নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবং কিছু কথা...

মাহের মহাম্মাদ নাঈম

দেয়ার মতো নিজের পরিচয় এখনো তৈরি হয়নি। বাবার দেয়া নাম আর পরিচয় বহন করে চলছি...

মাহের মহাম্মাদ নাঈম › বিস্তারিত পোস্টঃ

জানি না কেন, তবে ভালো লাগে...

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

স্বপ্ন: বুঝলাম না আজ ট্রেনে এতো মেয়ে কেন!!! আর সবায়ই বেশ সুন্দর ছিল....
দিঘি: মানে??
স্বপ্ন: না কিছু না মানে কাল কি বার..??
দিঘি: .... (চুপ)
স্বপ্ন: হ্যালো...!!
দিঘি: ...... (চুপ)
স্বপ্ন: এই কথা বলো না কেন?
দিঘি: ........(চুপ)
স্বপ্ন: আরে আমি দেখি নাই তো। আমি তো দরজার কাছে......
ও পাশ থেকে লা ইন কেটে দেয় দিঘি। স্বপ্ন হাসতে হাসতে ফোনের দিকে তাকাই। এখনি একটা মেসেজ আসবে। স্বপ্ন এটাও জানে মেসেজে কি লেখা থাকবে। "আমাকে আর কক্ষনো ফোন দিবি না তুই। যা অন্য মেয়েদের কাছেই যা।" এইতো মেসেজ এসে গেছে। এখন ফোন না দিলে ম্যাডামের রাগ আরো বাড়বে। তাই দেরি না করে নিজে ভালোবাসার মানুষটার মুখে হাসি ফোটাতে লেগে পরলো স্বপ্ন।

আসলে কোন মেয়ের দিকেই তাকাই নাই স্বপ্ন। তাকানোর সময়ও নাই। সকালে উঠে অফিসের কাজে বের হয়ে যায় সে। সারা দিন ব্যস্ততার মাঝে কাটে। সন্ধ্যায় বাসায় ফেরার পথে দীর্ঘ্যক্ষণ কথা বলে দিঘির সাথে। স্বপ্ন খুব ভালো করে জানে কোন কথা গুলোই দিঘি রেগে যায়। মাঝে মাজেই পাগলীটাকে রাগানোর জন্য এমন মিথ্যা কথা বলে। পিচ্চিদের মতো রাগ করে মেয়েটা। আবার অল্পতে রাগ ছেড়েও যায়। পিচ্চিদের মতো রাগ, পিচ্চিদের মতো আবদার, পিচ্চিদের মতো নিখাদ ভালোবাসা।স্বপ্ন আর দিঘির বালোবাসা। ভালো তো আছে তারা। সকলের দৃষ্টিকে ফাকি দিয়ে সুখের থাকুক সুখ পাখিরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.