![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মতো নিজের পরিচয় এখনো তৈরি হয়নি। বাবার দেয়া নাম আর পরিচয় বহন করে চলছি...
গত কালকের কথা,,
নারকেলতলা থেকে কলেজের দিকে যাচ্ছি রাস্তায় এক বৃদ্ধ লোক কে ভ্যান টানতে দেখলাম। লোকটা ভ্যান টানছে আর দুইটা মহিলা বসে আছে ভ্যানে। তার মধ্যে একজনার চোখে কালো সানগ্লাস। ভ্যানের মাইকের কথা শুনে বোঝা গেলো সে অন্ধ তবে অন্য জন কে সুস্থই মনে হলো। তার মাইকিং করে ভিক্ষা করছিল।
একটা বিষয় খুব খারাপ লাগলো যে, তাদের কাছে ভ্যান আছে সুতরাং তারা ভ্যান চালায়ে ইনকাম করতে পারে। কিন্তু তারা ভিক্ষা করছে। যা মহিলা কে সুস্থ মনে হলো সে কোথাও ছোট খাটো কাজ নিতে পারে কিন্তু সেও ভ্যানে ঘুরে বেড়াচ্ছে।
যদি সেই চাচা ভ্যান চালাতো আর ঐ মহিলা কাজ করতো তাহলে আমার মনে হয় তাদের ৩০০+/দিন ইনকাম হতো। কিন্তু তারা তা না করে ভিক্ষা করছে তার মানে কি ভিক্ষাই বেশি ইনকাম!!! এতোই বেশি যে ভ্যানে চড়ে, ব্যাটারির চারজ খরচ করে, মাইক চালায়ে ভিক্ষা করছে...!!!
দান করা ভালো তবে আমাদের বুঝা উচিত আমরা কাকে দান করছি। একজন মানুষ চোক বেধে এসে বলবে আমি অন্ধ আমাকে ভিক্ষা দিন, আর আপনে তাকে ১০ টাকা দিয়ে ভাব্বেন আপনি দানশীল তাহলে বলবো আপনে দানশীল না আপনে নিজেই অন্ধ,নির্বোধ। এক জন আপনাকে টুপি পড়ায়ে চলে গেল আর আপনে টুপি পরে সাহেব হয়ে গেলেন।
চোক খুলুন নিজের আশ-পাশ টা বুঝার চেষ্টা করুন। ভালো থাকুন।
©somewhere in net ltd.