![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দারুণ সব গান নিয়ে শ্রোতাদের মধ্যে প্রতিনিয়ত নানানরকম গান নিয়ে হাজির হয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান খালিদ সঙ্গীত। ঈদ নিয়ে তাদের রয়েছে দারুণ দারুণ অনেক গান। এই ঈদে খালিদ সঙ্গীতের দারুণ দারুণ ঈদের গান শুনে মেতে উঠতে পারেন অন্যরকম এক ঈদ আনন্দে। সম্প্রতি তারা ঈদ নিয়ে তাদের দারুণ দারুণ সকল গান একত্র একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে।
Eid er Gaan
তাদের এই ঈদের গান সঙ্গীত ভিডিওতে যে যে গান রয়েছে,
গান: ঈদ এলো রে
গীতিকার: মাহবুবুল খালিদ
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: রাফসান স্মরণ
গান: বছর ঘুরে এলো ফিরে
গীতিকার: মাহবুবুল খালিদ
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: দিনাত জাহান মুন্নী, সাব্বির
গান: বছর ঘুরে এলো ফিরে
সুরকার: ইমন সাহা
শিল্পী: সালমা, কোনাল, সাব্বির, আজিজ
গান: কোরবানি কি শুধুই জবাই
গীতিকার: মাহবুবুল খালিদ
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: মেহেদী, টিনা
এতে কোন সন্দেহ নেই যে, খালিদ সঙ্গীত বাংলাদেশের সঙ্গীত জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। খালিদ সঙ্গীত বিভিন্ন সঙ্গীত শিল্পীদের কাজ প্রকাশ করে এবং তাদের দক্ষতা বর্দ্ধন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রকাশিত গান ও মিউজিক ভিডিও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে এবং তাদের একটি সুস্থ ও উন্নয়নশীল সমাজ গড়ে তোলার সাথে সাথে বাংলা সংস্কৃতিকে শক্ত ও প্রভাবশালী করতে নিয়মিতভাবে কাজ করছে। খালিদ সঙ্গীত বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতির উন্নয়নে এভাবে সকলের সমর্থন পেয়ে চলুক।
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে। নিয়মিত সকল গানের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের ইউটিউব চ্যানেল।
©somewhere in net ltd.