![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
বাজেটে সেরা দামে সেরা স্মার্ট-ফোন বলতেই আসবে ওয়ালটনের নাম। দেশের বাজারে সবচেয়ে সাশ্রয়ী দামে সেরা স্মার্ট-ফোন খুবই বিশ্বস্থতার সাথে একমাত্র যে ব্র্যান্ডটি নিয়ে আসে সেটি হচ্ছে ওয়ালটন। আপনার বাজেট যদি ১০ হাজার টাকার কম বেশি হলে, আপনার চাহিদা হিসেবে অন্যকোন স্মার্ট-ফোন না পেলেও ওয়ালটনের যেকোনো একটি স্মার্ট-ফোন নিশ্চিত পেয়ে যাবেন। মেইড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে একমাত্র ওয়ালটন দেশের বাজারে গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে দেশের সাধারণ গ্রাহকদের জন্য নিয়মিত মানসম্মত স্মার্ট-ফোন নিয়ে আসছে…।
স্মার্ট-ফোন আমাদের দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় একটি যন্ত্র। নতুন একটি স্মার্ট-ফোন কেনার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ থাকে হচ্ছে গেমিং! ভালো একটি গেমিং স্মার্ট-ফোন কিনতে গেলে স্বাভাবিকভাবেই বাজেট একটি বেশি রাখতে হয়। তবে যাদের বাজেট কম, তাদের কি স্মার্টফোনে গেমিং এর ইচ্ছা জলে চলে যাবে? কখনই না! তাদের জন্য রয়েছে ওয়ালটনের বেস্ট বাজেটে বেস্ট কিছু গেমিং স্মার্ট-ফোন।
আজকের লেখায় আমরা ওয়ালটনের ১০ থেকে ১৫ হাজার টাকা বাজেটের সেরা কিছু স্মার্ট-ফোন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের তালিকায় যে স্মার্ট-ফোন গুলো থাকবে,সেগুলো হচ্ছে: প্রিমো এস৮ মিনি, প্রিমো এইচ১০ এবং প্রিমো এইচএম৭।
প্রথমেই আসি বর্তমান সময়ের ওয়ালটনের অন্যতম ট্রেন্ডি স্মার্ট-ফোন ওয়ালটন প্রিমো এস৮ মিনি নিয়ে,
Walton Primo S8 Mini | প্রিমো এস৮ মিনি
একনজরে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে যা যা থাকছে,
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, সাথে ভিস্মার্ট কাস্টম রম
স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ-সেট
এদিনও ৬১০ জিপিইউ
৪ জিবি এবং ৬ জিবি র্যাম ভেরিয়েন্ট
৬৪ জিবি রম
২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি সাপোর্ট
৬ দশমিক ৫৩ ইঞ্চি এফএইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে
কোয়াড কামেরা সেটাপ (১৬+৮+২+২)
১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএএইচ ব্যাটারি, কুইকচার্জ ৩ দশমিক ০ সাপোর্ট
১৪৯৯৯ টাকা (৪ জিবি র্যাম)
১৬৬৯৯ টাকা (৬ জিবি র্যাম)
প্রিমো এস৮ মিনি স্মার্টফোনের জন্য ওয়ালটন ট্যাগ-লাইনই দিয়েছে The Gamming Warrior। মূলত বাজেটের মধ্যে গেমিং ইউজারদেরকে টার্গেট করে ওয়ালটন বাজারে এই স্মার্টফোনটি নিয়ে এসেছে। প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। এটি একটি ২ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরের সাথে জিপিইউ হিসেবে পাবেন কোয়ালকম এরই এডরিনো ৬১০ ইউনিট। প্রিমো এস৮ মিনি স্মার্ট-ফোন বাজারে পাওয়া যাবে ৪ জিবি এবং ৬ জিবি র্যাম ভেরিয়েন্টের সাথে।
Primo S8 Mini Gaming Review
প্রায় একই বাজেটে ওয়ালটনের আরেকটি গেমিং স্মার্ট-ফোন হচ্ছে প্রিমো এইচ১০। এবার চলুন আলোচনা করব প্রিমো এইচ১০ নিয়ে,
