্মার্টফোনের আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা স্মার্টফোনটি প্রিমিয়ামনেস অনেক-গুনে বাড়িয়ে দিবে! ফোনটিতে ব্যাটারিও পাওয়া যাবে অনেক বেশি, প্রিমো আর১০ স্মার্টফোনে ওয়ালটন দিয়েছে ৪৮৫ও এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি!
Unveiling Primo R10
প্রিমো আর১০ স্মার্টফোনেও ওয়ালটনের অন্যসব স্মার্টফোনের মতন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ৬ মাসের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকবে! আশা করা যায় আর সিরিজের আগের সব স্মার্টফোনের চেয়ে নতুন এই আর১০ স্মার্টফোনটি বাজারে বেশ শক্ত অবস্থান লাভ করবে!
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: একি?