Walton Primo H10 | প্রিমো এইচ১০
একনজরে প্রিমো এইচ১০ স্মার্টফোনে যা যা থাকছে,
অ্যান্ড্রয়েড ১১
হেলিও জি৩৫, ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম
৬.৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএইচ ব্যাটারি
১৩৯৯৯ টাকা (৪ জিবি র্যাম)
১৫৫৯৯ টাকা (৬ জিবি র্যাম)
এইচ১০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের অন্যতম ভালো বাজেটে গেমিং চিপসেট হেলিও জি৩৫। স্মার্টফোনটির ৬৪ জিবি হিউজ ইন্টারনাল মেমরির সাথে এতে র্যাম থাকবে ৪ জিবি এবং ৬ জিবি। অর্থাৎ স্মার্টফোনটি ৪ জিবি এবং ৬ জিবি দুই ভেরিয়েন্টেই বাজারে পাওয়া যাবে। গেমিং স্মার্টফোনের জন্য বেশি ব্যাটারি থাকা জরুরি, প্রিমো এইচ১০ স্মার্টফোনেও পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন হিউজ ব্যাটারি। প্রিমো এইচ১০ স্মার্টফোনে আরো পেয়ে যাবেন ৬ দশমিক ৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে।
Primo H10 Gaming Review
আমাদের আজকের তালিকার সবচেয়ে কম বাজেটের স্মার্ট-ফোন হচ্ছে প্রিমো এইচএম৭। এখন এই স্মার্টফোনটি নিয়ে আমরা বিস্তারিত জানব,
Walton Primo HM7 | প্রিমো এইচএম৭
একনজরে প্রিমো এইচএম৭ স্মার্টফোনে যা যা থাকছে,
অ্যান্ড্রয়েড ১১
ইউনিসক টাইগার টি৬১০ চিপসেট
মালি জি৫২ জিপিইউ
৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ
৬ দশমিক ৫২ ইঞ্চি বিগ ডিসপ্লে
ট্রিপল ক্যামেরা সেটাপ (১৩+২+২)
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৪৯০০ এমএএইচ ব্যাটারি
১০৯৯৯ টাকা
প্রিমো এইচএম৭ স্মার্টফোনটি ওয়ালটনের ১২ ন্যানোমিটার চিপসেটের প্রযুক্তিতে তৈরি বাজেটে দারুণ একটি স্মার্ট-ফোন। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টাইগার টি৬১০ চিপসেট। এটি অক্টাকোর ক্ষমতাসম্পন্ন ১ দশমিক ৮ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন দারুণ একটি চিপসেট। প্রিমো আর১০ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি ডিডিআর৪এক্স প্রযুক্তির র্যাম। এতে ডিসপ্লে হিসেবে থাকবে ৬ দশমিক ৫২ ইঞ্চি সাইজের আইপিএস ডিসপ্লে প্যানেল। এই ফোনের ডিসপ্লেতে পাঞ্চহোল কাটআউট থাকার ফলে ফোনটির লুকিংএ দারুণ একটি প্রিমিয়াম ফিল নিয়ে আসবে।
Primo HM7 Gaming Review
এই ছিল আজকের তালিকায় আমাদের আলোচনা করা তিনটি ১০ থেকে ১৫ হাজারের বাজেটে বেস্ট গেমিং স্মার্ট-ফোন। প্রতিটি স্মার্টফোনেই পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ এর আশেপাশে ব্যাটারি, আর আমরা জানি যে, গেমিং স্মার্টফোনে বিগ ব্যাটারির কোনরকম বিকল্প নেই।
ফোনগুলোর সাথে পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার একবছরের সার্ভিস ওয়ারেন্টি। তো স্মার্টফোনগুলো দেখতে কিংবা কিনতে কিংবা দেখতে আজই চলে যেতে পারেন আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটন প্লাজায়। অথবা অনলাইনে স্মার্টফোনগুলো কিনতে পারেন ওয়ালটনের নিজস্ব ইকমার্স সাইট ওয়ালকার্ট থেকে।
©somewhere in net ltd.